![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই দেশটা কি শুধু রাজনীতিবিদদের দেশ? যারা জনগনের সার্থের কথা বলে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের দেশ? একদল রাজনীতিবিদ (যারা সরকারের বাহিরে থাকে) হরতালের নামে দেশটাকে ধ্বংস করছে আর একদল রাজনীতিবিদ (যারা সরকারে থাকে) নিজের সার্থ রক্ষার জন্য ক্ষমতা আকড়েঁ ধরে। অন্তত: স্বাধীনতার পর থেকে আজ অবদি তাই দেখে আসছি। এরা দুই দলই বলে আমরা জনগণের সার্থ রক্ষায় এই সব করছি। কিন্তুু বাস্তবতা হচ্ছে অন্য, এরা সাধারণ নাগরিক থেকে অনেক দুরে। আজ জাতি ৮৪ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন পার করছে । এটাকে ৮৪ ঘন্টা বললে ভুল বলা হবে কারণ হরতালের আগের দুই দিন ও পরের দুই দিন সাপ্তাহিক ছুটি, বৃহস্পতিবার মহররমের ছুটি থাকায় মোট ৯ দিন একটানা অফিস আদালতে কাজ কর্ম বন্ধ থাকবেে। এক বারো কি কোন রাজনীতিবিদ ভেবেছেন 'দিনের আয় দিনেই খায়' এই মানুষ গুলোর কি হবে। আমাদের মত স্পর্সকাতর একটি অর্থনৈতিক অগ্রণী দেশ কি করে এই পরিস্থিতর মোকাবেলা করবে। বায়ারদের ওয়াডার গুলো সময় মত না দিতে পারলে রফতানি ক্ষতিগ্রস্থ হবে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকেও আন্তরিক দেখছিনা। যেটা তাদের সাংবিধানিক দায়ীত্বের মধ্যে পড়ে । বরঞ্চ বিরোধীদলীয় ৫ শীর্ষ নেতাকে আটক ও তাদের প্রধান নেতার বাসভবন পুলিশ ঘেরাও এর জন্য আরো বেশী করে ধ্বংসাত্ম হয়ে উঠছে। সে কারণে সরকারকে জনগনের জানমালের দায়ীত্ব নিতে হত। আর না হলে সরকার থেকে সরে দাড়াতেঁ হত। কিন্তু সরকার কোন ভাবেই জনগনের জানমাল রক্ষা করতে পারছে না। দেশ এখন এক চরম রাজনৈতিক সংকট পার করছে। আমাদের এই সংকট সময়ে বার বার যারা দেশকে রক্ষার দায়ীত্ব নিয়ে এগিয়ে আসেন তাদের আর বসে থাকার সময় নেই। জনগণ ফুুলের মালা নিয়ে অপেক্ষা করছে আপনাদের জন্য।কি হবে। আমাদের মত স্পর্সকাতর একটি অর্থনৈতিক অগ্রণী দেশ কি করে এই পরিস্থিতর মোকাবেলা করবে। বায়ারদের ওয়াডার গুলো সময় মত না দিতে পারলে রফতানি ক্ষতিগ্রস্থ হবে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকেও আন্তরিক দেখছিনা। যেটা তাদের সাংবিধানিক দায়ীত্বের মধ্যে পড়ে । বরঞ্চ বিরোধীদলীয় ৫ শীর্ষ নেতাকে আটক ও তাদের প্রধান নেতার বাসভবন পুলিশ ঘেরাও এর জন্য আরো বেশী করে ধ্বংসাত্ম হয়ে উঠছে। সে কারণে সরকারকে জনগনের জানমালের দায়ীত্ব নিতে হত। আর না হলে সরকার থেকে সরে দাড়াতেঁ হত। কিন্তু সরকার কোন ভাবেই জনগনের জানমাল রক্ষা করতে পারছে না। দেশ এখন এক চরম রাজনৈতিক সংকট পার করছে। আমাদের এই সংকট সময়ে বার বার যারা দেশকে রক্ষার দায়ীত্ব নিয়ে এগিয়ে আসেন তাদের আর বসে থাকার সময় নেই। জনগণ ফুুলের মালা নিয়ে অপেক্ষা করছে আপনাদের জন্য।
©somewhere in net ltd.