![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
নাগলিঙ্গমঃ লিসাইথিডেসিয়া গোত্রের দীর্ঘ চিরসবুজ আয়াহিনা বা ক্যানন বল নামক বৃক্ষটির আদি নিবাস উত্তর-দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ ক্যারাবিয়ান । আমেরিকা বা দক্ষিণ দ্বীপপুঞ্জে উৎপত্তি হলেও পৃথিবীর সর্বত্র এটি কম বেশি বিস্তৃত। উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম Couroupita guianensis যা ১৭৫৫ সালে ফ্রান্সের উদ্ভিদবিদ জে.এফ আবলেট প্রদান করেছিলেন। গত দুই তিন হাজার বছর ধরে ভারতে জন্মানোর কারনে অনেকে এর উৎপত্তিস্থল হিসেবে ভারতকেও বিবেচনা করে থাকেন।
বিভিন্ন অঞ্চলে জন্মানোর কারণে এটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। ভারতের শিবা মন্দিরে জন্মানোর কারণে হিন্দিতে এটি শিব কামান, তামিল ভাষায় নাগলিঙ্গম এবং বাংলা ভাষায় নাগকেশর নামে পরিচিত। শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরে এটি রোপণ করতে দেখা যায়। ক্যানন বলের মত ফল ধারণকারী এই বৃক্ষ ২৫ মিটার পর্যন্ত লম্বা হয়। অধিকাংশ এলাকায় এই গাছগুলোর দ্রুত বৃদ্ধি এবং আকর্ষণীয় ফুলের জন্য রোপণ করা হয়। ফুলগুলো কমলা,উজ্জ্বল লাল গোলাপি বর্ণের এবং তিন মিটার দীর্ঘ মঞ্জুরিতে ফুটে থাকে। ফুলগুলো ঊর্ধ্বমুখী স্থুল ডিস্কের সাথে যুক্ত থাকে। ফুলগুলোতে তীব্র সুগন্ধযুক্ত , কমলা লাল বর্ণের দীর্ঘ ছয়টি পাপড়ি বিদ্যমান।
অনিন্দ্য সুন্দর নাগলিঙ্গম ফুল।এই গাছের ফুলের দারুন অদ্ভুদ মাদক সুগন্ধ। অনেকক্ষন ধরে ফূল ফোটা গাছের নীচে বসে থাকলে মাথা ঝিম ঝিম করতে পারে। ছয়টি লাল অথবা গোলাপি পাপড়ির মাঝখানে পরাগগুচ্ছ সাপের ফণার মতো বাঁকানো থাকে। শাখায় নয়, ফুল ফোটে গাছের গুড়ির দিকে । গুড়ি ফুড়ে বের হয় ছড়া। তারপর ফুল। পুরো গ্রীষ্মকাল ফুল ফোটার সময়, বর্ষা ও শরতে কম ফুটলেও সারা বছরই ফুল থাকে। ফুল ফোটার সময় শিউলী ফুলের মত অনেক ফুল নীচে ঝড়ে যায়। ফুলে কোন নেকটার নাই,শুধু মাত্র গন্ধে পোকারা আকৃষ্ট হয়ে এর পলিনেশনে সহায়তা করে।
এর পরাগায়ণ বাতিক্রমধর্মী যেখানে মৌমাছি বাহক হিসেবে কাজ করে। উৎপন্ন ফল দীর্ঘ, গোলাকার যার সাথে মিল রেখেই গাছটির নামকরণ। পরিপক্ক ফল মাটিতে পড়লে ফেটে যায়, মৃদু শব্দ সৃষ্টি করে এবং বাতাসে ঝাঁঝালো গন্ধের সৃষ্টি করে। বীজগুলোতে আলাদা আলাদা চুলের মত আস্তরণ থাকে যা এদেরকে প্রতিকূল অবস্থা থেকে নিয়ন্ত্রণ করে।
নারিকেল গাছের মত এটি রাস্তার পাশে রোপণ করা হয় না কারণ এর পরিপক্ক ভারী ফল যে কোন মুহূর্তে দুর্ঘটনা সৃষ্টি করতে পারে। ফলগুলো ২০ সে.মি. পর্যন্ত হয় এবং নয় মাসের মধ্যে পরিপক্ক হয়। প্রাণীদের খাবার হিসেবে এটি ব্যবহার করা হয়। আমাজান বনের সামান জনগোষ্ঠীর এটি একটি প্রিয় খাবার কিন্তু অন্যান্যদের জন্য এটি ক্ষতিকারও হতে পারে। শক্ত খোলস অলংকার বা বিভিন্ন দ্রব্য বহনে ব্যবহার করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তৃত এই উদ্ভিদটির অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক।
