![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
আফগানিস্তানের রাজধানী কাবুল একটি উপত্যকা। চারপাশে পাহাড় ঘেরা, সেও সবুজ পাহাড় নয়। এক্কেবারে বড় বড় পাথরের পাহাড়। সেই পাথুরে পাহাড়ি রাস্তা পেরিয়ে যেতে হয় উত্তরাঞ্চলীয় শহর জালালাবাদ। জালালাবাদ প্রায়ই সবুজ একটি শহর। তবে এটাও পাহাড়ি শহর। এখানে চোখ জুরানো বরফ ঢাকা শ্বেতশুভ্র পাহাড়, নীল আকাশ আর সেই নীল আকাশে সাদা মেঘের ভেলা যেন এই রুক্ষ দেশে আকন্ঠ তৃষ্ণার একফোঁটা জল। আবার পরক্ষণেই পাথরের পাহাড় দাঁড়িয়ে আছে কঠিন হয়ে। আবার এখানেই ফুটে থাকা বিভিন্ন রঙের ফুল যেন স্বপ্নপুরীতে নিয়ে যায়!!!
আমরা আফগানিস্তানের চোখ জুরানো দু’একটা স্থাপনা দেখে, পাথুরে পাহাড়ি পথ পেরিয়ে চলে যাব জালালাবাদ। বাংলাদেশে এমন ভয়ংকর পাথুরে পাহাড়ি রাস্তা নেই, তাই আমাদের জন্য এটি এক বিস্ময়কর অভিজ্ঞতা!! তো চলুন আমরা ঘুরে আসি।
১। আফগানিস্থানের পাঘমান শহরে গ্রীস্মকালীন সংসদ ভবনের সামনে উড়ছে সে দেশের পতাকা।
২।গ্রীস্মকালীন সংসদ ভবন - সামনে থেকে
৩। সুন্দর টিলার উপরে সংসদ ভবনটি।
৪। চারপাশের পাহাড় আর সবুজ বৃক্ষরাজি এর সৌন্দর্য্য আরো বাড়িয়ে দিয়েছে।
৫। পাঘমান শহরের কেন্দ্রস্থলে, পাঘমান স্কয়ারে এমন বিশাল দৃষ্টিনন্দন একটি স্বারক তোরণ, ওই শহরকে আরো সুন্দর করেছে।
৬। পাঘমান শহরে যেমন সবুজ টিলা তেমনি পাথরের পাহাড়।
এরপরে আমরা কাবুল থেকে যাত্রা শুরু করব জালালাবাদের পথে। প্রায় পুরোটাই পাথুরে পাহাড়ি রাস্তা। একপাশে পাথরের পাহাড়, আরেক পাশে গভীর খাদ। ভয়ংকর এই রাস্তা দিয়ে চলব আমরা, মাঝ মধ্যেই পাহাড়ের ভিতরেই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের। এক সময় পৌছে যাব জালালাবাদ শহরে। কাবুল থেকে জালালাবাদের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। কাবুল থেকে যাত্রা শুরু করার ১০ কিলোমিটার পরেই শুরু হয় এমন কঠিন পাহাড়ি রাস্তা। পাহাড়ের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদি, এক সময় প্রবল খরস্রোতা ছিল। প্রচুর মাছ পাওয়া যেত। জনশ্রুতি আছে সেসব মাছ উড়তে পারত, উড়ে এপার ওপারে যেত। তাই এই জায়গাটার নাম মাহিপাড়। মাহি শব্দের অর্থ মাছ।
১। যাত্রা পথে শুরু হলো আমাদের পাথুরে পাহাড়ি পথযাত্রা।
২। উপরের রাস্তায় একটা টানেল দেখা যাচ্ছে ।
৩। এমন রাস্তায় ঘুরে ঘুরে আমরা অনেক উপরে উঠে যাব। নিচের রাস্তার পাশে বয়ে চলেছে পাহাড়ি নদি। এখন পানি খুবই কম বলে এটাকে মনে হচ্ছে শুধু পাথর পড়ে আছে।
৪। পাহাড়ি এমন পথেও অনেক অনেক গাড়ি যাতায়াত করছে।
৫। মাঝে মাঝেই এমন বাড়িঘর দেখতে পাওয়া যায়।
৬। রাস্তার মাঝে মাঝে এমন অনেক সামরিক চেক-পোষ্ট দেখা যায়
৭,৮,৯। বিভিন্ন টানেলে ঢোকার মুখ।
১০। এমনই একটা টানেলের ভিতরে।
১১। এমনভাবে ঘুরে ঘুরে পাহাড়ে ওঠানামা করা।
১২। পাহাড়ের অনেক উপর থেকে এমনই ভয়ংকর মনে হয় রাস্তাগুলো।
১৩,১৪। জলবিদ্যুত কেন্দ্র, সুরভীতে। পাহাড়ি রাস্তা পেরিয়ে এসেছি আমরা।
১৫,১৬। এমন সুন্দর নীল পাহাড়, নদি আর সবুজ সমভূমির শহরে আমরা চলে এসেছি।
১৭। চারপাশে পাহাড়ঘেরা জালালাবাদ।
এরপরে এই রুক্ষ প্রকৃতির আরেক বিস্ময় অপেক্ষা করছে আমাদের জন্য! হোটেলের সামনে চমৎকার একটি ফুলের বাগান, অনেক অনেক রঙের গোলাপ ফুটে আছে এখানে!! কী যে সুন্দর!!!
