![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
ঈদের ছুটিটা শুধু দাওয়াত খেয়ে নষ্ট না করে, ঢাকার কাছাকাছি কোথাও ঘুরতে যাব ভাবছিলাম। এ সময়টা সব হাইওয়ে মোটামুটি ফাঁকা, যেতে আসতে সময়ও কম ব্যয় হবে। তিনটি পরিবারের সম্মিলিত আইডিয়া প্রয়োগে, ঠিক হলো মাতৃভান্ডারের শহর কুমিল্লা যাব। সকালে বেরিয়ে যাব, রাতে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে (BARD) থাকব পরদিন বিকেলে আবার ঢাকার পথে রওয়ানা হব। এই সময়টুকুতে শুধুই কুমিল্লাকে ঘুরে দেখা।
২৭ তারিখ সকাল ৯.০০ টায় আমাদের গাড়ি ছাড়ল, আমরা আটজন চললাম কুমিল্লার পথে। ঢাকা থেকে গাড়িতে গ্যাস নিয়ে, চা-টা খেয়ে কাঁচপুর ব্রীজ পেরিয়ে গেলাম দশটায়। এরপরে শীতলক্ষ্যা, মেঘনা-গোমতি পেরিয়ে বারোটাতে কুমিল্লা শহরে প্রবেশ করলাম যেই, গাড়ীর চাকা পাংচার হলো সেই! পথে অনেক অনেক কাশবন পেরিয়ে এলাম, দু’চোখ ভরে শুধু দেখলাম আর দেখলাম। ফেরার পথে নামব, ছবি তুলব এই ভরসায় আর গাড়ি থামানো হয়নি। চাকা পাংচার হবার আর যেন জায়গা পেল না! কাশবনের সামনে হলে কী এমন ক্ষতি হতো!! দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছিল। ভাগ্যিস মাথায় হিজাব পরা ছিল, তাই অবোধ চুল বেচারাগুলো এবারে বেঁচে গেল।
দশ থেকে পনের মিনিট পরেই আমাদের আবার যাত্রা হলো শুরু। যে দিকে তাকাই শুধু মাতৃভান্ডার আর মাতৃভান্ডার (মিষ্টির দোকান)। এক মাতৃভান্ডার নামেই হাজারো দোকান! প্রথম বিরতি কুমিল্লার বিখ্যাত নূরজাহান হোটেল। দুপুরের খাবারের জন্য বসে গেলাম বড় একটা টেবিলে। খাবার মেন্যু চারজনের বোয়াল মাছ, তিনজনের গলদা চিংড়ি, একজনের গরুর মাংস কালাভূনা আর সাথে বেগুন দিয়ে শুটকি মাছ চচ্চরি, আলু ভর্তা, সবজি, ডাল। ঈদের এ দু’দিন গরুর মাংস খাবার পরে, এই খাবার যেন অমৃত সম!
নূরজাহান হোটেল- এ দুপুরে খেলাম
খাবার টেবিলে আমাদের বেড়ানোর রূটীন ঠিক করে নিলাম। রওয়ানা হলাম বার্ডের (BARD) পথে। ওখানে পৌছে যে যার রুমের চাবি নিয়ে চলে গেলাম রুমে। ডাবল বেডের রুম পেলাম মাত্র একটা, আর পাঁচটা সিঙ্গেল বেডের রুম। একটু ফ্রেশ হয়ে, জোহরের নামাজ পড়ে, বেরিয়ে পড়লাম ময়নামতি শালবনবিহার দেখতে।
ওখানে যে ইতিহাস পেলামঃ পূর্বে এই প্রত্নস্থানটি শালবন রাজার বাড়ী নামে পরিচিত ছিল। কিন্তু খননের পর ১১৫টি ভিক্ষুকক্ষ বিশিষ্ট ৫৫০X ৫৫০ বর্গফুট পরিমাপের একটি বৌদ্ধ বিহারের ভূমি নকশা উন্মোচিত হয়েছে।তাই ইহাকে শালবন বিহার নামে অভিহিত করা হয়। বিহারটির মধ্যভাগে একটি মন্দির ও উত্তর বাহুর মাঝামাঝি স্থানে প্রবেশ তোরণ ইহার বিশেষ আকর্ষণ। বিহারটিতে ৪টি ও কেন্দ্রীয় মন্দিরে ৬টি নির্মাণ যুগের প্রমান পাওয়া গেছে। খননে প্রাপ্ত একটি পোড়ামাটির মুদ্রক থেকে জানা যায়, এই বিহারটি দেব বংশের ৪র্থ রাজা শ্রী ভবদেব খৃষ্টীয় আট শতকে নির্মাণ করেছেন। সুতরাং ইহার আসল নাম ছিল “ভবদেব মহাবিহার”। এই বিহারে খননে প্রাপ্ত বিপুল পরিমাণ প্রত্নবস্তু ময়নামতি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে।
শালবন বিহারে তোলা কিছু ছবিঃ-
শালবন বিহার থেকে ফিরে রুমে ফিরলাম। সবাইকে সময় দেয়া হলো সর্বোচ্চ ২০ মিনিট। এরপর আমরা যাব নীলাচল টিলায়। বার্ডের ভিতরে অনেক অনেক প্রজাতির বড় ছোট সব গাছ। অতীতে এটি পাখিদের অভয়ারণ্য ছিল। এখন অত পাখি আর দেখা যায় না। মাঝে মাঝে ছোট ছোট টিলা আছে, এরই একটির নাম নীলাচল। নীলাচলে আমরা দেখব সবুজ বনে গোধুলির আলো, আর তারপরেই আকাশে আগমন ঘটবে ‘সুপার মুন’-এর।
চমৎকার একটি সিড়ি বেয়ে আমরা চলে এলাম নীলাচল টিলায়। সবাই মিলে বসে আড্ডা চলছিল আর সাথে ছিল প্যাকেটজাত ঝালমুড়ি। আজকাল ঝালমুড়িও প্যাকেটজাত হয়ে পড়েছে। কিন্তু সেই স্বাদ আর কই! কয়েক বছর আগেও ঢাকা আসতে, যমুনা নদিতে স্টীমার বা লঞ্চ, যে বাহনেই পার হই না কেন, উঠেই এক ঠোঙা ঝালমুড়ি আবার নেমে যাবার আগে আরেক ঠোঙা ঝালমুড়ি। আজ সবই অতীত! যাক যা বলছিলাম, কিছুক্ষণের মধ্যেই গোধূলির আলোয় চারিদিক আলোময় হয়ে গেল। দু’চারটে ছবি তুললাম, কিন্তু মনের মত হলো না। টিলার ওপরের অংশটা সবুজ ঘাসে ঢাকা।ইট সিমেন্টের বেঞ্চ করা আছে বসার জন্য, মাথার ওপরে ছাতাও তৈরী করা আছে। ঈদের ছুটিতে আমাদের মত অনেকেই এখানে বেড়াতে এসেছেন।
নীলাচলের কিছু ছবিঃ
নীলাচলে ওঠার সিড়ি
নীলাচলের সূর্য্য
