নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এদেশে সন্ত্রাসীদের কোন স্থান নেই

আমি বাংলার...।

আফজাল বাঙ্গাল

আসুন আমারা মানুষের পরিচয়ে বেঁচে থাকি।

আফজাল বাঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

এপাশ ওপাশ

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০২

কথাটা ছড়িয়ে গেল

তুলো ধুনোর মত এপাশ ওপাশ সবখানে ,

আমি নাকি ঠিকানা হারিয়ে ফেলেছি ।

অথচ জানি , সযতনে তোলা ছিল নিবিড় অলিন্দে

না’কি ভাজকরে রেখেছিলেম সিথানের তলায় ।



কথাটা ছড়িয়ে গেল

এখানে সেখানে সবখানে সবদিকে

আমি নাকি ঠিকানা হারিয়ে ফেলেছি ,

কোথায় হারালাম ? কখন হারালাম , না’কি হয়েছে চুরি !

কেউ একজন বলেছিল শুধু , এইত শ্রেষ্ঠ সময় চল পথে নেমে পড়ি

পৃথিবীটা বিশাল, ঘুরেফিরে কোন এক সুউচ্চ পাহাড় চুড়ায় ঘর বাধি ।

সমতলে রাতের পর দিন আর সংগমে ব্যাস্ত পৃথিবী ,

অতি ব্যাবহারে সুগন্ধি যেমন উগ্র বাসনায় তীব্রতর

যেমন জোড়া হাঁস ও তাবৎ সংসার , জোড়ায় আবদ্ধ পরিবার ।

জেনেও অজানা হয়েছে ঠিকানা তাদের সবার ।



একান্ত আপনজন কেউ জানেনা কখন

তীব্রতর বাসনায় নিমগ্ন এ জীবন,

ঠিকানার কথা বেমালুম ভুলে গিয়েছি আমি।

আমি বিমুগ্ধ প্রেমিক

আমার আছে জল, মেঘ সাতনরি হার ফুল মালা

আছে মাটি বাতাস আর বৈশাখ ।

বিশ্বাস ছিল নিঃশ্বাসের পাঁজর ঘরে বন্ধী

ভুলচুক কিছু ছিল, ছিল রৌদ্র বৃষ্টির খেলা

ছিল অসমাপ্ত আয়োজন, অনিচ্ছার হেলা ।



একান্ত আপনজন কেউ জানেনা কখন

কিছুটা আয়োজন হ’ল সাড়া, কিছুটা রইল বাকি

কিছু ভুলচুক হতেই পারে, কিছুটা রইল ফাঁকি ।

আয়োজন সম্পূর্ণ প্রায় , অসমাপ্ত কিছু ইচ্ছে এখনো বাকি

এল অপ্রতিরোধ্য সেই আবাহন

সেই ঠিকানার কথা বহুবার শুনেছি,

তার চাবি আর আগল আগলেই রেখেছি ;

সমুদ্র পেড়িয়ে যোজন পথের এক পাশে সে এক পরিচিত গৃহ

সেখানে দিবারাত্রি একত্রে পাশাপাশি চলে ।

সবই যথাযথ যেমনটা সবাই ভাবে

তবুও সবাই জানে আমি আজ ঠিকানা হারিয়ে ফেলেছি অজানা এক ঠিকানায় ।



গোপন ইচ্ছা



বহুদিন, বহু বছর ধরে অলিন্দে কারারুদ্ধ

ভীষণতর এক গোপন ইচ্ছা—

একান্তে লালিত,রমণীর বুকের খাঁজে

সজতনে লুকায়িত লাল তিলটি যেমন

লোকচক্ষুর অন্তরালে করে দিনমান যাপন ।

তেমনি লোভনীয় ,তেমনি তৃষ্ণাতুর

সোহাগ আর আলিঙ্গনে মৌনমাতাল

ভীষণতর ইচ্ছা শুধুই তাকে একান্তে

ভালবাসিবার, ভালবাসার শুধুই ভালবাসার।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন কবি ।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন কবি ।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক সুন্দর হয়েছে -- ভাল লাগলো

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪০

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগলো । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.