এর ফুল, পাতা এবং বাকলের নির্যাস ঔষধ হিসেবে বহুল প্রচলিত। এটি এনটিবায়েটিক, এনটিফাঙ্গাল এবং এনটিসেপটিক হিসেবে অনেকে ব্যবহার করে থাকেন। পেটের পীড়া দূরীকরণে এর ভূমিকা ব্যাপক। পাতা থেকে উৎপন্ন জুস ত্বকের সমস্যা দূরীকরণে খুবই কার্যকর। দক্ষিণ আমেরিকার সামানরা এর পাতা ম্যালেরিয়া রোগ নিরাময়ে ব্যবহার করে থাকে। বহুল গুণ সম্পন্ন এই উদ্ভিদের সংখ্যা এখন পৃথিবীতে খুবই কম। বাংলাদেশে হাতে গোনা ১০-১৫ টি নাগলিঙ্গম উদ্ভিদ বিদ্যমান, তবে সমস্ত পৃথিবীতে এই উদ্ভিদটি বিলুপ্তির পথে।
★★★ তথ্যসুত্রঃ সংগৃহীত, উদ্ভিদ চত্বর।
★★★ ছবিঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে আমার তোলা।
মেহেরপুর বেড়িয়ে চলে আসার সময় একটা ফুল তুলে নিয়ে আসতে মন চাইল। আমাদের কারোই ক্ষমতা হয়নি ফুলটি ছেঁড়া!! পরে পাশের চায়ের দোকানী চাকু দিয়ে কেটে দিয়েছিল ফুলটি
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: ফুল বিষয়ে জানতে আমিও সব সময় আগ্রহী।
এই ফুলের ছবিগুলো আমি ২০১৪ সালে মেহেরপর বেড়াতে যেয়ে প্রথম দেখে তুলেছিলাম।
আজ সবার সাথে তা' শেয়ার করলাম।
অনেক ধন্যবাদ ভাই!!
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১০
অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ লেখক।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ পাঠককেও !!
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
সুমন কর বলেছেন: সুন্দর ফুল।
শুভ সকাল।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: শুভ সকাল দাদা!! অনেক অনেক শুভেচ্ছা!!!
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
অগ্নি সারথি বলেছেন: ফুল বৃত্তান্ত। ভাললাগা।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ভাই!!!
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
সুলতানা রহমান বলেছেন: ভাল লাগলো এই ফুল সম্পর্কে জেনে।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু আপনাকে!!!
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
আবু শাকিল বলেছেন: নাগকেশর সম্পর্কে জানলাম।
ছবি গুলা দারুন।
ধন্যবাদ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: আমি জানলাম আর শেয়ার করলাম।
অনেক ধন্যবাদ ভাই!!
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
সাহসী সন্তান বলেছেন: ছোট বেলা যখন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছিনেমায় সাপের ছবি দেখতাম তখন দেখতাম এই নাগ কেশর ফুল দিয়ে মণষাকে পূজা দিতে! অবশ্য আসলেই মণষা পূজাতে এটা ব্যবহার করা হয় কিনা জনি না। তবে ফুল গুলো আসলেই অনেক সুন্দর!