এক সময় সূর্য্য ডুবে গেল। ততক্ষণে আকাশেও চাঁদের উদয় হয়েছে। কিন্তু এত গাছপালায় আমরা দেখতে পাচ্ছি না সে চাঁদ। শুধু জ্যোৎস্নায় আলোকিত আকাশটাই দেখছিলাম আর অপেক্ষায় ছিলাম। সেদিনের আকাশ ছিল মেঘ মুক্ত- পরিষ্কার, আমাদের অপেক্ষার পালা শেষ করে এক সময় চন্দ্রদেবী দেখা দিলেন। ঘন গাছপালার মাঝে প্রায় পুর্ণিমার চাঁদটি ছিল চোখ জুড়ানো, মন ভোলানো।(আমার জানা মতে ২৮ তারিখ ছিল পূর্ণিমা)। আর সব পুর্ণিমার চাঁদের চেয়ে সে রাতের চাঁদ বেশ বড়ও দেখাচ্ছিল। ততক্ষণে সে চাঁদের মিষ্টি আলোয় আমাদের কোরাস গান শুরু হয়ে গেছে, “আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে ----“ এরপরে “চাঁদের হাসির বাঁধে ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।-----“ । ছোট বড় সবাই মিলে গাইছিলাম আমরা। কী এক আকর্ষণে আজ পুর্ণিমার কাছে বন্দী হয়ে রইলাম আমরা, মনে হয় যেন সারা রাত এখানেই কাটাই! কিন্তু বেরসিক সিকিউরিটির বাঁশি বেজে উঠল একসময়,” আপনারা আর এখানে দেরী করবেন না। “ চলে এলাম আমরা লোকালয়ের কাছাকাছি। মাঝে মাঝেই কংক্রিটের বেদি করা আছে, কেন জানি না। হয়তো বসার জন্যই। আমরা ওখানে বসে, গাছপালার ফাঁকে ফাঁকে আসা চাঁদের আলো প্রাণভরে উপভোগ করলাম আরো কিছুক্ষণ।
এদিকে ক্যান্টিন বন্ধ হয়ে যাবে রাত ন’টার মধ্যেই, তাই চলে যেতে হলো খাবার ঘরের দিকে। আজ এ বেলা রান্না হয়েছে কৈ মাছ আর মুরগী, সাথে সবজি আর ডাল। খাবার পরে কেউ কেউ চা-এর আবদার করলেন। চা খেয়ে, যে যার রুম-এ ফ্রেশ হয়ে, ঘুমের দেশে----।
কালকের প্রোগ্রাম কালকেই বলব, হ্যা?
সে পর্যন্ত বার্ড-এর কিছু ছবি দেখুনঃ
ড্রাগন ফল -এর গাছ
****************************************************************************
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই, আপনাদের উৎসাহেই লেখার ইচ্ছে জাগে।
চাঁদের ছবি ভাল আনতে পারিনি, ক্যামেরার ভাল লেন্স নাই !!
২| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১
প্রামানিক বলেছেন: আমি প্রথম হইছি চা টা কি খাওয়াইবেন খাওয়ান।
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: সেকেন্ড হইছেন, তাই মিষ্টি খান।
ডায়াবেটিক কি বেড়ে গেল?
আমার প্রিয় মিষ্টি এটা।
৩| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩০
প্রামানিক বলেছেন: হায়! হায়! সাহসী সন্তান আমারে ধাক্কা মাইরা নিচে ফালায়া দিছে। আমার প্রথমগিরি আর রইল না। তবে ছবি এবং বর্ননা পুরোটাই ভাল লেগেছে।
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০
কামরুন নাহার বীথি বলেছেন: সাহসী সন্তান যে, তাইতো আপনাকে ধাক্কা মেরেছে।
আপনার বয়স হয়েছে, এটুকু সহ্য করতেই হবে ভাই !!
কুমিল্লা বেড়াতে খুব ভাল লাগল, না যেয়ে থাকলে একবার ঘুরে আসবেন।
অনেক অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই।
৪| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯
সাহসী সন্তান বলেছেন: প্রামানিক বলেছেন: আমি প্রথম হইছি চা টা কি খাওয়াইবেন খাওয়ান।
-প্রামানিক ভাই আছেন শুধু প্রথম হওয়ার জন্য! আমার লগে টক্কর? আজ কিন্তু পারলেন না ভাই! সুন্দর পোস্ট পেলে আমি কোন মন্তব্য করতে দ্বিধা করি না। আর আসলেই এই পোস্টটা অনেক চমৎকার!
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: ভাই আমার খুব দুঃখ পেয়েছেন, আপনি তাকে প্রথম হতে দেননি।
তাই মিষ্টি খেতে দিলাম !!
বোন হয়ে কি ভাই-এর কষ্ট দেখতে পারা যায় !!!
৫| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫২
সাহসী সন্তান বলেছেন: লেখক বলেছেন: ভাই আমার খুব দুঃখ পেয়েছেন, আপনি তাকে প্রথম হতে দেননি।
তাই মিষ্টি খেতে দিলাম !!
বোন হয়ে কি ভাই-এর কষ্ট দেখতে পারা যায় !!!
-একদমই না! তবে আপু বিষয়টা একটু পার্শিয়ালিটি হয়ে গেল না? প্রমানিক ভাই প্রথম না হইয়াও মিষ্টি পাইলেন আর আমি হতভাগা এককাপ চাও পাইলাম না?
ভাবতেই আবেগে কাইন্দা ফেলচি কিন্তু?
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: তবে আপু বিষয়টা একটু পার্শিয়ালিটি হয়ে গেল না? -------
না না, প্রামানিক ভাই-এর সাথে মিষ্টিটা আগে খেয়ে নিন, চা পরে দিচ্ছি আমি !!!
৬| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪
সাহসী সন্তান বলেছেন: OMG (Oh My God)! এক সাথে পাঁচ কাপ? এত খাইবার পারুম না! আপনি প্রামানিক ভাইকেও ডাকুন সেও আমাগো লগে আসুক! আর দুই জন কারে নেবেন সেটা আপনার ব্যাপার! তয় আমার শুধুমাত্র এককাপ হলেই হবে!
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা ------ আপনারা আড্ডা দিন আর চা পান করুন !!!
চাইলে আরো সাপ্লাই দেব !!!
৭| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৪
আবু শাকিল বলেছেন: ছবি এবং বর্ননা চমৎকার ।
আমরাও ঘুরে আসলাম ।
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: লিখেছেন কি ব্লগে?
এ সব বেড়ানোর বর্ণনা আমি খুব উপভোগ করি।
অনেক শুভেচ্ছা ভাই!
৮| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০
প্রামানিক বলেছেন: এরকম চায়ের কেতলী আপনি পাইলেন কই? দেইখাই ভয় পাইলাম। আমাদের মুখ একটা কেতলীর মুখ পাঁচটা।
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০০
কামরুন নাহার বীথি বলেছেন: আমার দেবার মত মন আছে যে, তাই কালেকশনে আছে।
ভাইদের চা খাওয়াতে হবে যে !!!
