নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কানিজ ফাতেমা সুলতানা

Student of ACCA

কানিজ ফাতেমা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

তা ধিন ধিন তা....।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

আকাশ বিরক্ত মুখে খবরের কাগজের দিকে তাকিয়ে আছে। মাথার ভিতর টা দপ দপ করছে। কাল রাতে ঘুমাইনি বই পড়তে পড়তে ভোর পাঁচ টা বেজে গেছে আর প্রতিদিনের মতই সকাল ছয় টা থেকে শুরু হয়েছে তা ধিন ধিন তা... যদি আকাশের সবচেয়ে অপছন্দের বিষয় গুলির একটা তালিকা করা যাই তাহলে এই শব্দ টা আসবে সবার প্রথমে। আকাশ মনে মনে বলছে ধুর এই বাড়িতে আর থাকবই না...
Good morning... এই নাও তোমার চা নিজ হাতে বানিয়ে এনেছি।
তুমি আবার চা বানাতে পার নাকি? আমি তো জানতাম তুমি শুধু ধেই ধেই করে নাচতে পার...
আচ্ছা শোন আজ অফিসে যেয়ে দশ তারিখ থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে নিবে।
ছুটি নিয়ে আমি কি করবো তোমার সাথে নাচব?
না আমার সাথে তোমার নাচতে হবে না। ইন্ডিয়াতে আমার একটা পারফমেন্স আছে ওখানে এক্ সপ্তাহ থাকবো তাই তুমি ছুটি নিবে।
বস কে যেয়ে বলব আমার বউ যাচ্ছে নাচতে ছুটি দেন।
ও তোমার যা বলার বল..এখন বল সকাল সকাল তোমার মেজাজ খারাপ কেন?
আমার মেজাজ খারাপ থাকলে তোমার কি?
কি আশ্চর্য তুমি মেজাজ খারাপ করে থাকবে কেন!!!
আচ্ছা তোমার জন্য কি আমি কিছুই পারবনা... সকালে ঘুমাতে পারবনা ঘুম থেকে উঠে......
ও আজ সকালেও ঘুমাতে পার নি তাই না... sorry তুমি আমার নামে ট্রেসপাস টু পারসন কেস করে দিতে পার... আহারে...ঘুমাতেও পারনি......
হাসছ কেন?
আমার হাসি দেখে যেন তোমার রাগ কমে যাই আর মন ভালো হয়ে যাই তাই হাসছি... আচ্ছা উন্নত দেশে কি কথাই কথাই কেস করে দেই।
জানিনা আমি কখনো যাইনি ।
ঠিক আছে তোমার জানা লাগবে না বাথ্ রুমে গরম পানি দেওয়া হইছে গোসল করে নাও মাথা ধরা কমে যাবে আর অফিস থেকে এসে একটু ঘুমিয়ে নিও।
.........
লাইট অফ কর রাত ১২ টা বাজে সকালে উঠতে হবে ড্যান্স ক্লাস আছে ।
ওহ ..... আমি তো ভুলেই গেছি এই বাড়িতে শুধু নাচ হবে আর কিছু হবে না।
আকাশ মাঝ রাতে ঝগড়া করনা প্লীজ।
ঝগড়া করছি না এই নাও তোমার টিকেট।
টিকেট মানে আমরা তো নাচের দলের সাথে যাব তুমি আলাদা করে টিকেট করেছ কেন?
আমি নাচনেওয়ালি না যে তোমার ওই নাচের দলের সাথে যাব।
.....................
রাত ১২ টা বাজে... আজ সন্ধ্যা থেকেই বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ হল ছেড়ে গেছে... অরনি বাইরে বের হয়েই দেখল আকাশ অপেক্ষা করছে।
তুমি বাইরে দাড়িয়ে আছো... ভীতরে দারুন শো হচ্ছিলো দেখতে পারতে।
আমি নাচ দেখি না আমার লজ্জা লাগে।
নাচ দেখার মধ্যে লজ্জার কি আছে...?
ও তুমি বুঝবে না তোমার তো নাচতেই লজ্জা লাগে না সবার সামনে ধেই ধেই করে নাচো...।।
.....................
১২ বছর পর.........
আকাশ সুপার মার্কেট এর পাশ দিয়ে হেটে যাচ্ছে আজ হরতাল হওয়াই মার্কেট একদম ফাকা। মানুষ জনের ভীর একদম নাই। আকাশ একটা দোকানের পাশ দিয়ে যেতেই থেমে গেলো... সেলস ম্যান ও কাস্টোমার কথা বলছে...
ভাই আমার কাছে এতো টাকা সত্যিই নাই থাকলে দিতাম
টাকা না থাকলে কিনেন না... এতো ঝামেলা করেন নাতো ভাই
ভাই এই জিনিসটা আমার খুবই কেনা দরকার... আমি বেশী তো কম বলি নাই আপনারা বলসেন পাঁচ
শো আমি বলেছি চার শো ষাট মাত্র চল্লিশ টাকা কম্ বলেছি
এই কি হইছে রে...
দেখেন না ভাই এইটার দাম পাঁচ শো টাকা উনি চার শো ষাট দিতে চাই।
আচ্ছা দিয়ে দে প্রথম কাস্টমার ফিরাস না।
এক্সকিউজ মি ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি...
জী বলেন...
আপনি এতো দাম দর করে কি কিনলেন?
ভাই একটা ঘুঙুর কিনেছি আমার মেয়ের জন্য।কাল ওর নাচের প্রতিযোগিতা আছে... বিচারক থাকবেন অরনি ম্যাডাম। এতো বড় একজন গুনি শিল্পীর সামনে নাচ করাটা ও কিন্তু কম কথা না। আপনি চিনেন উনাকে?
চিনি... আপনার মেয়ে পড়ে কন ক্লাসে?
ও এবার এস এস সি দিলো। ভাই সাহেব আমার মেয়েটা পড়াশুনাই একদমই ভালো না। প্রতি ক্লাসে সি গ্রেডে পাস করে করে আসছে এবার পরীক্ষাতে ও সি পাবে। কিন্তু ওর শুধু একটা বিষয়ে চরম আগ্রহ আর তা হল নাচ । এস এস সি পরীক্ষার ভিতরেও একদিন ও নাচের ক্লাস মিস দেইনি।
আচ্ছা আপনার মেয়ে যে নাচ করে আপনার খারাপ লাগে না।
খারাপ লাগবে কেন নাচ কি সবার দ্বারা হই আমি আপনি কি নাচ করতে পারব বলেন। যারা নাচ গান করে তারা শিল্পী মানুষ আমাদের সবার চেয়ে আলাদা। শিল্পিরা আমাদের সংস্কৃতির ধারক।
আমাদের সারাদিনের সকল কাজের ফাকে আমাদের একটু বিনদন দেই এই সব গুনি শিল্পীরা।
দোয়া করেন আমার মেয়েটাও যেন অরনি ম্যাডামের মতই বড় হতে পারে।
আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে... মুগ্ধ হয়ে এই লোক টির কথা শুনছে... সত্যি কখনো এভাবে ভাবা হইনি।
...............
অরনি অন্ধকারে সুয়ে আছে... বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে... মাঝ রাতের বৃষ্টি অরনির খুব পছন্দ।
অরনি জেগে আছো...
হুম আছি ভীতরে এসো।
লাইট দিব...
দাও।
তোমার শরীর ভালো আছে। একটা আনুরধ ছিল...
শরীর ভাল আছে কি বল...
তোমার জন্য একটা ঘুঙুর নিয়ে আসেছি... আমাকে নাচ দেখাবে এখন...
অরনি ঠিক বুঝতে পারছে না এখন কি হচ্ছে... ধিরে ধিরে বলল তুমি বস আমি রেডি হয়ে আসছি...।
আকাশ মুগ্ধ চোখে তাকিয়ে আছে...অরনি ছন্দের তালে তালে নাচছে...বাইরে ঝুম বৃষ্টি পড়ছে...।।
............
এতো সকালে তুমি ছাদে... বাচ্চারা তো চলে এসেছে তুমি রেডি হবে না?
না আমি আর কখনো নাচ করবনা।
কেন?
আকাশ আমি অনেক বেশী কনসারভেটিভ পরিবারে জন্মে ছিলাম। বাসাতে নাচ এর কথা বলার সাহস কখনো হয়নি। যখন বাইরে পরাশুনা করতে এসেছি তখন চুরি করে নাচ শিখেছিলাম। নাচ শেখার পর আর নাচের মায়া ছাড়তে পারি নাই। পরিবার ছেড়েছি কিন্তু নাচ ছাড়তে পারিনি।আমার সারা জীবনে একটাই চাওয়া ছিল...
চাওয়াটা কি?
আমাকে কেও অনেক ভালবেসে বলবে... তুমি একটু নাচো আমি দেখি। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমার এই চাওয়া পুরন হবে সেদিন থেকে নাচ ছেড়ে দিব। কাল রাতে আমার চাওয়া পুরন হয়েছে।
অরনি আমি তোমাকে কিছু বলতে পারি...
বল।
তোমার কাছে যে ছোট্ট মেয়েগুলি নাচ শিখতে এসেছে তারাও তোমার মত নাচ কে ভালবাসে। ওরা সবাই তোমার মত বড় হওয়ার স্বপ্ন দেখে।
আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি কখনো উৎসাহ দেই নি এজন্য আমি খুবই দুঃখিত লজ্জিত।
আমি তোমার কোন কাজে উৎসাহ না দিলেও কখনো বাধা দেইনি বা তোমাকে কোন কিছু করতে বাধ্য করিনি।আজ তোমার কাছে আমার একটাই অনুরধ তুমি প্লীজ এই মেয়ে গুলির স্বপ্ন পুরনে ওদের পাশে দাড়াও।
........................
তা ধিন ধিন তা... অরনি তালে তাল মিলিয়ে নাচছে...... ছোট্ট মেয়ে গুলি অরনির সাথে তাল মেলাচ্ছে...
আকাশ মুগ্ধ চোখে তাকিয়ে আছে......মনে মনে বলছে তা ধিন ধিন তা............।।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

আরণ্যক রাখাল বলেছেন: বাহ ভাল লাগল| নাচ নিয়ে গল্প এ ব্লগে খুব একটা আসে না, আমি অন্তত পড়িনি | লিখে যান|শুভ কামনা

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন রাইটারের সাথে পরিচিত হলাম ।

অসাধারণ লিখেছেন , বানানের প্রতি যত্নশীল হওয়ার অনুরোধ থাকবে ।
শুভ কামনা ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

কানিজ ফাতেমা সুলতানা বলেছেন: বাংলা ভালো লিখটে পারিনা। তা্ই ভুল হচছে.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.