![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(বিদ্রোহী কবির স্মরণে)
আজ তোমার জন্মজয়ন্তিতে-
সালাম হে বিদ্রোহী কবি
সালাম তোমায়।
অত্যাচারের নিশান দেখে
বেঁজে উঠে তোমার সত্য বীণা
ওরা শোনে না-
ওরা স্বেচ্ছাচারী, ওরা হৃদয়হীনা।
সালাম হে বিদ্রোহী কবি
সালাম তোমায়-
তোমার পিঁড়িত শ্রমিক-মজুর
রানা প্লাজায়-
আজো লাশের মিনার গড়ায়।
পোড়া শরীর ক্যানভাসে
তাজরিন ফ্যাশনে।
নাসরিণ-আইলা-সিডরে
জলের ঢেউয়ে
ওদের লাশ ভাসে।
সালাম হে মানবতার কবি
সালাম তোমায়-
মোল্লারা আজ ভাগ করে না
শিন্নির ঐ হালুয়া রুটি।
মসজিদে ওরা পোক্ত করে
মসনদের ঐ রক্ত খুঁটি।
সালাম হে সাম্যের কবি
সালাম তোমায়-
তোমার ‘ধুমকেতু’ ছুটে চলে
সুযোগ পেলেই আঘাত হানবে
অত্যাচারীর কৃপান-খড়গে।
জাতের নামে বজ্জাতদের
ঘাড় মটকাবে জমদুত নরকে।
ওর সত্যের নয়
ওরা ক্ষমতার
ওরা ন্যায়ের নয়
ওরা অন্যায়।
সালাম হে বিদ্রোহী কবি
সালাম তোমায়।
তুমি সত্যের
তুমি ক্ষমতার নয়
তুমি বিধাতার।
তোমার পথ রুদ্ধ করে
এ শক্তি নেই কোন দেবতার।
সালাম হে বিদ্রোহী কবি
সালাম তোমায়।
তোমার বুলবুল-
আজো শীশদেয় ফুল শাখায়
আকাশে ফোঁটে তারার ফুল।
তুমি নেই-
তোমার বাংলা ভাগ হয়েছে-
ভাগ হওনিকো তুমি
তুমি দ্রোহের কবি, তুমি নজরুল।
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৪৫
আফজাল বাঙ্গাল বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৩৬
বোকামন বলেছেন:
তোমার বাংলা ভাগ হয়েছে-
ভাগ হওনিকো তুমি
তুমি দ্রোহের কবি, তুমি নজরুল।
+ + +
কৃতজ্ঞতা জানবেন।
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৪৭
আফজাল বাঙ্গাল বলেছেন: কিন্তু প্রমিলার সাথে নজরুল যে ভাগ হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:০১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: খুব সুন্দর, ++