৯| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০
আবু শাকিল বলেছেন: আপনার পোষ্টের মাধ্যমে আমিও ঘুরে আসলাম সেটাই বলেছি ।
শালবন এবং নীলাচল যাওয়া হয়নি ।
ঘুরাগুরি নিয়ে লেখার ইচ্ছা আছে ।
লিখব ।
ধন্যবাদ আপু।
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২
কামরুন নাহার বীথি বলেছেন: ও আচ্ছা !!! আমি এই ফাঁকে আপনার ব্লগবাড়ী খুঁজে এসেছি। ভেবেছিলাম, আপনিও লিখেছেন !!!
অনেক ধন্যবাদ ভাই।
১০| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
রঙ চঙে লেখা ও ছবি । দিন দিন আপনার লেখার ষ্টাইল জোরদার হচ্ছে । লেখাতেই ভ্রমন করে আসার মতো ।
" খোঁয়া খোঁয়া চান্দ" এর ছবি ক'টিই আমার কাছে অপূর্ব লেগেছে ।
শুভেচ্ছান্তে ।
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার বিশেষণ , রঙ চঙে লেখা
" খোঁয়া খোঁয়া চান্দ"-এর ছবি মন ভরে তুলতে পারিনি, সেরকম একটা লেন্সের অভাবে!
তবে চোখ ভরে, মন ভরে দেখেছি !!!
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই !!
১১| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১
জুন বলেছেন: ছবিগুলো অয়াধারন হয়েছে কামরুন্নাহার বিথী । জ্বল জ্বল করে উঠলো স্মৃতির মনিকোঠায় ।
আমিও আপনার মত তবে বছর কয়েক আগে একই স্টাইলে কুমিল্লা বার্ড আর ময়নামতী বিহার দেখে এসেছি তিন চার দিন বার্ডে থেকে। বার্ডে আমার হাসবেন্ডের অফিসের একটা প্রোগ্রাম ছিল তার সাথে আমাদেরও ঘুর ঘুর হয়েছিল ।
২০১৪ এর ১২ই সেপ্টেম্বর বার্ডের প্রতিষ্ঠাতা ডঃ আখতার হামিদ খানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছিল ঢাকার চামেলী হাউসে। দাওয়াত পেয়ে অতিথি হিসেবে গেলাম, অনেক অনেক জ্ঞ্যানী গুনীরা এসেছিল । তাদের মুখে শুনলাম ওনার বর্নাঢ্য ইতিহাস । বার্ডের ছবি দেখে মনে পড়লো তার কথা ।
ময়নামতী ওয়ার সিমেট্রি দেখে আসেন নি ?
পরের পর্বের অপেক্ষায়
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা আপু, ডঃ আখতার হামিদ খানের মহান, অসাধারণ উদ্যোগ এই বার্ড।
শ্রদ্ধা জানিয়েছি তাঁকে, মুগ্ধ হয়েছি তাঁর সৃষ্টি দেখে !!!!!
আপু, আমার হাসবেন্ডতো বৈদেশী, তাই আত্মীয়-স্বজন আর বন্ধু-বান্ধব মিলে ঘুরতে যেতে হয়। অবশ্য তার কল্যাণে আফগানিস্তানের মত দেশ দেখা হয়েছে আমার।
হ্যা আপু ময়নামতী ওয়ার সিমেট্রি দেখে এসেছি। আর এটাই পরের পর্বের জন্য রেখেছি।
অনেক অনেক শুভেচ্ছা আপু!!
১২| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১
লেখোয়াড়. বলেছেন:
দেখা হলো চক্ষু মেলিয়া। তুলে নিলাম হৃদয় ভরিয়া।
সুন্দর।
প্রথম প্লাসটা কিন্তু আমার!!
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১
কামরুন নাহার বীথি বলেছেন: প্রথম প্লাসটা আপনার? তাইতো!!!
সে জন্য আমার নিজ হাতে গড়া, আমার বাগানের ফুলের শুভেচ্ছা !!!!
১৩| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
সুমন কর বলেছেন: চমৎকার ভ্রমণ পোস্ট। আপনার সাথে ঘুরে আসলাম। দেখি কোন একদিন চলে যাবো।
প্লাস।
০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
কামরুন নাহার বীথি বলেছেন: আসলেই ঘুরে দেখার মতই জায়গা বার্ড।
বিশেষ করে ঢাকাবাসীদের জন্য, চারিদিকে শুধু সবুজ আর সবুজ!!!
প্রাণভরে নিঃশ্বাস নেবার মতই জায়গা।
দেখে আসুন, ভাল লাগবে।
অনেক ধন্যবাদ দাদা!!
১৪| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
কালের সময় বলেছেন: ভালো লাগা পোস্ট । আর মনে হল এতক্ষন আপনার সাথেই ঘুরতেছিলাম
০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: এবার আমার সাথে ঘুরলেন,এর পরে নিজেই গিয়ে ঘুরে আসুন!!
আমার শুভেচ্ছা সাথে থাকবে!!!
১৫| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
গেম চেঞ্জার বলেছেন: যেতেই হয় তাহলে। আর পোস্টটা এই অভাগার চোখে কেন পড়লো না??
০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: কে বললো আপনি অভাগা?! এইতো চোখে পড়েছে!!
আমি আপনাকে ভাগ্যবান ভাবতেই পারি এখন!!!!!
১৬| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: শিরোনামে ,বর্ণনায়, ছবিতে অনবদ্য পোস্ট ।
০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই !!!
১৭| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ছবি তুলার হাত বেশ !
চা তো প্রথম পাঁচ জন খেয়ে নিল !
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!
কেতলির সাইজ দেখেছেন? ওতে কি শুধুই পাঁচজন -এর চা ধরবে??
নিশ্চিন্তে আরো চারজনকে নিয়ে শুরু করুন, তারপরে আরো পাঁচজন তারপরে আরো --------------
১৮| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:০০
কথাকথিকেথিকথন বলেছেন: মনকড়া ছবি এবং সুন্দর বর্ণনায় বেশ লাগলো ভ্রমণ কাহিনী ।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই !!!
আমার ব্লগবাড়ীতে স্বাগতম আপনাকে!!!!
১৯| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৫
কিরমানী লিটন বলেছেন: কথাকথিকেথিকথন বলেছেন: মনকড়া ছবি এবং সুন্দর বর্ণনায় বেশ লাগলো ভ্রমণ কাহিনী ।
অসাধারন !!!
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আর আমার ব্লগে স্বাগতম!!!
২০| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫২
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার, অপূর্ব, .... এমন আরো অনেক বিশেষণের সাথে রসিক কথাটাও জুড়ে দিলাম ----
চাকা পাংচার হবার আর যেন জায়গা পেল না! কাশবনের সামনে হলে কী এমন ক্ষতি হতো!! দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছিল। ভাগ্যিস মাথায় হিজাব পরা ছিল, তাই অবোধ চুল বেচারাগুলো এবারে বেঁচে গেল।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: তাই? আমার এই লেখায় আমি রসিকতাও করেছি!!!!
আহমেদ জী এস ভাই -এর বিশেষণ, "রঙ চঙে লেখা ও ছবি "!
অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্যের মাঝেও অনুপ্রেরণা লুকিয়ে আছে আমার জন্য!!
আপনার প্রোফাইল ছবিটা খুব ভাল লাগে আমার!
আমিও নীল আকাশে ওড়া সাদা গাংচিল -এর ছবি তুলেছিলাম!!
ওটা আমার খুব প্রিয় একটা ছবি!!
২১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবার এলাম , আমার কিন্তু দুই কাপ !
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: আমার এক কাপ বাদ দিয়ে সব আপনার, চলিবে এখন?
২২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আর কখনো রোডে ঘাটে
কিনবে নাকো রসমালাই;
মুখেই বলে মাতৃভান্ডার
চাখতে গেলেই স্বাদ পালায়।
আসল শোরুম পেতে হলে
যেতে হবে শহরে;
এই মোটে কিছুক্ষন
কান্দিরপারের অদূরে।
বলছি জেনে,নিয়োগো মেনে
খাইনি কো তারি,
কুমিল্লা বড় চেনা
হেথা নানাবাড়ি।
এবার আসি সার কথা
পোষ্টের ব্যপারে;
ছবিগুলো ফাসক্লাশ
লেখনিও খাশা রে।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: তাই নাকি? তা' আগে বলবেন তো!!!
নানাবাড়ি গিয়ে আসল মাতৃভান্ডারের রসমালাই খেয়ে আসতাম!!
এখন যে দুঃখে মরে যাই!!!!
২৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৯
শামছুল ইসলাম বলেছেন: প্রোফাইল ছবিটা আপনার ভাল লেগেছে জেনে খুশী হলাম।
তবে এই প্রোফাইল ছবিটার পিছনে শতদ্রু ভাইয়ের কৃতিত্ব সিংহ ভাগ।
প্রথম সামুতে যখন আসি প্রোফাইল ছবি সম্বন্ধে কোন ধারণাই ছিল না। শতদ্রু ভাই বললেন প্রোফাইল ছবি দিতে।
তখন উনারটা আরও কত গুলা প্রোফাইল ছবি দেখে একটা আধো আধো ধারণা পেলাম।
তার পর মনে হলো, জানালা দিয়ে কত দুপুর সুনীল আকাশে অলস চিলের উড়া-উড়ি দেখেছি।
বাকীটা গুগল ভাইয়ের কৃতিত্ব।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগলো আপনার প্রোফাইল ছবি নিয়ে স্মৃতিচারণা!!!
সেদিন কুমিল্লা যাবার সময় অনেক দিন পরে আমিও উড়ন্ত চিল দেখলাম, শরতের আকাশে!!
অনেক শুভেচ্ছা ভাই!!
২৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:১২
অগ্নি সারথি বলেছেন: ছবি এবং বর্ননা দুইটাই অনেক সুন্দর হয়েছে। এত ভাল ছবি আমি তুলতে পারি না ক্যান?
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: এত ভাল ছবি আমিও তুলতে পারি না, সকল কেরামতিই ক্যামেরার!!
অনেক অনেক শুভেচ্ছা!!!
২৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮
ঢাকাবাসী বলেছেন: অপুর্ব সুন্দর একটা পোস্ট, দারুণ লাগল বর্ণনা আর দুর্দান্ত সব ছবি। শুভেচ্ছা।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।
আপনার মত লেখকের এমন মন্তব্যে সত্যি অনুপ্রেরনা পাই১
ভাল থাকবেন নিরন্তর----
২৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৭
ভ্রমরের ডানা বলেছেন: স্নিগ্ধতায় মন ভরে গেল। দারুন লেখনশৈলী। শালবনবিহার আমাদের ঐতিহ্য।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, শালবনবিহার আমাদের ঐতিহ্য।
পুরো কুমিল্লা জুড়েই এখানে সেখানে অনেকগুলো বৌদ্ধ বিহার দেখলাম আমরা।
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা!!
২৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৫০
কষ্টের পৃথিবী বলেছেন: অনেক ভাল লাগছে আমার নিজের শহর কুমিল্লা নিয়ে এত বিস্তারিত লিখেছেন।
শুধু ধন্যবাদ দিয়েই ছোট করতে চাই না।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার নিজের শহর, দেশের ঐতিহ্য, গৌরব।
ভাল থাকবেন!!!
২৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:০৫
জসিম বলেছেন: অনেক সুন্দর পোস্ট.
চাঁদের পোস্ট যেহেতু, আপনার জন্য আমার বারান্দা থেকে দুদিন আগে তোলা এক চাঁদ অনেক সুন্দর পোস্ট.
চাঁদের পোস্ট যেহেতু, আপনার জন্য আমার বারান্দা থেকে দুদিন আগে তোলা এক চাঁদ
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, দু'দিন আগের সেই চাঁঅকে খুব কাছে থেকে, একান্তই নিজের মত করে দেখবার জন্যই সবুজ বনে গিয়েছিলাম!!
আপনার তোলা ছবিটা চমৎকার, অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!
২৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:৩৭
চিরন্তন মহাশূন্য বলেছেন: বিথী আপু…!! পোস্ট টা যতক্ষন পড়ছিলাম মনে হচ্ছিলো আমিও তোমাদের সাথে আছি, বিশেষ করে ছবি গুলা দেখে তো একদমই হারিয়ে গিয়েছিলাম তোমাদের সাথে… পোস্ট টা পড়ার শেষে আরো খুঁজতেছিলাম আর আছে কিনা, ৫ বার খুঁজছি, কিন্তু, আর পাইলাম না…
অসাধারণ ভাবে বর্ণনা করেছো…
অনেক ভাল লাগলো…
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, নিজের দেখা, নিজের ভালোলাগা সবার সাথে ভাগাভাগি করে নেবার জন্যই আমার এ প্রয়াস।
ভাল লেগেছে জেনে সত্যিই আমি আনন্দিত।
তবে পড়া শেষে আরো খুঁজলে যে আমি বুঝে নেব, এ লেখায় আপনার অতৃপ্তি রয়ে গেল! তাই কি?
ভাল থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা।
৩০| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:৩৮
গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর সব ছবি আর বর্ণনা , সত্যিই অনবদ্য এক ভ্রমন অভিজ্ঞতা ।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লেগেছে জেনে সত্যিই আমারও ভাল লাগছে!
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!
৩১| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তাই নাকি? তা' আগে বলবেন তো!!!
নানাবাড়ি গিয়ে আসল মাতৃভান্ডারের রসমালাই খেয়ে আসতাম!!
এখন যে দুঃখে মরে যাই!!!!
জানতুম আমি,করবে মজা
মানলে নাতো কথাটা;
ফের গেলে খেয়ো তবে
রসের মালাই খাঁটি টা।
বলতে বলতে জীভে মোর
এসে গেলো জল;
কত দিন যাই না
দল বেঁধে চল।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায় আমি মজা করলাম বুঝি !!!
হ্যা, আবারও গেলে খাঁটি দোকানের খাঁটি রসমালাই খেয়ে আসব।
পারলে নানাবাড়ীর ঠিকানাটা---------- না থাক, আপনার সাথেই যাব!