হোটেলের সামনের গোলাপ বাগান।
বসরাই গোলাপের সৌন্দর্য্যে মুগ্ধ ও তৃপ্ত !!
*** লেখাটি ব্লগের দশম বর্ষপুর্তি এবং সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে পোষ্ট করা হয়েছে ।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: তো--------------??????
আমার বাগানের ফুলে নেবেন?????????
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
রাতুল_শাহ বলেছেন: আপনি আফগানিস্থান গিয়েছিলেন?
আমরা অনেকেই আফগানিস্থান নাম শুনলেই ভয় পাই।
যাইহোক ছবিগুলো সুন্দর। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, আমার সাহেব আফগানিস্তানে রোড প্রোজেক্টে ছিলেন বেশ কয়েক বছর।
সেই সুবাদে আমার আফগানিস্তান কিছুটা দেখা হয়েছে।
এমন ছবি তাই সবাইকে শেয়ার করলাম!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
মোঃ-আনারুল ইসলাম বলেছেন: ছবি গুলো আসেই অনেক সুন্দর।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
সাহসী সন্তান বলেছেন: বীথিপু, বরাবরের মতই চমৎকার ছবি এবং ভ্রমণ পোস্ট! তবে আজকের পোস্টটাতে বর্ননাটা একটু কম হয়ে গেছে! তবে ছবিগুলো অসম্ভব সুন্দর, চোখ জুড়ানো......!! আমার যদি সামর্থ্য থাকতো, তাহলে জুনাপু এবং আপনাকে ব্লগে চমৎকার চমৎকার সব ছবি এবং তৎসংশ্লিষ্ট ইতিহাস বর্ননা করার জন্য হাতে নোবেল ধরিয়ে দিতাম!
বিঃদ্রঃ- আপু, গ্রীষ্মকালীন সংসদ ভবন মানে বুঝলাম না? আফগানিস্তানে কি এক এক কালে (ঋতুতে) এক এক জায়গায় সংসদ অধিবেশন হয়......??
প্রথম প্লাস, প্রথম মন্তব্যের জন্য চায়ের কথাটা কি কওন লাগবো? 'লাল চা, লিগার কম, চিনি কড়া, হালকা আদা আর পরিমাণ মত যদি নেবু দেন তাইলে মচতকার হয়! ও সাথে কি টায়ের ব্যবস্থা করবেন নি?'
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: বিঃদ্রঃ- আপু, গ্রীষ্মকালীন সংসদ ভবন মানে বুঝলাম না? আফগানিস্তানে কি এক এক কালে (ঋতুতে) এক এক জায়গায় সংসদ অধিবেশন হয়......??
হ্যা । শীতকালীন আর গ্রীষ্মকালীন সংসদ ভবন ভিন্ন ভিন্ন!
প্রথম মন্তব্যের জন্য আমার বাগানের আনকোড়া ফুল দিলাম!! তারপরেও কি চা দিতে হবে!!!
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা!!!
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
সাহসী সন্তান বলেছেন: আপু, ফুল কি এইভাবে দিতে হয়? কইতরি বেগম জানবার পারলে মাইন্ড করবো না?
তয় ছবিটা কিন্তু ডাউনলোড কইরা রাখলাম! কইতরিরে দিমুআনে! তাছাড়া বীথিপুর দেওয়া ফুল বইলা কথা......!! ডাউনলোড কইরা না রাখলে পাপ হইবো না?
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনুমতি দিলাম, আমার এ ফুল কইতরি বেগমের খোঁপায় পরিয়ে দেবেন।
তবে ছবি তুলে কিন্তু আমাকে দেখাতে হবে, সত্যিই দিলেন কী না!!!
