নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেগে গেলেন তো হেরে গেলেন।

সমালোচক মন্তব্যকারী

পরে বলতে চাচ্ছি।

সমালোচক মন্তব্যকারী › বিস্তারিত পোস্টঃ

যাদের জানা নাই বাথরুম কি ও বার্থরুম স্ট্যাটাস

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩


শৌচাগার হলো পোর্সেলিন অথবা অন্যকোনো ধাতব বস্তু দ্বারা তৈরি এক প্রকার স্বাস্থ্যব্যবস্থা যা মানুষের মলমূত্র ত্যাগ এবং সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। উন্নত দেশগুলোতে বিভিন্ন জাতের পোর্সেলিনের ফ্লাস শৌচাগার বেশি দেখা যায়। (যেমন আমার বন্ধু চাদগাজীর দেশে) পশ্চিমা দেশগুলোতে এক্ষেত্রে আসন ব্যবহৃত হয় যেখানে পূর্ব এশিয়ায় স্কুয়াট শৌচাগারই বহুল প্রচলিত। উন্নত শহরগুলোতে এগুলো পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নালার সাথে যুক্ত থাকে কিন্তু কম উন্নত যেমন গ্রামাঞ্চলগুলোর দিকে এগুলো মলমূত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত সেপটিক ট্যাঙ্কের সাথে যুক্ত থাকে। তাছাড়া গ্রামাঞ্চলগুলোতে পিট পায়খানা এবং কম্পোস্টিং জাতের শৌচাগারগুলো ব্যবহৃত হয়। (যেমন আমার বন্ধু নুরু ভাইয়ের দেশে)। লেখা-ছবি-বাংলা উইকিপিডিয়া

বার্থরুম স্ট্যাটাস-ছবি পুষ্ট করা গেলনা।
ওহে রমণী , যখন তুমি তোমার বার্থরুম থেকে পিক :D
করা মাঞ্জা বাকানো ছবি ফেসবুক এ আপলোড করো , তখন
ডিজলাইক অপশন টার অভাব খুব , খুব অনুভব করি । বাধ্য
হয়ে লাইক বাটন এ ক্লিক করে আবার আনলাইক করা ছাড়া কিছুই
থাকে না । জাহাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

শায়মা বলেছেন: হা হা হা হা ভাইয়া বাথরুম আর বার্থরুম নিয়ে ফেসবুকে ফাতেমা ছবি আপুর স্টাটাস দেখে অনেক হেসেছিলাম । আজ সকালে চাঁদগাজীভাইয়ার পোস্টের কমেন্ট দেখে আর এখন তোমার এই পোস্ট দেখে। হা হা হা হা হা :P

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

সমালোচক মন্তব্যকারী বলেছেন: প্রাত্যহিক জীবনে মানুষ নানা কাজে ব্যস্ততা এবং বিভিন্ন ঘাত-প্রতিঘাতের কারণে ক্লান্ত হয়ে পড়ে। কর্মক্লান্ত মানুষের আত্মিক সজীবতার জন্য প্রয়োজন বিশ্রাম ও নির্মল বিনোদন। ... আনন্দের অনুভূতি মানুষকে প্রশান্তি দেয় এবং মনকে সুস্থ ও সতেজ রাখে। আনন্দ ও চিত্ত বিনোদন মানুষকে জীবন যাপনের ক্ষেত্রে সহায়তা করে।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

Monthu বলেছেন: মহা পাইলাম।।। আপনার লেখার বিষয়বস্তু দেখে

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

সমালোচক মন্তব্যকারী বলেছেন: সম্পর্ক মানুষকে সুখী থাকতে সাহায্য করে৷ যাঁরা সমাজে নানা রকম মানুষের সঙ্গে গভীর সম্পর্ক রেখে চলেন, তাঁরা অন্যদের তুলনায় আরও সুখী ও সুস্থ থাকেন এবং আরও বেশিদিন বাঁচেন৷ বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে নিবিড় সম্পর্ক জীবনে ভালোবাসা ও বেঁচে থাকার অর্থ নিয়ে আসে এবং আত্মবিশ্বাস বাড়ায়

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮

সমালোচক মন্তব্যকারী বলেছেন: আনন্দে থাকার জন্যে খুব বেশী কিছুর প্রয়োজন হয় না, ভালোবাসার মানুষটির সাথে কিছু ভালো সময় কাটানোই সেক্ষেত্রে যথেষ্ট।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

কুঁড়ের_বাদশা বলেছেন: :D

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

সমালোচক মন্তব্যকারী বলেছেন: আমরা প্রত্যেকেই একদিন সুখী হবার স্বপ্ন দেখি। সেই সময় আসা পর্যন্ত আমরা অতিরিক্ত কাজের চাপ নেই,মানসিক দুশ্চিন্তায় থাকি এবং কম সুখী থাকি। কিছু ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে আপনি আপনার দুশ্চিন্তা কমিয়ে আনন্দলোকে চলে যেতে পারেন।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ব্যাপক বিনোদনে তথ্যযুক্ত লেখা
পড়ে আনন্দের সাথে জ্ঞ্যান অর্জন করলুম :)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