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: নানাবাড়ি নিয়ে মজা না করলে, আর কী নিয়ে মজা করব?
জীবনের প্রায় সব মজাই যে নানাবাড়িতেই হয়।
যেমন আমার-------------
৩২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন। আমার ময়নামতী, বার্ডের স্মৃতি মনে পড়লো।
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: হুম জানি, অনেকেই গিয়েছেন ওখানে। আসলেই দেখার মতই জায়গা সেটা।
অনেক শুভেচ্ছা ভাই!
৩৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৪
চিরন্তন মহাশূন্য বলেছেন: লেখক বলেছেন: হ্যা,
নিজের দেখা, নিজের
ভালোলাগা সবার সাথে
ভাগাভাগি করে নেবার
জন্যই আমার এ প্রয়াস।
ভাল লেগেছে জেনে সত্যিই আমি
আনন্দিত।
তবে পড়া শেষে আরো খুঁজলে যে আমি
বুঝে নেব, এ লেখায় আপনার অতৃপ্তি
রয়ে গেল! তাই কি?
না আপু আমি একদমই অতৃপ্ত নয়, তবে তুমি জানোনা আপু, আনন্দের মুহুর্ত গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়…?? আমারো এমন টায় হয়েছে……
তোমাদের সাথে ভ্রমণ আনন্দটা আমিও উপভোগ করছিলাম…………
০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই, আপনার এ আন্তরিক মন্তব্যের জন্য আমি খুশি।
সেদিনের বেড়ানো নিয়ে লেখা আরো কিছুটা বাকি রয়ে গেছে।
সময় করে লিখব।
আশা করছি সাথেই থাকবেন।
৩৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১
দ্যা ব্যাকডেটেড বলেছেন: এক কথায় অসাধারণ একটা ভ্রমন
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।
৩৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২
চিরন্তন মহাশূন্য বলেছেন: লেখক বলেছেন: অনেক
অনেক শুভেচ্ছা ভাই,
আপনার এ আন্তরিক
মন্তব্যের জন্য আমি খুশি।
সেদিনের বেড়ানো নিয়ে
লেখা আরো কিছুটা বাকি রয়ে গেছে।
সময় করে লিখব।
আশা করছি সাথেই থাকবেন।
অপেক্ষায় থাকলাম আপু…………………
বাঁকি গুলো অবশ্যই এভাবেই ছবি সহ পোস্ট করবে…
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, ছবি তুলেছি অনেক, কিন্তু লিখতেই যত আলসেমী!!!!
লেখতেতো হবে, তারপরে না ছবিপোষ্ট।
৩৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪২
অন্ধকারে একজন বলেছেন: সুন্দর পোষ্ট। বার্ডে রুম ভাড়া কতো?
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: সরকারী চাকুরিজীবিদের জন্য ভাড়া খুব বেশী নয়।
ওখানে যারা ট্রেনিং-এ যান তাদের জন্য ভাড়া কেমন, আমি ঠিক বলতে পারব না।
আর সম্ভবত, এর বাইরে অন্যকারও ওখানে থাকার অনুমোতি নেই।
আমাদের একটা ডাবল বেড রুম, পাঁচটা সিঙ্গেল বেড রুম আর ড্রাইভার ছিল ডরমেটরীতে।
সব মিলে এক রাতেও জন্য ভাড়া এসেছিল ২১০০/- (দুই হাজার একশ' টাকা।
অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনার জন্য!!
৩৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
সোমহেপি বলেছেন: নীলাচলের সন্ধ্যা অসাধারণ লাগে ।
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২০
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, সে সন্ধ্যেটা সত্যিই অসাধারণ ছিল!!
৩৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
সোমহেপি বলেছেন: নীলাচলের সন্ধ্যা অসাধারণ লাগে ।
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২১
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লেগেছে বলে কি বার বার তারই প্রকাশ ?
৩৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
সোমহেপি বলেছেন: নীলাচলের সন্ধ্যা অসাধারণ লাগে ।
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫
কামরুন নাহার বীথি বলেছেন:
৪০| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
সোমহেপি বলেছেন: নীলাচলের সন্ধ্যা অসাধারণ লাগে ।
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২
কামরুন নাহার বীথি বলেছেন:
৪১| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
সোমহেপি বলেছেন: নীলাচলের সন্ধ্যা অসাধারণ লাগে ।
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৫
কামরুন নাহার বীথি বলেছেন:
৪২| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
সোমহেপি বলেছেন: নীলাচলের সন্ধ্যা অসাধারণ লাগে ।
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭
কামরুন নাহার বীথি বলেছেন:
৪৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
সোমহেপি বলেছেন: নীলাচলের সন্ধ্যা অসাধারণ লাগে ।
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৯
কামরুন নাহার বীথি বলেছেন:
৪৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮
খালেদ সাইফুল্লা বলেছেন:
আমরাও ঘুরে আসলাম ।
অপুর্ব সুন্দর একটা পোস্ট, দারুণ লাগল বর্ণনা আর দুর্দান্ত সব ছবি।
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা, আমার সাথে ফ্রী ঘুরে আসার জন্য!!
এরপরে আবার আমাকে সাথে নিয়ে আপনি ঘুরবেন, ঠিক আছে?
৪৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩
কাবিল বলেছেন: বাহ দারুন সব ছবিতো! অনেক ভাল লাগলো।
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ভাল লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগলো।
শুভকামনা অনন্ত----------
৪৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
আলোরিকা বলেছেন: যে কোন পোস্ট পড়ার পাশাপাশি মন্তব্য গুলোও আমার কাছে সমান আকর্ষণীয় মনে হয় ......এই পোস্টে যা মন্তব্য লিখব ভেবেছিলাম , দেখি সেলিম আনোয়ার লিখে ফেলেছেন যাহোক শিরোনামটি আসলেই বেশ কাব্যিক ও যথার্থ হয়েছে !
০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা !!! আমিও মন্তব্য উপভোগ করি!!!
কোন এক অবসরে নিজের পোষ্টের মন্তব্যগুলোও পড়ি বসে বসে!
৪৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
ধমনী বলেছেন: পোস্ট পড়ে আপনার মত ভ্রমণবিলাসী হতে ইচ্ছে করছে।
ময়নামতি ৩/৪ বার বেড়াতে গেছি। কিন্তু এমন চোখে দেখা হয়নি সবুজ আর পাহাড়ের সৌন্দর্য।
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯
কামরুন নাহার বীথি বলেছেন: ময়নামতি যিনি ৩/৪ বার যান, তিনি কি ভ্রমণবিলাসী নন?
আবার যান, সবুজকে উপভোগ করুন, দেখবেন সত্যিই ভাল লাগবে।
অনেক শুভেচ্ছা , ভাল থাকবেন!!
৪৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭
সোমহেপি বলেছেন: অনেক কষ্ট দিলাম । এটা আমার দোষ না ।
এতগুলো ইমুর জন্য ধন্যবাদ
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকে !!!