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০
কেউ নেই বলে নয় বলেছেন: অসাধারন পোস্ট। ছবি আর বর্ননা সব মিলে দারুন। আশা করি পুরস্কার পেয়ে যান। সবাই পাক। সান্তনা পুরস্কার হইলেও পাক। শুভকামনা রইলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার শুভাশীষ আমার পাথেয় হয়ে রইবে!!
অনেক অনেক ধন্যবাদ ভাই।
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২০
জুন বলেছেন: দারুন ছবি ব্লগ কামরুন্নাহার বিথী । আফগানিস্তান দেখে নিচ্ছি আপনার চোখে । আমাদের হয়তো আর এই একদা সুন্দর দেশটিতে আর যাওয়া হবে না ।
+
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু!
সুযোগ হলে আমার আবারও যাবার ইচ্ছে আছে।
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
রাতুল_শাহ বলেছেন: বলেন কি !!!!!!!
আফগানিস্থানে প্রজেক্ট!!!!!!!!!!!
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, ইউ এন -এর কনশট্রাকশন প্রজেক্ত!!!
আফগানিস্তান নিয়ে আমার এই লেখাটা পড়লে কিছুটা বুঝতে পারবেন ।
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬
বিদ্রোহী কন্ঠস্বর বলেছেন: বাহ্ ছবিগুলো সত্যি অনেক অনেক সুন্দর.... ছবির মাধ্যমে একটি দেশের অনেক কিছু ফুটে উঠেছে!
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: হা ভাই, ছবির মাধ্যমে একটি দেশের অনেক কিছু ফুটে ওঠে !!
আফগানিস্তান বৈচিত্রময় একটি দেশ। যেমন রুক্ষ তেমনি সবুজ, ফুলে-ফলে ভরা!!
অনেক ধন্যবাদ ভাই!!
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮
হাসান মাহবুব বলেছেন: লেখাটি সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে পোষ্ট করা হয়েছে। -পুরষ্কার নিশ্চিত!
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: পুরষ্কার নিশ্চিত! --- তাই?!!
আপনার ইচ্ছে পূরণ হোক!! অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ!
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই!!!
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
ধমনী বলেছেন: দারুণ। সবগুলো ছবি কি আপনার তোলা?
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: আমা+দের তোলা !! (আমার আর আমার কর্তাবাবুর
)
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১
প্রামানিক বলেছেন: এক কথায় ফুলের রানী ছবি তুলেছে ছবি ভাল না হয়ে পারে। বর্ননা ছবি চমৎকার। ধন্যবাদ
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১
কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, আমার তোলা ছবি কি কখোনও খারাপ হয়, না হতে পারে!!!
অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
উচ্ছল বলেছেন: অনেক ভালো লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে !!!
১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
সাহসী সন্তান বলেছেন: আবার কয়! চা ছাড়া কি শীতের আমেজ জমে আপু.......?? তবে কষ্ট করার দরকার নেই! আপতত না হয় থাক......!!
আপু, যদি কোন দিন আপনার দেওয়া সত্যিকার জীবন্ত ফুল কইতরির খোঁপায় গুজে দিতে পারি, তাহলে সেদিন ছবি তুলে অবশ্যই আপনাকে দেখাবো!
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১
কামরুন নাহার বীথি বলেছেন: নিন শীতে আমেজ জমান-------------------- চা দিলাম!
আপু, যদি কোন দিন আপনার দেওয়া সত্যিকার জীবন্ত ফুল কইতরির খোঁপায় গুজে দিতে পারি, তাহলে সেদিন ছবি তুলে অবশ্যই আপনাকে দেখাবো! ---
সাব্বাস !!! এই না হলে সাহসী ------
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: আবারও দিলাম----------
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
সাহসী সন্তান বলেছেন: আরে না না, কি দরকার ছিল আবার এসবের(ভাব আর কি, এমনি খাওয়ার জন্য ইয়ে মানে থেঙ্কু!) তবে নিচের টা আপনাকে দিলাম! হাজার হইলেও কষ্ট করে এই শীতের রাতে আমার জন্য তৈরি করছেন! না দিলে হয়তো আমাকে আবার পেটুক ভাববেন! তাছাড়া দুধ চা খাই না.......!!
তবে কইতরি কম্বল সরাইয়া একটু উকি দিয়া দেখবার চেষ্টা করছিল! আমি কোন রকমে ম্যনেজ মুনেজ কইরা আবারও ঘুম পাড়াইয়া রাখছি....!!
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২
কামরুন নাহার বীথি বলেছেন: দুধ চা আমিও যে খাই না!!
কইতরি বেগম কিসের নেশায় এত ঘুমায়?!!
ডেকে তোলেন, দুধ চা সেই খেয়ে নিক!!!!
১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
সুন্দর ছবি দিয়ে একটি পাহাড়ী দেশের নান্দনিকতা তুলে ধরেছেন । ফুলের প্রতি আপনার টানটা ভালো লাগলো । আর বসরাই গোলাপের সুবাস না হয় না-ই পেলুম, সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে থাকি না হয় !
শুভেচ্ছান্তে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, চেষ্টা করেছি মাত্র, কতটুকু সফল হয়েছি সেটা আপনারাই বলতে পারবেন।
বসরাই গোলাপের সৌন্দর্য্যে মুগ্ধ না হয়ে কি থাকা যায় কি!!!
আরো অনেক অনেক ছবি ছিল, এতগুলো পোষ্ট করি নাই!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!
১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০
চোখের কাঁটা বলেছেন: বীথিপু, আপনার ব্লগে আমাকে স্বাগত!
চমৎকার ছবি এবং বর্ননা সহ আপনার সাথে আমরাও যুদ্ধ-বিদ্ধস্থ্য দেশ আফগানিস্তান থেকে ঘুরে আসলাম! অনেক ভাল লাগলো! পোস্টে পিলাচ!
আমি একটু আগে স্বপ্পন দেখছি, আপনার এই লেখাটি সপ্তম বাংলা ব্লগ প্রতিযোগীতায় পুরষ্কার জিতছে!
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১
কামরুন নাহার বীথি বলেছেন: অবশই, আমার ব্লগে আপনাকে স্বাগতম!!!
তবে চোখের কাঁটা না বলে, চোখের বালি বলি আপনাকে?
ভাল লাগল আপনার আন্তরিক মন্তব্য। ধন্যবাদ ভাই!
আপনার স্বপ্পন দেখার কথা শুনে একটা গানের কলি মনে পড়ে গেল-----------
"স্বপন যদি মধুর এমন, হোক সে মিছে কল্পনা,
জাগিয়ো না আমায় জাগিয়ো না "---------
১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২
তুষার কাব্য বলেছেন: বাহ ! আপনার মাধ্যমে আফগানিস্থান ও দেখা হল। দারুন সব ছবি । ধন্যবাদ আপনাকে ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: তুষার কাব্য--------
অনেকদিন পরে আপনাকে আমার ব্লগে পেলাম।
আশা করছি ভাল আছেন!
আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই!!!
২০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮
রক্তিম দিগন্ত বলেছেন: বীথিপুর ছবি ব্লগে ফুলের ছবি থাকবে না - এমন কি আর হয়! হোক না সেটা আফগানিস্তান! সেই সুযোগে আফগানিস্তানী ফুলগুলোও আমরা দেখে ফেললাম।
পাহাড়ের যে এবড়ো-থেবড়ো রাস্তার ছবি দেখলাম। রেসিং ট্র্যাকের বাঁকগুলোর কথা মনে হচ্ছিল। প্রথম ছবিটাই জোস! যে কোন দেশেরই পতাকা উড়ার চেয়ে সুন্দর দৃশ্য আর নেই।
শীতকালীন সংসদের ছবি দেখতে না পেয়ে হতাশ হইলাম। এই সংসদ ভবনটা কোথায় আসলে? আমি অবশ্য জানতামও তাদের পার্লামেন্টের দুইটা ঋতুকালীন ভাগ আছে।
সব মিলে অসম্ভব সুন্দর পোষ্ট। ++
এইটা প্রতিযোগীতার পুরষ্কার নিঃসন্দেহে বাগিয়ে আনবে।
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: বীথিপুর ছবি ব্লগে ফুলের ছবি থাকবে না - এমন কি আর হয়! হোক না সেটা আফগানিস্তান! সেই সুযোগে আফগানিস্তানী ফুলগুলোও আমরা দেখে ফেললাম। -------
এই মন্তব্যটা আমাকে অনেকের কাছে থেকেই শুনতে হয়, আমি এটা উপভোগও করি আর গর্বিতও হই।
মানুষের জীবনে এমন কিছু সময় আসে, যখন নিজেকে বড় একা মনে হয়!
আমি হয়তো সেই সময়টায় এসে পৌছেছি, কিন্তু আমি একা নই।
এই ফুলেদের সাথেই আমার সময় কাটে!! এদের মাঝেই আমি বেঁচে আছি!
একাকীত্ব আমাকে খুব একটা কষ্ট দিতে পারে না!!
অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম!!
আফগানিস্থানের শীতকালীন সংসদ ভবন কাবুলে আর গ্রীস্মকালীন পাঘমান শহরতলিতে !!
কাবুকের সংসদ ভবনের ছবি খুঁজে পেলে দেখাব!!! তবে কাবুলেরটার খুব বেশি সিকিউরড।
ছবি তোলা কষ্টকর!!!
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই!!
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯
চোখের কাঁটা বলেছেন: বীথিপু, আপনার পোস্টটার ব্যাপারে আপনি কা_ভা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারেন (ফিডব্যাকে মেইলের মাধ্যমে)? সম্ভাবত তিনি নির্বাচিত পোস্ট সিলেকশন করতে গিয়ে আপনার পোস্টটা মিসটেক করে ফেলেছেন! আর সেজন্য পোস্টটা এখনও নির্বাচিত পোস্ট অংশে স্থান পায়নি!
যদিও আমি জানি, আপনি পোস্ট নির্বাচিত অংশে যাবে কি যাবে না সেটা ভেবে কোন পোস্ট করেন না! তারপরেও আমার কাছে মনে হলো, পোস্টটা নির্বাচিত পাতায় যাওয়া উচিত! তাহলে এমন সুন্দর ইতিহাস সম্বোলিত পোস্ট আরো অনেকেরই নজরে আসবে! সুন্দর লেখা সঠিক ভাবে মূল্যয়িত না হলে আমার কাছে কেমন জানি খারাপ লাগে, তাই কথা গুলো বললাম! আশাকরি কিছু মনে নেবেন না!
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: না ভাই, মেইল করে কোন পোষ্ট আমি নির্বাচিত কলামে দেব, এটা ভাবতেও পারি না।
আমি এই ব্লগের নতুন সদস্য, তবুও আমি নিজেকে ভাগ্যবান মনে করি।
আমার প্রায় লেখাই নির্বাচিত কলামে যায়!!
আপনার এমন কথায়, কিছু মনে নেবার প্রশ্নই আসে না।
সহব্লগার বন্ধু হিসেবে আপনি এমনটা বলতেই পারেন।
অনেক ধন্যবাদ ভাই, শুভকামনা নিরন্তর!!
২২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭
সুমন কর বলেছেন: দারুণ.....
আপনিও কিন্তু শেষে লিখে দিয়েছেন..
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, অগ্রজদের দেখেইতো শিখলাম।
আপনি কি আমার সেই প্রশ্নের জবাব দিয়েছিলেন?
আমি কোন নোটিফিকেশন পাইনি যে!!!!
২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
চোখের কাঁটা বলেছেন: গুতাইয়া একজনের চোখ ফুটো করনের লাই এই নিক! আর সে কারণেই নাম লইছি চোখের কাঁটা! তয় আপনি যদি চোখের বালি কন তাতে কুনো সমিস্যা নাই! কিন্তু আপনার লগে তো আমার কুনো শত্রুতামি নাই? তাইলে ক্যামনে কি?
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: রবীন্দ্রনাথের চোখের বালি কি শত্রু ছিল?!!!!!!!!
২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
চোখের কাঁটা বলেছেন: হুম, নির্বাচিত অংশে নেওয়া হয়েছে আপু! আজকের মত শুভ রাত্রি!
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে, শুভরাত্রি !!!!
২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫
চোখের কাঁটা বলেছেন: ২১, ২৪ এবং এই মন্তব্যটা মুছে দিলে ভাল হয় আপু! কারণ এগুলোর আর দরকার নেই!
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: মুছে দেবারও দরকার নেই যে!!!!!!
২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: সবাই ভ্রমণের ছবি দিতেছে , আমারও কোথাও ঘুরতে যাওয়া দরকার । সব ব্লগারদের ভ্রমণের ছবি সুন্দর
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: আসলে প্রকৃতির ছবিই সুন্দর!!! ঘুরে আসুন প্রকৃতির কাছাকাছি!!!
আমাদের জন্য অসংখ্য সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়ে আসুন।
সে পর্যন্ত ভাল থাকবেন!
২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭
সচেতনহ্যাপী বলেছেন: ছবিগুলি ছবির মতই সুন্দর।। রুক্ষ-কোমলে মাখামাখি।।
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, ছবির মতই সুন্দর !!! অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!
২৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১২
কথাকথিকেথিকথন বলেছেন: ছবিগুলো সুন্দর অনেক । ভাল লেগেছে আপনার ভ্রমণ চিত্র ।
আপনার জন্য অনেক শুভ কামনা রইলো ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২
কামরুন নাহার বীথি বলেছেন: এই ছবিব্লগ অনেকেরই ভাল লেগেছে !
কিন্তু এর আগের পোষ্টটাই ভ্রমণ ব্লগ, ওইটাতে তেমন সাড়া পেলাম না!
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!!
২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩১
উল্টা দূরবীন বলেছেন: আপনার ছবি ব্লগ পড়ে এবং ছবি দেখে আমি বারবারই মুগ্ধ এবং ঈর্ষান্বিত হয়। কিভাবে পাতেন ঘুরে ঘুরে এমন সব ছবি তুলে আমার কলিজায় আগুন ধরায়ে দিতে?
নীল পাহাড়, জালালাবাদ আর ফুলের ছবিগুলাতে আকাশছোঁয়া ভালোলাগা রইলো।
যদিও আমি পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তবুও জলবিদ্যুৎ কেন্দ্রের ছবি আমার ভাল্লাগে নাই। এইসব অল্টারনেটর, জেনারেটর, মোটর, ট্রান্সফরমার দেখলে এখন মাথার ভিতর ঝনঝন ঝুনঝুনি বাজে, কেমন যেন বিতৃষ্ণা লাগে।
অপরিসীম ভালোলাগা আর অল্পস্বল্প ঈর্ষা রেখে গেলাম। ধন্যবাদ প্রিয় বিথী আপা।
(আপনাকে বলা হয় নাই, আমার একমাত্র বোন যে আমার থেকে পাঁচ বছরের ছোট তার নামও বিথী। সামুতে আপনার নাম দেখলে আদুরীর চেহারাটা চোখের সামনে ভাইসা উঠে)
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: মুগ্ধ হন ভাল কথা, তবে ইর্ষান্বিত কেন ভাই!!
আমিতো সবই শেয়ার করি!!! নিজের যা ভাল লাগা সবই!!
এই ব্লগে দু'জন আমাকে বড়পা ব্লে সম্বোধন করেন, আপনার না হয় ছোট বোনটিই হয়ে রইলাম!!!
অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন সব সময়!
৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯
রিকি বলেছেন: জায়গাটা অনেক সুন্দর, অন্ততপক্ষে প্রাকৃতিকভাবে।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, প্রকৃতির সাথে মানুষগুলোও সুন্দর!!
৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
আবু মুছা আল আজাদ বলেছেন: ভাই অসাধারন একটি পোস্ট যা আমি বর্ননা করে শেষ করতে পারবনা।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা!
৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
সুমন কর বলেছেন: আমি চেষ্টা করি, ব্লগে বসার সাথে সাথে প্রতি উত্তর দিতে।
সামু আজকাল কিন্তু অন্যের পোস্টে করা মন্তব্যের নোটিফিকেশন দেখায় না। শুধু নিজের পোস্টের ক্ষেত্রে দেখায়।
শুভ সকাল।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, আমিও সেই সমস্যা ধরতে পারলাম!!!
ভাল লাগে না এমনটা, সবার পোষ্ট খুঁজে প্রতিমন্তব্য পাওয়া কঠিন !
৩৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
যথারীতি চমৎকার পোষ্ট +++
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!
৩৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৬
মাহমুদ০০৭ বলেছেন:
দারুণ ছবি ব্লগ ।
ভাল লাগা রইল । আফগানিস্থান বিষয়ক আরো ছবি ব্লগ চাই ।
ভাল থাকবেন ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: আফগানিস্তানের অনেক অনেক ছবি আমার ঝুলিতে আছে।
সব দেখতে পাবেন কোন এক সময়।
তবে দোয়া করবেন আবার যেন যেতে পারি!!!
৩৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
জুন বলেছেন: বসরাই গোলাপের রূপ দেখে মুগ্ধ হোলাম কামরুন্নাহার বিথী, ঠিক যেন আপনার লেখার মতই ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা আপু!!
আপনার এমন মন্তব্য পেলে অনেক উৎসাহ পাই!!
৩৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
রাতুল_শাহ বলেছেন: আমার এক সিনিয়র কলিগের সাথে আফগানিস্থান নিয়ে গল্প করছিলাম,
সে বলে আফগান নারীর চোখ নাকি সবচেয়ে সুন্দর। উনার দাদা নাকি কোন এক আফগান নারীর প্রেমে, শুধুমাত্র সুন্দর চোখের কারণে পড়েছিলেন।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: তাই? আসলেই সুন্দর!!
আমার "পাঠান মুলুকে- প্রথম পর্বে" আপনি দেখেছেনতো ওদের মহিলা মহল !!
৩৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
আলোরিকা বলেছেন: সৃষ্টিকর্তা একেকটি ভূখণ্ডকে একেক সৌন্দর্যে , বিশেষত্বে সৃষ্টি করেছেন ! অপূর্ব সুন্দর ছবির দেশটির কথা ভাবলে এখন একটি ধবংস স্তূপের কথা মনে হয়
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: এখন একটি ধবংস স্তূপের কথা মনে হয় ঠিকই!
তবে ছবিগুলো ওই ধবংস স্তূপের মধ্য থেকেই তোলা।
অনেক অনেক শুভেচ্ছা আপু!
৩৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার হৈসে ||
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: ধইন্যবাদ আপনাকে!!!
৩৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১
কেএসরথি বলেছেন: আলোরিকা বলেছেন: সৃষ্টিকর্তা একেকটি ভূখণ্ডকে একেক সৌন্দর্যে , বিশেষত্বে সৃষ্টি করেছেন ! অপূর্ব সুন্দর ছবির দেশটির কথা ভাবলে এখন একটি ধবংস স্তূপের কথা মনে হয় :
একমত!
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
৪০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০০
মাঘের নীল আকাশ বলেছেন: ছবিগুলো অসাধারণ তুলেছেন! আফগানিস্তান সম্পর্কে ধারণা পাল্টে দিলেন
তবে, আফগানিস্তানের "সংসদ ভবন" না বলে আফগানিস্তানের আইনসভা বললে ঠিক হবে!
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: তবে, আফগানিস্তানের "সংসদ ভবন" না বলে আফগানিস্তানের আইনসভা বললে ঠিক হবে!
ঠিক তাই, অনেক ধন্যবাদ ভাই!!
৪১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০
আবু শাকিল বলেছেন: আফগানিস্তানের নাম শুনলেই মাইনষ্যে ডরায়!! আর আপনি সেই আফগানিস্তান থেকে ঘুরে আসলেন
যুদ্ধের পর আফগানিস্তানের জীবন যাত্রা কেমন চলছে, জানার ইচ্ছে ছিল।
পোষ্ট ভাল লেগেছে।
ধন্যবাদ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: যুদ্ধের পর আফগানিস্তানের জীবন যাত্রা খুব কঠিনই !!
দুই শ্রেণী, উচ্চবিত্ত আর নিম্নবিত্ত!!
যারা দেশ থেকে বেরিয়ে গিয়েছিল, অন্য দেশের নাগরিকত্ব যাদের আছে ,তারা ভাল আছে!
অল্প কথায় শেষ করা যাবে না ভাই!!!
আজ আর নয়, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই!!!
৪২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
মুস্তাকিম দা পিপঁড়া বলেছেন: ভাল লাগ্ল
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ!
৪৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০
পার্থ তালুকদার বলেছেন: ওয়াও ...... দারুণ সব ছবি।
শুভকামনা জানবেন।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!
৪৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার সব ছবির নান্দনিক উপস্থাপনা---খুব ভাল লেগেছে।
তবে পাহাড়ি পথের বাঁক গুলো দেখি একটু ভয় লেগেছে।
বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, পাহাড়ি পথের বাঁক গুলো সত্যিই ভয়ংকর !!
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা, ভাল থাকবেন!!
৪৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
মাকড়সাঁ বলেছেন: অসাধারন ছবি ব্লগ ।
ভাল লাগা রইল ।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই মাকড়সা !!!
৪৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
ফেরদৌসা রুহী বলেছেন: ওয়াও আপা অসাধারণ সব ছবি।
১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা ফেরদৌসা!!
৪৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: পাথরের কাঠিন্যই কি তাদের কঠিন করে তুলেছে!
জালালাবাদের প্রকৃতি আসলেই মনোরম। পাহাড়ের ছবি দেখে মনে পড়ে গেল নজরুলের সেই গান-
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ..
দারুন ভ্রমন, দারুন ছবিতে দারুন প্লাস +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
কামরুন নাহার বীথি বলেছেন: আহারে --- এত প্লাস যদি আমার ভাগ্যে থাকতো!!!!
আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!!
৪৮| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৪
কিরমানী লিটন বলেছেন: অসাধারণ পোষ্ট,চোখ ধাঁধানো জীবন্ত সব ছবি আরও প্রানবন্ত করেছে-ছড়িয়েছে মুগ্ধতার দ্যুতি,বিশেষ দিবসকে সামনে রেখে তৈরি পোষ্ট অবশ্যই নির্বাচিত হবে,এই আশাবাদে অনেক শুভকামনা প্রিয় বীথি আপুর জন্য +++++ +++ ++ + ...
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
বিশেষ দিবসকে সামনে রেখে তৈরি পোষ্ট অবশ্যই নির্বাচিত হবে,এই আশাবাদে অনেক শুভকামনা প্রিয় বীথি আপুর জন্য +++++ +++ ++ + ...
আপনার আশা পূরণ হোক!!!!
৪৯| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
নিমগ্ন বলেছেন: পাথরে ফুল ফুটাবো গানটার কথা মনে হয়ে গেল। যেমন পাথর দেখিয়েছেন আপুনী!! আর পরে কি সুন্দর সুন্দর ফুল। অসাধারণ পোস্টে ++++++++++++++++++++
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, এমন রুক্ষ পাথুরে মাটিতেও যে এমন মনোহরা ফুল ফোটে, সেই বিস্ময়ই দেখাতে চেয়েছি!
কতটুকু সফল হয়েছি, সে বিচারের ভার আপনারাই বলতে পারবেন!!
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা!!!
৫০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
গেম চেঞ্জার বলেছেন: পাথরে ঘেরা কাবুল দেখালেন আপু!! খুব ভাল লাগলো। প্লাস বাটনটা দেখি পাই কিনা। আচ্ছা জালালাবাদ নামকরণ কি শাহজালালের কারনে??
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, পাথর ঘেরা, সবুজে মোরা, ফুলে ফুলে ভরা আফগানিস্তান দেখালাম।
জালালাবাদ নামকরণের কাহিনী আমার জানা হয় নাই!!
৫১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮
গেম চেঞ্জার বলেছেন: হায় হায়। আমি লাস্টু হইলাম। (মন খারাপের ইমো হইবে)
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, আপনি লাস্টু হইলেন তাই জরিমানা দ্যান!!!
৫২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬
গেম চেঞ্জার বলেছেন: জরিমানা দুইটা দিন পরে দিতে হইবে। এখন হাত একদম খালি। কানাকড়িও নাই।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০
কামরুন নাহার বীথি বলেছেন: দুইটা দিন পরে কি হাত ভরে যাবে ??????
৫৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
আমি তুমি আমরা বলেছেন: আফগানিস্তান বেশ সুন্দর দেখা যায়।
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: যা সুন্দর, সেটাই যে ক্যামেরার চোখে ধরে!
৫৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সব ছবির সাথে ছোট ছোট বর্ণনা খুব ভালো লেগেছে। গোলাপের ছবিগুলো দারুণ! বিশেষ করে প্রথম ছবিটা খুব ভালো লেগেছে। +++
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: গোলাপের ছবি দারুণ হবেই, ফুল সব সময়ই সুন্দর!!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
৫৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪
সাদা কালো আকাশ বলেছেন: এর আগে আফগানিস্তান এর এত সুন্দর রূপ দেখি নি। দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনার এ আন্তরিক মন্তব্যের জন্য!!!!!
৫৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ
২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা, দেরীতে এলেও!!!!!!
৫৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
জয়ীর পরাজয় বলেছেন: মনে হচ্ছে আজ ঘুমে টানেলের ভিতরে ভয়ানক কোন স্বপ্ন দেখবো।ভ্রমনপিয়াসী এ মনে আরো একটি জায়গা যোগ করে দিলেন।ধন্যবাদ, আপুনি।
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০
কামরুন নাহার বীথি বলেছেন: : মনে হচ্ছে আজ ঘুমে টানেলের ভিতরে ভয়ানক কোন স্বপ্ন দেখবো। --------
মনে হওয়াটা কি সত্যিতে পরিণত হয়েছিল ভাই?????
তাহলেতো আমি অপরাধী!!!!!!!
আপনাকে স্বাগত জানাই আমার ব্লগে!!!!!
আন্তরিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ!
৫৮| ২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
জয়ীর পরাজয় বলেছেন: না।তেমন কিছুই দেখিনি।সমস্ত রজনী বিনিদ্র ছিলাম,অন্য কারো স্বপ্ন সাজাতে।
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: তাই!!!!!!
অনেক ধন্যবাদ!!!!
৫৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ, খুবই ভালো লাগলো।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকেও!!
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
সাহসী সন্তান বলেছেন: ১ম হইছি.........!!