![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের হিমকে -
মিস করবো ভাবছিলাম ...
মিস করতে দিলে না ।
কুয়াশার চাদর
আড়াল করে
শীত আর উষ্ণতার
মাঝপথে দাঁড়িয়ে তোমার -
মনভুলানো হাতছানি টা
ছলনা বলতে পারছি না ।
কেননা যেটুকু মুগ্ধতা
আমায় সারাটা দিন দিলে ,
কোমল মোলায়েম হাওয়াটা
মন ছুয়েছে অজান্তে ;
তাই -
দোষ দেওয়া চলে না ।
এখনো কোকিল এর সাক্ষাত হই নি ।
কেননা সেটাও তোমার দখলে ।
বাসন্তি ,
তোমার চুলের চারিদার
নব্য ফুলেল ঘেরোয়া
বলে দিচ্ছে আজ বসন্ত ।
তোমার উৎসব মাখা হাসি
বলে দিচ্ছে আজ বসন্ত ।
তোমার অযথা ফোনালাপে
পাশে পাওয়ার তীক্ষ্ণ আহবান
বলে দিচ্ছে আজ বসন্ত ।
ডি সি হিলে একছত্র আলাপে
বাদাম চিবানোর আয়োজন
বলে দিচ্ছে আজ বসন্ত ।
কিছু ছিলোনা হাতে
বাসন্তি পত্রটি জমা দিলাম ফেবুতে
তুমি বুঝে নিও ।।
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
রাত ১০ টা ২৫
১ ফাল্গুন ১ বসন্ত
১৩ ফেব্রু ’১৬
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.