৪৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৫
এস কাজী বলেছেন: আহ ভাল লাগলো বীথি আপু।
লোভ লাগায়া দিলেন ঘুরার। পরীক্ষা মরিক্ষা নিয়ে বেশ ঝামেলায় আছি। সাফুকেটেড হচ্ছি।
যামু যামু ২০ তারিখের দিকে পাহাড়ে। পাহাড় আমায় টানে।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২১
কামরুন নাহার বীথি বলেছেন: পরীক্ষা মরিক্ষা নিয়ে বেশ ঝামেলায় আছেন, ফ্রি হয়ে ঘুরে আসুন।
খুব বেশী দূরেতো নয়, ভালো লাগবে।
২০ তারিখের জন্য শুভেচ্ছা।
৫০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:০৮
দীপংকর চন্দ বলেছেন: ময়নামতির পাহাড়ে চাঁদ উঠেছে আহারে --------
ভীষণ মায়াময় শিরোনাম!!!
অনেক ভালো লাগলো।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা!
৫১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: হায় হায় আমি মজা করলাম বুঝি !!!
হ্যা, আবারও গেলে খাঁটি দোকানের খাঁটি রসমালাই খেয়ে আসব।
পারলে নানাবাড়ীর ঠিকানাটা---------- না থাক, আপনার সাথেই যাব!
গরীবের নানাবাড়ী
সে কি আর রেষ্টহাউস;
দু'চালা ছনের ঘর
উঠোন এক আছে ঢাউস।
বৃষ্টিতে জল পরে
হাওয়া নেয় উড়িয়ে;
তাও যদি যেতে চাও
চলো আসি বেড়িয়ে
লেখক বলেছেন: নানাবাড়ি নিয়ে মজা না করলে, আর কী নিয়ে মজা করব?
জীবনের প্রায় সব মজাই যে নানাবাড়িতেই হয়।
যেমন আমার-------------
সেদিন আর নেইকো
নানাবাড়ী মধুহাঁড়ি;
মামী এলো লাঠি নিয়ে
পালাই চলো তাড়াতাড়ি
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: গরীবের নানাবাড়ী
সে কি আর রেষ্টহাউস;
দু'চালা ছনের ঘর
উঠোন এক আছে ঢাউস।
বৃষ্টিতে জল পরে
হাওয়া নেয় উড়িয়ে;
তাও যদি যেতে চাও
চলো আসি বেড়িয়ে -------
---- বিনয় থাকা ভাল, তবে এতটা কিন্তু ভাল নয়!!!!
আমার নানাবাড়ীতেও একটা বিশাল আট চালা ছনের ঘর ছিল।
আমরা সবাই আড্ডা দিতাম ওই ঘরেই, খুব ঠান্ডা ছিল ঘরটা, এখন অবশ্য সেটা নেই।
আমরাও বড় হয়ে গেছি, আর ঘরটাও ভ্যানিশ হয়ে গেছে !!!
৫২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোষ্টে ১৩ তম ভালোলাগা।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপু !!!!
৫৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ---- বিনয় থাকা ভাল, তবে এতটা কিন্তু ভাল নয়!!!!
বিনয়বাবু গত হলেন
অনেক বছর আগে;
খবিশ বাবু শিফট্ করেছেন
বিনয়ের ছানারাও আজ ভাগে
খবিশের চেলা আমি
বস মোর শায়মাপু;
কথা শুনে বীথিপু
ভয়ে দেখো কাঁপু কাঁপু।
০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: খবিশের চেলা আমি
বস মোর শায়মাপু;
কথা শুনে বীথিপু
ভয়ে দেখো কাঁপু কাঁপু। ------
বলে দেব শায়মা আপুকে?
৫৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরিব্বাবা বীথিপুটা
বড্ড পাজী শয়তান;
শুনলে পরে শায়মাপুটা
রাখবে আমার গর্দান???
ফাঁপর মেরে বীথিপুনি
হাসছে খিলিখিলি;
সূর্য্যি মামার আধ কপালে
তুলি কালো ঠুলি।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২১
কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা --------- শায়মা আপুকে এত্ত ভয় !!!!
৫৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
মো: আশিকুজ্জামান বলেছেন: সুন্দর ছবি । সেই সাথে সুন্দর বর্ণনা । ভাল লাগল।
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আশিক ভাই !!!
৫৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: হা হা হা --------- শায়মা আপুকে এত্ত ভয় !!!!
ভয় পাবোনা বলছে কি যে
সামনেই যত হিয়া-প্রিয়া;
পিছটা ফিরেই কালেক্টরি
যেনো রাণী ভিক্টোরিয়া!!!
চোখগুলো তার ড্রাগন শেপের
অগ্নি ঝরে যখন তখন;
নখগুলোতে ঐন্দ্রী যাদু
স্ট্যাচু করে ইচ্ছে মতন!!!
হাতে থাকে যাদুর ছড়ি
হ্রিং টিং ছট;
আপু তোমার পায়ে পড়ি
করোনা আমায় কট!!!
জানোনা তো শায়মাপুর
যাদুর কত্ত পাওয়ার;
মন্ত্র ফুঁকে পাথর বানায়
রক্তে করে শাওয়ার!!!
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১২
কামরুন নাহার বীথি বলেছেন: শায়মা আপুকে না দেখতেই এমন বর্ণনা, দেখলে না জানি আর কী বর্ণনা দিতেন!!!!
৫৭| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭
আমিনুর রহমান বলেছেন:
বর্ননা ও ছবি +
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!
৫৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: শায়মা আপুকে না দেখতেই এমন বর্ণনা, দেখলে না জানি আর কী বর্ণনা দিতেন!!!!
কে বলেছে দেখিনি তাকে
রোজই দেখা হয়;
সবি জানি নারীর খবর
তাইতো লাগে ভয়!!!
এইতো সেদিন চোখের সামনে
এক জোড়া হাতি;
ফেলল গিলে কোৎ করে সব
নেইকো আতি পাতি!!!
দুদিন আগে আমাজনে
খেলো হালি এনাকোন্ডা;
চোখ বেঁধে সে চালায় গাড়ি
দু'হাত ছেড়ে চড়ে হোন্ডা!!!
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: এইতো সেদিন চোখের সামনে
এক জোড়া হাতি;
ফেলল গিলে কোৎ করে সব
নেইকো আতি পাতি!!!
দুদিন আগে আমাজনে
খেলো হালি এনাকোন্ডা;
চোখ বেঁধে সে চালায় গাড়ি
দু'হাত ছেড়ে চড়ে হোন্ডা!!! ---------
------------ হ্যা, এরকম একজন আপুর ব্লগে বড়বেশী প্রয়োজন!!!!!
৫৯| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন:------------ হ্যা, এরকম একজন আপুর ব্লগে বড়বেশী প্রয়োজন!!!!!
ব্লগে তার প্রয়োজন
সে আর বলতে;
নাইলে জ্বালিয়ে দেবে
বোমাটার সলতে।
সামুটা চালায় সে যে
দিনে-রাতে রংবাজি;
তাইতো চিমিয়ে থাকি
পিছে পিছে সং সাজি।
আমায় দিয়েছে থ্রেট
যদি খুলি মুখটা;
ছিলে দেবে নুন মেখে
উপড়াবে চোখটা
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: আমায় দিয়েছে থ্রেট
যদি খুলি মুখটা;
ছিলে দেবে নুন মেখে
উপড়াবে চোখটা ------------
হা হা হা ----------- মাইনকা চিপায় পড়েছেন দেখছি!!!!
