![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ শুক্রবার বিকেল দুপুর ২:৪০ মি: থেকে ৩:০০ মি: পর্যন্ত ধামইরহাটে ব্যাপক শিলাবৃষ্টি হয়। এতে উপজেলার পৌরসভা এলাকাসহ আরো অন্ততঃ দুটি ইউনিয়নের ফসলের ইরি বোর ধানের বেশ ক্ষতি হয়েছে। আলমপুর ইউনিয়নের বস্তাবর, চককালু, টুটিকাটা, বীরগ্রাম ওমার ইউনিয়নের কুলফৎপুর, খরমপুর, বেলঘরিয়া, চকিলাম, চকশব্দল, বাসুদেবপুর, দূর্গাপুর, চন্ডিপুর, দাদনপুর, বিহারী নগর এর ইরি ফসল সম্পুর্ন ক্ষতি হয়েছে। এছাড়াও ধামইরহাট ও আড়ানগর ইউনিয়নের কিছু ফসলের মাঠ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। শিলা বৃষ্টির পর আমি চকিলাম গ্রামের কৃষিক সাহিনুর এর সাথে ফোনে কথা বলেছি তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন মাঠে আর কিছু নেই। আবার নতুন করে শুরু করতে হবে। আলতা দিঘীর কৃষক মিন্টুর রহমান বলেছেন এখন আমার কি হবে! তবে আগ্রাদ্বিগুন ইউনিয়নের কৃষক গোলাম কিবরিয়া জানান তাদের তেমন ক্ষতি হয়নি। উপজেলার ঈশবপুর ইউনিয়নের কৃষক জিহাদ রহমার বলেন ঝড় বৃষ্টি হয়েছে তবে ফসলের তেমন ক্ষতি হয়নি। ধামইরহাট ইউনিয়নের কৃষক হারুন জানার তার এলাকা রুপনারায়নপুর মাঠ ফসলের তেমন ক্ষতি হয়নি। তবে উমার ইউনিয়ন ও আলমপুর ইউনিয়নের মাঠ ফসল সম্পুর্ন ক্ষতি গ্রস্থ হয়েছে। জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান বলেন, সবায়কে দৃঢ় মনোবল নিয়ে দুর্যোগ মোকাবেলা করতে হবে। ক্ষতিগ্রস্থ কৃষদের সরকার সব ধরনের সহযোগীতা করবে বলে তিনি জানান।
১১ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৩
আফজাল বাঙ্গাল বলেছেন: সামিউল ইসলাম আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৭
চাঁদগাজী বলেছেন:
আব-হাওয়া বদলাচ্ছে
১১ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৪
আফজাল বাঙ্গাল বলেছেন: আব-হাওয়ার বৈষয়িক পরির্বতনের জন্য আমরাও কিছুটা দায়ী।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: ইন্নালিল্লাহ...