![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাড়ার নেড়ে কুকুরের ঘেউ ঘেউ
বয়ে আনে সতর্কতার আভাস।
যদিও সুযোগ পেলেই
পেটে চালান দেয়
গৃহিনীর অসর্তকের খাবার।
বখাটেদের তাড়ায়
ঐ পাড়ার ছাইয়ের ঠিকিতে
আজ ওদের আশ্রয়।
তবুও গভীর রাতে
নেড়ে কুকুরের ঘেউ ঘেউ
কে জানে আবার
কিসের আভাস?
©somewhere in net ltd.