| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঙাল
একটি প্রথম শ্রেণীর বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত আছি। চলে যাচ্ছে কোনরকম। বেশী ভাল থাকারতো কথা না।
আজ সকালে প্রথম আলোতে একটা লেখা পড়ছিলাম। একেবারে প্রথম পাতায়, প্রধানতম সংবাদ। আমাদের ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল নাকি বিশ্বসেরা।
এটা নিয়ে আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশন সহ অনেকে ১০ বছরেরও বেশী সময় ধরে গবেষণা করে চলেছেন।
খুব ভাল খবর হয়তো, কিন্তু এ খবরটা শুনে আমার বউ বলে উঠে..... আসলেই তো... আমরাই বিশ্বসেরা ছাগল। কারণ, ছাগল প্রজাতির না হলে এই দেশে দুই মহিলা ২৩/২৪ বছর ধরে দেশটার বারটা বাজিয়ে যাচ্ছে আর ছাগল জনগণ কিছুই করতে পারছে না।
আমি এর তীব্র প্রতিবাদ জানালে সে বললো, পাশের খবরটা পড়ে দেখ। তিন মন্ত্রীর (ইমাম, আশরাফ, রাঙা) একেকজন পৌণে চার কোটি টাকার গাড়িতে চড়ছে। এই টাকা নাকি আবার প্রাথমিক শিক্ষা খাতের। সে এটাও বললো, ভারতের মন্ত্রীরা চড়ে ৫ লাখ টাকার গাড়িতে আর আমরা কোটি কোটি। আমার বউয়ের রাজনৈতিক সচেতনতা দেখা অবাকই হলাম...
আসলে আমরাই বিশ্বসেরা ছাগল.....
২|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩০
নিলু বলেছেন: বিকল্প কি হতে পারে
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
কাঙাল বলেছেন: ভাইরে কোন বিকল্প নাইরে.....
দেশের অন্তত ২.৫ কোটি ...গল এমনই ভাবে।
আমিও একই রকম ভাবি.....
৩|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩০
খেলাঘর বলেছেন:
আনবিক শক্তি কমিশনে ছাগলেরা গবেষণা করে।
৪|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
৫|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৮
বিডি আইডল বলেছেন: আমি আরো এইটা নিয়া পুষ্ট দিলাম...এই পুষ্ট দেখি নাই
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
কাঙাল বলেছেন: কেমন আছেন??? অনেকদিন পর......
৬|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৭
সরদার হারুন বলেছেন: আমার মনে হয় সবই ঠিক আছে শুধু ছ এর যাগায় পা হবে।
৭|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
ক্ষতিগ্রস্থ বলেছেন: আমরাই বিশ্বসেরা ছাগল। কারণ, ছাগল প্রজাতির না হলে এই দেশে দুই মহিলা ২৩/২৪ বছর ধরে দেশটার বারটা বাজিয়ে যাচ্ছে...
দারুণ সত্য উপলব্ধি
৮|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: /ক্ষতিগ্রস্থ বলেছেন: আমরাই বিশ্বসেরা ছাগল। কারণ, ছাগল প্রজাতির না হলে এই দেশে দুই মহিলা ২৩/২৪ বছর ধরে দেশটার বারটা বাজিয়ে যাচ্ছে...//
৯|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২
ঢাকাবাসী বলেছেন: দুটো মহিলা প্রায় ২৩ বছর ধরে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে সন্দেহ নেই। তেনারা দেশের কি করছে সে বিষয়ে মন্তব্য করার সাহস নেই।!
১০|
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৬
নিলু বলেছেন: ভাল/ মন্দ তো অবশ্যই আছে
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২৫
কাহাফ বলেছেন:
অার হাসিনা-খালেদা বিশ্ব সেরা ছাগল নেত্রী!!!