৬০| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হা হা হা ----------- মাইনকা চিপায় পড়েছেন দেখছি!!!!
মাইনকা চিপা বলে চিপা
দু'বেলা থাকি ডলায়;
চাবুক মারে সকাল বিকাল
ছুরি ঠেকায় গলায়!!!
আপু তোমায় মিনতি করি
কাউকে কিসসু বলোনা;
হাসতে হাসতে করবে যে খুন
ভয়ংকর এক ললনা
০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: আপু তোমায় মিনতি করি
কাউকে কিসসু বলোনা;
হাসতে হাসতে করবে যে খুন
ভয়ংকর এক ললনা ------------------
ঠিক আছে, ঠিক আছে ---- এত আর মিনতি করতে হবে না!!!
তবে কেএফসি (KFC) -তে একদিন খাওয়াতে হবে কিন্ত!!
আর না হলে শায়মাপুকে -------------------
৬১| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেনটাকীতে খেতে চাও
কুড়মুড়ে চিকেন ফ্রাই;
সে এমন শক্ত কি বা
আমিও খেতে চাই।
আর কটা দিন সবুর কর
খুঁজছি ছোট্ট কাম;
কামানো জমা পয়সা দিয়ে
চুকাবো তার দাম।
চিকেনের সাথে আর
কিছু খেতে চাও কি?
আগে ভাগে বলে দাও
দেবে তারা ফাও কি?
মেন্যু দেখে দাম জেনে
করবো ওভারটাইম,
আইটেমে কোক চাই
সাথে চিলড্ সোডা লাইম।
০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন:
চিকেনের সাথে আর
কিছু খেতে চাও কি?
আগে ভাগে বলে দাও
দেবে তারা ফাও কি?
মেন্যু দেখে দাম জেনে
করবো ওভারটাইম,
আইটেমে কোক চাই
সাথে চিলড্ সোডা লাইম। --------------
পরে মেন্যু সব জানাব, আপনি কাম খুঁজে পেয়ে নিন আগেও!!!!
৬২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি বাবা বলি কি
সারিন্দা বুঝে কি?
আগে দেখ মেন্যুটা
দাম বুঝে কামটা।
আরো বলি সোজা করে
যদি করি মোটেগিরি;
চিকেন হবেনা খাওয়া
ডাইরেক্ট 'হারিকিরি'
ঘুষ দিয়ে যদি পাই
মজুরের কামটা;
মোটামোটি চুকে যাবে
চিকেনের দামটা।
লাইসেন্স পাই যদি
চালানোর রিশকা;
অনায়াসে হয়ে যাবে
ডর আব কিসকা।
আর যদি পাই খুঁজে
ইটভাংগা কামলা;
কি করবে আর আপু
পান্তা খাও গামলা।
তাই বলি আগে জানো
খাবারের প্রাইস;
ঝোপ বুঝে কাম নেবো
খাবো ফ্রাইড রাইস
০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: আরি বাবা বলি কি
সারিন্দা বুঝে কি?
আগে দেখ মেন্যুটা
দাম বুঝে কামটা। -----------------
পাগলেও নিজের ভাল বোঝে!!!
শায়মাপুকে নিয়েই মেন্যু ঠিক করছি!
উনি রান্নাতেও গুরু!!!
৬৩| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২২
প্রামানিক বলেছেন: এই পোষ্টে আমার মন্তব্য কই গেল?
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১২
কামরুন নাহার বীথি বলেছেন: সব তারাই থাকে দিনের আলোর গভীরে!!!!
৬৪| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৫
প্রামানিক বলেছেন: পোষ্ট দেয়ার পরপরই মন্তব্য করেছিলাম মনে পড়ে কিন্তু এখন দেখি আমার মন্তব্য খুঁজেই পাচ্ছি না। ঘটনাটা কি হলো।
১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৪
কামরুন নাহার বীথি বলেছেন:
২ নাম্বার, ৩ নাম্বার, ৮ নাম্বার -এ আপনার মন্তব্য এখনও জ্বলজ্বল করছে!!!
৬৫| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: পাগলেও নিজের ভাল বোঝে!!!
শায়মাপুকে নিয়েই মেন্যু ঠিক করছি!
উনি রান্নাতেও গুরু!!!
যে রাঁধে সে চুল ও বাঁধে
শায়মাপু তার প্রমান;
উল্টে আসে নাড়ি-ভূড়ি
শুকলে রাঁধার ঘ্রান।
ঝাল আইসক্রীম,নোনতা সেমাই
তেতুল পাতার টেম্পুরা;
চিকেন দিয়ে হালুয়া বানায়
ভাত ভাজে সে সব পোঁড়া।
বীফ দিয়ে কাস্টার্ড
করলার বিরিয়ানী;
ফ্রাই করে নারিকেল
চিরতার বোরহানী।
আপু তুমি লক্ষী
সোনা বক পক্ষী;
শায়মাপুর রান্না
খবরদার আর না।
চলো যাই দোকানেতে
কি বা খাবে যা যা চাও;
যদি বলো বিষ খাবো
রান্না বাদে রাজী তা-ও।
১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন:
চলো যাই দোকানেতে
কি বা খাবে যা যা চাও;
যদি বলো বিষ খাবো
রান্না বাদে রাজী তা-ও। ------------
----------- কী -- - -----ঈ ঈ ঈ ঈ!!!!!!
৬৬| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরে বাবা আপুনিটা
জ্বলে উঠে ছ্যাৎ করে;
হার্টবিট দুটো মিস
কলিজাতে ভয় ধরে।
এ্যাংগ্রি বার্ডের ছবি দিলে
সে ও কি তোমার পোষা?
শায়মাপুকে বলোনা প্লিজ
ছিলবে আমার খোসা।
১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, যে ফুল ভালবাসে, সব পাখিই সে পোষ মানাতে পারে!
আপনি একজন ছড়ার পাখি, আপনাকে তাই ছবির ফ্রেমে বাধতে চাই!!!
আমি ঠিক করেছি, এটা হবে আপনার প্রোফাইল ছবি!!!
১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: আর না হলে এটা! এই ফুলটা আমার বাগানের ফুল, চিনে রাখুন!!
৬৭| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন:
মজার মজার যতসব কমেন্টস।
ভালো থাকবেন নিরন্তর।
১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: আপনিও ভাল থাকবেন!!!
৬৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫
দাড়ঁ কাক বলেছেন: লেখা ভালো হয়েছে। এইসব এলাকায় ছোটবেলার অনেক স্মৃতি আছে। অরিজিনাল মাতৃভান্ডারের রসমলাই খেয়েছেন নিশ্চই? আশা করি শহরের ধর্মসাগর ও ঘুরে এসেছেন।
১৩ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: না ভাই, কেউ বলে দেয়নি অরিজিনাল মাতৃভান্ডারের ঠিকানা তাই আর খাওয়াও হয়নি।
ধর্মসাগর সম্মন্ধেও জানিনা, তাই দেখাও হয়নি!!