সমালোচক মন্তব্যকারী বলেছেন: আমরা সবসময়ই একটি আনদদায়ক জীবন আশা করি যা আমাদের জীবনকে আরো অর্থবহ করে তুলবে। এই জীবন ইতিবাচক এবং ভালো লাগার শক্তি তৈরী করে, এবং আমাদেরকে অনুপ্রানিত করে ভবিষৎতের দিকে উচ্চ্ আশা নিয়ে তাকিয়ে থাকতে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

সমালোচক মন্তব্যকারী বলেছেন: শায়মা বলেছেন: ভাইয়া তানজীর আহমেদ সিয়ামভাইয়া ....

তোমার প্রপিক দেখে চিন্তায় পড়লাম! তুমি কি চোরাবালিতে ডুবে যাবার প্রাক্কালে এই ছবি তুলেছিলে!!!!!!!!! #:-S

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

শায়মা বলেছেন: ভাইয়া তানজীর আহমেদ সিয়ামভাইয়া ....

তোমার প্রপিক দেখে চিন্তায় পড়লাম! তুমি কি চোরাবালিতে ডুবে যাবার প্রাক্কালে এই ছবি তুলেছিলে!!!!!!!!! #:-S



:P

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

সমালোচক মন্তব্যকারী বলেছেন: চোরাবালির নিরব আগমন
প্রত্যাশিত কষ্টের নির্গমন
কারও সুখ বিলাসে অর্থহীন
নিজের অজান্তেই বিভীষিকা।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

কুঁড়ের_বাদশা বলেছেন:

মেরা জুতা হে জাপানি, ইয়ে পাগলু নিনুস্তানি!! সারপে লাল ,,টুপি কালা পির্বি দিলহে বাংলা দেশি!! মেরা জুতাহে জাপানি

চাঁদগাজী নানার কন্ঠেে এ গান শুনার ইচ্ছা আছে। :-B

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

সমালোচক মন্তব্যকারী বলেছেন: গুলিস্তানের মলম-বিক্রেতারা একসময় মলম বিক্রি বন্ধ করে জুতা মারার কাহিনি নিয়ে পুস্তিকা ছাপিয়ে মাইকিং করে বিক্রি করেছিলেন। তাঁদের বিনিয়োগ বৃথা যায়নি। তাঁদের ক্যানভাসিংয়ের ভাষা ছিল অনেকটা এ রকম: এই বইটি পড়লে আপনি জানতে পারবেন—
কে বুশকে জুতা মেরেছিল,
কয়টি জুতা মেরেছিল।
কত নম্বর জুতা মেরেছিল।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০ ০

লেখক বলেছেন: চোরাবালির নিরব আগমন
প্রত্যাশিত কষ্টের নির্গমন
কারও সুখ বিলাসে অর্থহীন
নিজের অজান্তেই বিভীষিকা।


সার সংক্ষেপ- কারো পৌষ মাস কারো সর্বনাশ!!! :)

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

সমালোচক মন্তব্যকারী বলেছেন: (রবি ঠাকুর)
প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস–
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।।
এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় বাটে ঘাটে হাজার লোকের হাস্য-পরিহাস–
মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ।।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

হাবিব বলেছেন: সাধু সাবধান........ আপাতত বাথরুমে যাচ্ছি না

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০

সমালোচক মন্তব্যকারী বলেছেন: নির্জন এলাকায় মলত্যাগ করার বিপত্তি ও চীন-জাপান রক্তক্ষয়ী যুদ্ধ....

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: হায় কপাল।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

সমালোচক মন্তব্যকারী বলেছেন: রেল স্টেশনে বাথরুমের দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে বিহারের পাটনা রেল স্টেশনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বীরবাহাদুর সিং(৭২)। হুগলি সংশোধনাগার সংলগ্ন হুগলি ঘাট এলাকার বাসিন্দা এই বৃদ্ধ।

বীরবাহাদুরের নাতি রাহুল সিং জানিয়েছেন, সোমবার রাতে দেশের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরেছিলেন তাঁর দাদু। মঙ্গলবার সকালে পাটনা পৌঁছোয় ট্রেন। সেই সময় স্টেশনের বাথরুম ব্যবহার করতে গেলেই ঘটে বিপত্তি। আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে বাথরুমের দেওয়াল। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। জানা গিয়েছে, বীরবাহাদুর সিং হুগলি সংশোধনাগারের প্রাক্তন কারারক্ষী ছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে পাটনার উদ্দেশে রওনা হয়েছেন বীরবাহাদুরের পরিবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.