চমৎকার ফুলের ছবি, সাথে তার ইতিহাস এবং আপনার ব্যক্তিগত ভ্রমণের কথা শুনে পোস্টে প্লাস না দিয়ে আর থাকতে পারলাম না! ভাল থাকবেন, এবং শুভ কামনা জানবেন!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১২
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, আপনার কথায় মনে পড়ে গেল ছেলেবেলার স্মৃতি !!!
অনেক ছড়াতেও পড়েছি,"নাগকেশরের ফুল" !!
অনেক ধন্যবাদ সাস ভাই!!!
ভাল থাকবেন আপনিও!
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
প্রামানিক বলেছেন: নাগকেশর সম্পর্কে অনেক কিছু জানা হলো। আগে এত কিছু জানা ছিল না। ধন্যবাদ কামরুন্নাহার আপা।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: আমারও জানা ছিল না, জানলাম।
আর ফুলটাও প্রথম দেখেছি আলভী ভাই এর বাসায় যেয়ে!
আজ শেয়ার করলাম সবার সাথে।
ধন্যবাদ প্রামানিক ভাই!
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
তুষার আহাসান বলেছেন: আপনার তোলা একটি ফটো ডাউনলোড করলাম।
এটা কি আমি ফেসবুক বন্ধুদের শেয়ার করতে পারি?
পোস্টে +
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনুমতি চেয়েছেন, দিলাম, অবশ্যই শেয়ার করতে পারেন !!!
অনেক ধন্যবাদ আপনাকে!
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
সাহসী সন্তান বলেছেন: হুম সেইটা তো বুঝলাম, তয় আমার মন্তব্যে আপনার কি এমন স্মৃতি মনে পড়ে গেল সেইটা তো কইলেন না?
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
কামরুন নাহার বীথি বলেছেন: ওই যে মনষা দেবিকে পূজা দেবার ছবি দেখা,গল্প শোনা -------- ইত্যাদি ইত্যাদি!!!
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
রক্তিম দিগন্ত বলেছেন: ওয়াও! কত সুন্দর ফুলেল পোষ্ট। +++
আপু, আমাকে একটা ফুল দেন না?
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: আমি একটা ফুলই যে এনেছিলাম, দিয়ে দিলে আমি???????
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
কাবিল বলেছেন: পুস্পরানীকে অনেক ----- গুলো ধন্যবাদ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: আমি পুস্পরাণী!!!!! বাহ, বেশতো!!!
অনেক শুভেচ্ছা আপনাকে!!
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার +++
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !!!!
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭
গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর ফুল । একটা ফুল আমারও পেতে ইচ্ছা হচ্ছে ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: তাই? আপু এটা আপনার জন্য!!!
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
উল্টা দূরবীন বলেছেন: ফুলের মতই সুন্দর লেখা। ফুলের জীবনবৃত্তান্ত ভালো লেগেছে।
ছোট বেলায় শিশুপার্কে গেলে হাতে করে ময়ুরের পালক নিয়ে আসতাম। নগদ পাঁচ টাকা ফিয়ে কেনা লাগতো। র আপনিতো বেড়াতে গিয়ে ফ্রিতে এতো সুন্দর ফুল নিয়ে এলেন।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর ছবিব্লগের জন্য।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: আপনিতো বেড়াতে গিয়ে ফ্রিতে এতো সুন্দর ফুল নিয়ে এলেন।
--------------
আগেরদিন সকালেই আমি এই ফুলের ছবিগুলো তুলেছি!!!!
পরদিন ওখান দিয়েই চলে আসছিলাম, তাই ফুলগুলোকে আবারও দেখতে গিয়েছিলাম!
আমি একটা ফুল চাইতেই, দোকানী উঠে এসে আমাকে ফুলটা গাছ থেকে কেটে দিলেন।
আসল ওই এলাকার লোকজন খুবই ভাল!