তবে আরো দু'চার টা পয়েন্টে গিয়েছিলাম। পরের পর্বে লিখেছি, ওয়ার সিমেট্রি এখনও লেখা হয়নি।
তবে আপনার লেখা পড়ে দিয়াবাড়ি কাশবন দেখতে গিয়েছিলাম!!
অনেক ধন্যবাদ সে জন্য!!!
৬৯| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:১৭
উল্টা দূরবীন বলেছেন: চাঁদ কি শুধু ময়নামতির পাহাড়েই উঠে!? আমাদের বাড়ির পিছনে আমেনাদের বরই গাছের উপরেও চাঁদ উঠে। আগে শুধু বরইয়ের সিজমেই চাঁদ দেখতাম আর ওদের গাছ থেকে দু'চারটা বরই চুরি করে খেতাম। এখন অবশ্য আমি পুরোমাত্রায় চাঁদ প্রেমী।
আপনার ভ্রমণ কাহিনীচিত্র খুব ভালো লাগছে। খাবারের ছবি দেখে এই গভীর রাতে ক্ষিদাও লেগে গেছে। অথচ বাসায় পানি ছাড়া খাবার কিছু নাই।
বাড়তিঃ গত পূর্ণিমাতিথিতে তোলা চাঁদের ছবি। গ্রামে ছিলাম তখন। ঈদের ছুটিতে।
চাঁদ কি শুধু ময়নামতির পাহাড়েই উঠে!? আমাদের বাড়ির পিছনে আমেনাদের বরই গাছের উপরেও চাঁদ উঠে। আগে শুধু বরইয়ের সিজমেই চাঁদ দেখতাম আর ওদের গাছ থেকে দু'চারটা বরই চুরি করে খেতাম। এখন অবশ্য আমি পুরোমাত্রায় চাঁদ প্রেমী।
আপনার ভ্রমণ কাহিনীচিত্র খুব ভালো লাগছে। খাবারের ছবি দেখে এই গভীর রাতে ক্ষিদাও লেগে গেছে। অথচ বাসায় পানি ছাড়া খাবার কিছু নাই।
বাড়তিঃ গত পূর্ণিমাতিথিতে তোলা চাঁদের ছবি। গ্রামে ছিলাম তখন। ঈদের ছুটিতে। ছবিটি সম্পূর্ণ প্রাকৃতিক।
০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: আমিতো আপনার ছবির ভক্ত, সেটা অনেক আগেই বলেছি!!!!
আমাদের বাড়ির পিছনে আমেনাদের বরই গাছের উপরেও চাঁদ উঠে। আগে শুধু বরইয়ের সিজমেই চাঁদ দেখতাম আর ওদের গাছ থেকে দু'চারটা বরই চুরি করে খেতাম। এখন অবশ্য আমি পুরোমাত্রায় চাঁদ প্রেমী।
কি ব্যাপার!! কিছু একটার গন্ধ পাচ্ছি!!!
আমি চাঁদ দেখলাম ময়নামতিতে, আর আপনি কিনা---------- আমেনাদের বরই গাছের উপরে!!!!
৭০| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
উল্টা দূরবীন বলেছেন: হাহা, ধন্যবাদ আপনাকে। আগে ভাবতাম যখন বরই পাকে তখনই বুঝি আছমানে চাঁদ উঠে। পরে দেখলাম, না। বরই পাকলেই আমি আকাশের চাঁদের দিকে তাকাতাম।
ভুলটা ভাঙ্গিয়ে দেওয়ার জন্যে আমেনা আর তার বরই বৃক্ষকে ধন্যবাদ। তবে যে গন্ধটা পাচ্ছেন সেটা শুধুই বরই'র। অন্য কোন স্যাপার নেই
০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯
কামরুন নাহার বীথি বলেছেন: আগে ভাবতাম যখন বরই পাকে তখনই বুঝি আছমানে চাঁদ উঠে। পরে দেখলাম, না। বরই পাকলেই আমি আকাশের চাঁদের দিকে তাকাতাম। -------------
এখনও তাই!! খেয়াল করে দেখবেন, আমেনার বড়ই না পাকলে পূর্ণিমারচাঁদ ওঠে না আর উঠলেও, তা' দেখবার কোন আগ্রহই থাকে না!!
ভাইরে, চুলগুলোতো আর হাওয়ায় পাকেনি!!!
৭১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২
উল্টা দূরবীন বলেছেন: দূরন্ত কৈশোর হারিয়েছে সেই কবে। এখন, বেল পাকলে কাকের কি? সেইটা আমেনাও বুঝে। সে এখন দাদি নানী হয়ে গেছে বোধহয়!!
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১:০২
কামরুন নাহার বীথি বলেছেন: সত্যিই কি কষ্ট দিলাম!! না জোক করছেন??
৭২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৪২
উল্টা দূরবীন বলেছেন: কইতারিনা। গাজনি রোগে ধরছে মনে লয়!!
০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: গাজনি রোগ!!!!
৭৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার পোস্ট, লাইক উইথ +++
মনে করিয়ে দিলেন আমার একাকী কুমিল্লা চষে বেড়ানোর স্মৃতিটুকু কুমিল্লা ডিসকভার (রথ দেখা ও কলা বেচা - পর্ব ০২)
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, এতদিন পরেও এই পোষ্টে এসেছেন!!!
৭৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: জীবন একটাই, তাই আনন্দ নিয়ে বেঁচে থাকার জন্য এমন ট্যুরের কথা শুনলে আমার জিহ্বায় জল আসে.........ভালোলাগা জানিয়ে গেলাম
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, তাইতো এই বেড়ানোর আয়োজন!!
তবে এই বেড়ানোয় আপনার জিভে জল আসার কথা নয়!!!
৭৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: পেলাশ নাম্বার ওয়ানটি এইট
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: দেখে এলাম অয়ানটি এইট!!!!!
৭৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
সাদা মনের মানুষ বলেছেন: জ্বীবে জল না আসলে কি পায়ে জল আসবে?
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: জল জিভেই আসবে, তবে আপনার এই ময়নামতি দেখে আসবে না।
আপনি যাবেন দিল্লী, আগ্রা,সিমলা, মানালি,লাদাখ, কাশ্মীর, ভুটান, নেপাল ------- ------ ইত্যাদি ইত্যাদি!!!!!
৭৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আপু, এখনো দেশেরই সব কিছু দেখা বাকী, এতো দূর যাবো কেমনে? আমার ভাবনা বছরে একবার বিদেশ ট্যুর, বাকী সময়টা দেশকে দেকার চেষ্টা করা
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
কামরুন নাহার বীথি বলেছেন: উত্তম ভাবনা!!!! তবে, আশেপাশে একটু তাকাবেন!!!
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১
সাহসী সন্তান বলেছেন: ছবি এবং বর্ননা দুইটাই অনেক সুন্দর হয়েছে। শেষের দিকে একটা ছবি দেখে 'কাজলা দিদি' নামক কবিতার কথাটা মনে পড়ে গেল।
'বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ঐ, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই?'
সুন্দর পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ!