নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এদেশে সন্ত্রাসীদের কোন স্থান নেই

আমি বাংলার...।

আফজাল বাঙ্গাল

আসুন আমারা মানুষের পরিচয়ে বেঁচে থাকি।

আফজাল বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

মাদ্‌রাসার প্রশাসনিক পদে নিয়োগের কালো আইন বাতিল করা দরকার

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

শহাবাগ প্রজন্ম চত্তর থেকে যে সকল কর্মসুচী ঘোষনা করা হচ্ছে, জাতি আজ তার সাথে সংহতি প্রকাশ করে শাহাবাগে যেতে না পারলেও নিজ নিজ অবস্থান থেকে তা পালন করছে। মনে হচ্ছে এ যেন ইতিহাসের সেই '৫২, '৬৯ বা '৭১ এর মত আরো উত্তাল ইতিহাসের জন্ম দিচ্ছে। মানবতা বিরোদী যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করে দেশকে কলঙ্ক মুক্ত করতে চায় নতুন প্রজন্ম।গতকাল শাহাবাগের ডাকে সরাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগিত পরিবেশনরে মধ্যদিয়ে নতুন প্রজন্মের আন্দোলনকে সমর্থণ জালেও আমাদের মাদ্রাসা গুলো এই আন্দোলনে সংহতি জানায়নি ।মাদ্রাসার অনেক শিক্ষার্থী শাহাবাগের প্রজন্ম চত্তরের কর্মসুচীকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর করতে চাইলেও প্রশাসনিক কারনে তা বাধা প্রাপ্ত হয়েছে। কারণ আমাদের মাদ্রাসাগুলোর প্রশাসক (সুপারেন্টটেন্ডেন্ট, প্রেন্সিপাল, ভাইস প্রেন্সিপাল)-দের প্রায় শতভাগ মৌলবাদী ইসলামী রাজনৈতিক সংগঠন গুলোর সাথে সম্পৃক্ত। তারা চান না মাদ্রাসার কোন ছাত্র-শিক্ষক-কর্মচারী মৌলবাদ বিরোধী কোন কর্মসূচী পালন করুক। বর্তমানে মাদ্রসা গুলোতে আরবী শিক্ষার সাথে কিছু সাধারণ বিষয়ও যুক্ত করা হয়েছে। এই সাধারণ বিষয়ের শিক্ষকগণ অনেকটাই প্রগতিশীল ও মৌলবাদী-জঙ্গীবাদ বিরোধী মানসিকতার। কিন্তু শিক্ষা মন্ত্রনালয়ের একটা কালো আইনের কারনে এই সকল প্রগতিশীল ও মৌলবাদী-জঙ্গীবাদ বিরোধী সাধারণ শিক্ষকগন প্রশাসনিক পদে উন্নিত হতে পারেন না। আইনটি এরকম য়ে মাদ্রাসাগুলোর প্রশাসক (সুপারেন্টটেন্ডেন্ট, প্রেন্সিপাল, ভাইস প্রেন্সিপাল) পদে আরবী বিষয়ে কামিল পাশ বা দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয় হতে আরবী বা হাদিস বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে। মৌলবাদের সূতিকাগার মাদ্রাসা থেকে কামিল পাশ করার পর তার পক্ষে প্রগতিশীল চিন্তা করা অলিক কল্পনা মাত্র। তাই আজ শাহাবাগের ডাকে সারাদেশ সাড়া দিয়ে জাগ্রত হলেও মাদ্রাসা গুলোতে এর সম্পূর্ণ বিপরিত অবস্থান দেখি। সময় এসেছে মাদ্রাসা গুলোকে প্রগতিশীলতার দিকে ধাবিত করার। সে কারনে মাদ্রাসা গুলোর প্রশাসনিক পদের নিয়োগের কালো আইন বাতিল করে বাতিল করে প্রশাসনিক পদে আরবী ও সাধারণ শিক্ষা সবার সমান সুযোগ থাকা এখন সময়ের দাবি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-১

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

সোজা আঙ্গুল বলেছেন: জ্বী, সবচে' বেশি ভালো হয় দেশ থেকে চিরতরে মাদ্রাসা তথা আরবী অর্থাৎ ইসলামী যেকোন শিক্ষা তুলে দে'য়া। কী দরকার সেকেলে ঐসব ছাইপাশ শিক্ষার !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

আফজাল বাঙ্গাল বলেছেন: না ভাই মানুষকে মানুষের মত হতে হলে নৈতিক শিক্ষার দরকার আছে আর সে কারনেই আল্লাহতালা যুগে যুগে মানুষের নৈতিক শিক্ষার ব্যাবস্থা করেছেন যাকে আমরা বর্তমান কালে 'ধর্ম' বলে অভিহিত করে থাকি। কিন্তু এই ধর্ম গুলোকে আমরা নিজের কাজে ব্যবহার করছি। তাই ধর্ম থাকতে মানুষের কল্যানের জন্য।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৮

অহনা বলেছেন: পরকিয়া প্রেমের বলি, নাস্তিক থাবা বাবার জন্য শোক না করায় সত্যিই মাদ্রাসাগুলোকে সরকার করায়ত্ত করতে পারে। সব মাদ্রাসার প্রিন্সিপাল করা হোক হিন্দুদের....খুশি?...কিন্তু তোদের মুখোশ যে খুলে পড়লো....আল্লাহ রাসুল কি ইসলামের অংশ না? এতোকাল যে বলে বেড়ালি না, আমরা ইসলামবিরোধী না আমরা জামায়াতে ইসলাম বিরোধী....দু'দিন পর কোরান পড়া নিষিদ্ধ করবি...কারণ কোরআনে জেহাদের কথা আছে, পর্দার কথা আছে, কেসাসের কথা আছে, কোরআন পড়েই জামায়াত রাজনীতি করে....

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ বলেছেন: এরা প্রগতিশীলতার দিকে ধাবিত হচ্ছে-

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

রাহিক বলেছেন: আবদারটা দেখে থমকে গেছি । কিছুদিন পর তো আপনারা চাইবেন বায়তুল মোকাররমের ইমাম হোক কোন প্রগতিশীল নাস্তিক ।

শাহবাগে আন্দোলন করছেন ভালো কথা । যুদ্ধাপরাধীদের উপযুক্ত বিচার চান,সেটা নিয়েই থাকুন । অযথা ফোকাসটা অন্যদিকে নিয়ে যাবেন না ।

দেশ আজ অশান্ত । একদিকে জামাত শিবিরের নৈরাজ্য,অন্যদিকে শাহবাগী লীগ ও নাস্তিকের দল । কোন পক্ষই নিতে পারছি না বলে দুঃখিত ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

আফজাল বাঙ্গাল বলেছেন: নাঈমুল ইসলাম প্রজন্ম ’৭১ কে বলছি আপনার ছবিটার সাথে আসল ছবিটার তুলন করুন। তাহলেই বুঝবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.