নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কানিজ ফাতেমা সুলতানা

Student of ACCA

কানিজ ফাতেমা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩২

বিয়ের এক মাস পরেই আমার চাকরি চলে গেলো...তারপর একবছর হয়ে গেল আর চাকরি পেলাম না। কঠিন অবস্থা... এরপর একদিন আমার স্ত্রী ও আমাকে ছেড়ে চলে গেলো।
আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেলো আপনার খারাপ লাগেনি?
তা একটু খারাপ লেগেছিল কিন্তু ও যা করেছে লজিকালি ঠিক ই আছে আমরা কেও ই কষ্ট পেতে ভালবাসি না সবাই সুখের কথাই ভাবি... তাই আমার সাথে কষ্ট করে না থেকে চলে যাবে এটাই স্বাভাবিক ।
তারপর কি হল...
তারপর ঠিক ১০ দিনের মাথায় নতুন একটা চাকরি পেয়ে গেলাম। নতুন চাকরি পেয়ে তো আমি খুশি... অনেক কিছু ভেবে ফেললাম... ভাবলাম ও অনেক কষ্ট পেয়ে চলে গেছে তাই এখন কিছু ও কে জানাবোনা আগামী মাসের বেতন পেয়ে তারপর জানাবো। কিন্তু তা আর হল না ঠিক ১৫ দিন পরেই আমার ঐ চাকরি টাও চলে গেলো।
এর পর আমাকে একজন বুদ্ধি দিলো ভাইয়া আপনাকে দিয়ে চাকরি হবে না আপনি বিজনেস করেন সবাইকে দিয়ে সব কিছু হয় না।
কথা টা ভালো লাগলো টাকা পয়সা ছাড়া কি বিজনেস করা যাই অনেক ভেবে বের করলাম।
তারপর আগের ঠিকানা বদলে নতুন যায়গাই চলে আসলাম নতুন ভাবে সব কিছু শুরু করলাম ।নতুন বিজনেস ঠিক করতে করতে কখন যে অনেক টা সময় চলে গেছে বুঝতে পারি নাই।
এরপর একদিন ওকে আনতে ওর বাপের বাড়ি গেলাম যেয়ে দেখি ওর আরেক টা বিয়ে হয়ে গেসে। আমাকে ডিভোর্স লেটার পাঠাইছিলো কিন্তু ঠিকানা পালটানোর জন্য আমার হাতে এসে পড়েনি।
আপনি এতদিন খোঁজ নেন নাই কেন?
যে সমস্যার জন্য ও আমাকে ছেড়ে চলে গেছে সেই সমস্যা সমাধান না করে ওর সামনে যাওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না।
এরপর কি হল...
এরপর ওখান থেকে ফিরে এসে একমনে বিজনেস শুরু করলাম এবার আমার বিজনেস এ ধরা দিলো আস্তে আস্তে বিজনেস এক্সপান্ড করতে থাকল...
এখন আমার অনেক বড় বিজনেস ফ্যাক্টরি, স্টোর হাউস ছাড়াও করপরেট অফিস ও আছে।
আমি মোটামোটি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডেভেলপড করেছি কিন্তু টারমিনেশন প্রসিডিউর
টা ডেভেলপ করি নাই।
কেন?
যে যাওয়ার সে যাবেই তাকে টারমিনেট করার দরকার নেই। কারন মানুষের satisfaction না থাকলে সাসটেইন করতে পারে না।
(১-১-২০১৫ ------- কানিজ)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪০

এম এল গনি বলেছেন: আপনার গল্প পরে মনে হলো, বিয়ে জিনিসটা একটা খেলো ব্যাপার |

২| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৫

ফুয়াদ তাহ বলেছেন: ভালো লাগলো নাকি খারাপ লাগলো বুঝতে পারিনি ।

৩| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫১

অাপেল মাহমুদ বলেছেন: চাকুরি না থাকলে বৌ চলে যাবে ? অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।গল্পটা পড়ে মনে পড়ে গেল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.