সহজ,সরল আর অতিথিপরায়ণও! তিনদিন ছিলাম আমি ওই এলাকায়।
আরেকদিন লিখব এনিয়ে!!
অনেক শুভেচ্ছা ভাই!
১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার ফুলেল পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ কামরুন বাহার নীথি
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: এহে ------- লিয়াস গিটন ভাই কি কহিছেন!!!!!!
১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
রক্তিম দিগন্ত বলেছেন: আপুমনি!! ফুল নিজের কাছে রাখতে নেই
সম্প্রদান কারক অনুযায়ী কাউকে দিয়ে দিতে হয়!
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: তাহলে, আমারটা আমারই থাক, পুরো গাছটা ধরেই দিয়ে দিলাম!!
কাধে তুলে নিয়ে যান!!!
১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেন ! আমি কি কোন ভুল করলাম নাকি ? ওহহো !! বীথি বানান ভুল হয়েছে !
ঠিক করে দিলাম -
আপনাকে অনেক ধন্যবাদ বামরুন কাহার বীথি
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: লিয়াস গিটন ভাই, কাহার বীথি জানতে চান??????
বলব -----------??????
১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জানতে হবে না , আমি জানি আপনি আমাদের সামুর থীবি ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫০
কামরুন নাহার বীথি বলেছেন: আপনি যত্ত খুশি উল্টে পাল্টা করেন না কেন, আমি আমিই!!!!!
আপনার মত লিয়াস গিটন নই!!!!!
২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
জুন বলেছেন: বোনের কপালে দিলেম ফোটা
যমের দুয়ারে দিলেম কাঁটা
এই নিন আপনার জন্য থাইল্যন্ডের ফ্লোটিং মার্কেটের পাশে এক বৌদ্ধ বিহার থেকে তুলে আনা নাগকেশর ফুল কামরুন্নাহার বিথী
+
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: বোন যদি " বোন ফোঁটা" দেন, আমি কি আর খালি হাতে তা' নিতে পারি !!!
আমার এলোমেলো বাগানটাই রইল আপনার জন্য!!!
২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
জুন বলেছেন: আগের মন্তব্যে ফুলটা দিতে ভুল হয়ে গেল
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু আপনাকে!!!
২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
ফেরদৌসা রুহী বলেছেন: ছবি তো অনেক আগেই অন্য ব্লগে দেখেছিলাম।
আজ ফুল সম্পর্কে পুরা তথ্যও জানা হল।
ছবিগুলি অনেক সুন্দর হয়েছে আপা। একেবারে ঝকঝকা।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১
কামরুন নাহার বীথি বলেছেন: তুমি মনে রেখেছ ফেরদৌসা !!!!
অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য।
২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
এক কথায় অপূর্ব । দারুন ছবি তুলেছেন । ছবিগুলো যেন চোখের সন্মুখেই তার কেশর দুলিয়ে গেলো ।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!
২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০
প্রামানিক বলেছেন: আলভী ভাইকে আপনি পেলেন কই? তার বাড়ি তো যশোর বা মেহেরপুরে।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: লেখাটিতে মনে হচ্ছে মনযোগ দেন নাই আপনি।
★★★ ছবিঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলা থেকে আমার তোলা।
২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২
তুষার আহাসান বলেছেন: অশেষ ধন্যবাদ,
আমার ফেসবুকের "ভাল লাগা " পাতায় আপনার নাম সহ আপলোড করলাম।
ভাল থাকবেন।
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: লিংকটা এখানে দিতেন।
আপনার "ভাল লাগা" পাতা দেখবার সৌভাগ্য থেকে বঞ্চিত হলাম যে!
২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫
রুদ্র জাহেদ বলেছেন: কামরুন নাহার বীখি,
ছবিগুলো অসাধারন সুন্দর।বর্ণনাও অনবদ্য।এতকিছু মোটেও জানা ছিলো না।এই সৌন্দর্য আহরণ করতে এই আঙিনায় বারবার আসতে হবে। এতো রীতিমত নৈসর্গিক এনসাইক্লোপিডিয়া....
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ভালো খাকুন আপুনি
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২
কামরুন নাহার বীথি বলেছেন: খুব বেশী বলে ফেললেন না ?!!!!
ফুল সম্মন্ধে এত কিছু জানার পরেইতো, জানাবার তাগিদ অনুভব করছিলাম!!!
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!!
আমার আঙিনায় বারবার স্বাগত জানাই আপনাকে!!
২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬
প্রামানিক বলেছেন: আপনার লেখা মনোযোগ দিয়েই পড়েছি, মেহেরপুর গাংনীও পড়েছি, চায়ের দোকানি যে চাকু দিয়ে ফুল কেটে দিয়েছে তাও পড়েছি কিন্ত আমি জানতাম আলভী ভাইয়ের বাড়ি যশোরে সেটা যে গাংনীতে এইটা জানতাম না।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: গ্রেটার যশোর ছিল, এখন মেহেরপুর জেলার গাংনী উপজেলা।
২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *কবি লিখেছেন*
জোটে যদি মোটে একটি পয়সা -খাদ্য কিনিও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে-অর্ধেকে ফুল কিনে নিও-হে অনুরাগী ।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ডাঃ দাদা!
২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
সীমাবেস্ট বলেছেন: ছবি গুলো মন কেড়ে নিল । লেখার ভঙ্গীও চমৎকার
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা!!!
৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৫
চাষাভুষার কাব্য বলেছেন:
গাংনিতে এসেছিলেন?? প্রায় আমার বাড়ির পাশে!! এজন্য আপনার জন্যও একটা নাগলিঙ্গম দেয়া যেতেই পারে---গাংনিতে এসেছিলেন?? প্রায় আমার বাড়ির পাশে!! এজন্য আপনার জন্যও একটা নাগলিঙ্গম দেয়া যেতেই পারে---
সঙ্গে কিছু ফল ও দিলাম
গাংনিতে ঠিক কোথায় আছে গাছটা? ঠিকানাটা দিতে পারবেন কি? ভাল থাকবেন।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: বুঝতে পারছি আপনি গাংনীবাসী।
গিয়েছিলাম মুজিবনগর আর আমঝুপি নীলকুঠি দেখতে।
গাংনীতে সরকারী খাদ্য গুদামের আশেপাশেই, মেহেরপুর যাবার মেইন রোডের ধারে।
এর বেশী আর কিছু বলতে পারছি না ভাই।
আপনার দেয়া ফুল-ফলের ছবি ওপেন হলো না যে।
আবার পোষ্ট করুন প্লীজ!!
অনেক ধন্যবাদ ভাই!!
৩১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
চাষাভুষার কাব্য বলেছেন: আমি ঠিক গাংনিবাসী নই, আমি আলমডাঙ্গার লোক, তবে গাংনি আমার খুব পরিচিত যায়গা, সেই সঙ্গে মুজিবনগর ও। দাওয়াত রইল আবারও আসার।ফুল ফলের ছবি আমার এখানে দেখা যাচ্ছে, আবার দিলাম, ছবিগুলো শান্তিনিকেতন থেকে তোলা
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার দাওয়াত সানন্দে গ্রহণ করলাম!!!
অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে, ছবিগুলো এখনও ওপেন হলো না।
হয়তো আমার নেট স্পীড কম, আর না হলে আপনার ছবির রেজুলেশন বেশী!!
অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!
৩২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
চাষাভুষার কাব্য বলেছেন: দুঃখ পাইলাম, পরের বার রেজুলেশন কমিয়ে দিয়েছিলাম, আরও কমিয়ে দিলাম দ্যাখেন দেখতে পান কিনা, আর অধীর আগ্রহে আপনার আগমনের প্রতীক্ষায় রইলাম।
আমার বাড়ি আইস বোন
বসতে দেব পিঁড়ে
জলপান যে করতে দেব
শালি ধানের চিড়ে।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
কামরুন নাহার বীথি বলেছেন: আর দুঃখ পাবেন না, এবারে ফুল -ফল আগেরগুলোও সবই দেখতে পেলাম!!
অনেক ধন্যবাদ ভাই !!!!
৩৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর। কিন্তু আমি চারিদিকে কোন ফুল দেখতে পাই না। খালি ধূলো বালি কংক্রিট ইট পাথর...
০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: আমার পোষ্ট করা ফুলও কি দেখতে পাচ্ছেন না আপনি ?!!!
নাকি আপনার চারিপাশে শুধু ধূলো বালি কংক্রিট ইট পাথর ??
৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
রিকি বলেছেন: বাহ বাহ সুন্দর ফুল তো
০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯
কামরুন নাহার বীথি বলেছেন: হুম আপু, আসলেই সুন্দর!!
আমি প্রথম দেখেছি, দ্বিতীয় বার আর কোথাও দেখিনি।
৩৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৩
ধমনী বলেছেন: নামটা নাগলিঙ্গম জানতাম। বোটানিক গার্ডেন বা বলধা গার্ডেনে দেখেছি সম্ভবত। তথ্যসমৃদ্ধ পোস্ট।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: আমিও তাই জানতাম!!
এখন নতুন করে জানলাম, হিন্দিতে এটি শিব কামান, তামিল ভাষায় নাগলিঙ্গম এবং বাংলা ভাষায় নাগকেশর নামে পরিচিত।
হ্যা বলধা গার্ডেন -এ আছে জানি।
বোটানিক্যাল গার্ডেন -এ আছ কী না, আমার জানা নেই।
অনেক শুভেচ্ছা ভাই ধমনী!
৩৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার পোস্ট। স্কুল লাইফে বাগান করার খুব শখ ছিল, টিফিনের টাকা বাঁচিয়ে বেলি, রজনিগন্ধ্যা, গোলাপ আর পাতাবাহারের গাছ ছিল।
কোথায় হারিয়ে গেল দিনগুলি সেই...
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: প্রথম দেখা ফুলটার ছবি তুলেছিলাম, সুযোগ পেয়ে আজ তা' পোষ্ট করলাম!!
ছেলেবেলার বাগান করার শখটা এখনও টিকিয়ে রেখেছি, আল্লাহ্ জানেন কতদিন ধরে রাখতে পারব!!
অনেক শুভেচ্ছা ভাই!!
৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
পুলহ বলেছেন: " ফুল ফোটে গাছের গুঁড়িতে। গুঁড়ি ফুঁড়ে বের হয় ছড়া। তারপর ফুল।"-- ইন্টারেস্টিং !!
এটাকেই যে নাগলিঙ্গম/ নাগালিঙ্গম বলে সেটা জানতাম না।
ফুল ফোটে গাছের গুঁড়িতে। গুঁড়ি ফুঁড়ে বের হয় ছড়া। তারপর ফুল।" অংশটু ঐ প্যারাতেই রিপিট হয়েছে। সুযোগ মত এডিট করে নিতে পারেন আপু।
পোস্টে ভালো লাগা।
৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই! হঠাৎ করে এক বছর আগের লেখা খুঁজতে গেছেন।
ভাল লাগল। ভাল থাকবেন।
৩৮| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সমস্ত লেখাটি ও ছবিগুলি নাগলিঙ্গম ফুলের উপরে লেখা। এই গাছ বা ফুলটির নাম নাগলিঙ্গম। নাগকেশর সম্পূর্ণ ভিন্ন আরেকটি ফুল।
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন:
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য!!
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: ফুল বরাবরই আকর্ষিত।। কিন্তু এর কথা? যা আমাদের বেশীর ভাগেরই অজানা।। সেই অজানাকে মেলে ধরার জন্য ধন্যবাদ।।