![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্দার নামে আজকাল অনেক স্টাইল চলছে। হিজাব বা বোরকার নাম দিয়ে নানা প্রকার নতুন নতুন কথিত স্টাইল বের করেছে।
পর্দার আরবী প্রতিশব্দ হচ্ছে হিজাব। এর শাব্দিক অর্থ প্রতিহত করা, বাধাদান করা, গোপন করা, আড়াল করা, ঢেকে রাখা ইত্যাদি। ইসলামী পরিভাষায় প্রাপ্তবয়স্ক মেয়েদের 'গাইর মাহরাম' (যার সঙ্গে বিবাহ বৈধ) পুরুষ থেকে প্রকাশ অত্যাবশ্যক অঙ্গ ছাড়া পা হতে মাথা পর্যন্ত ঢেকে রাখাকে হিজাব বা পর্দা বলে।
পর্দার নামে ফ্যাশন করা বৈধ নয়. পর্দা নারী-পুরুষ উভয়ের উপর ফরজ,যেমন ফরজ নামাজ,রোজা,হজ্ব এবং যাকাত। তবে হজ্বের জন্য থাকতে হবে সামর্থ আর যাকাতের জন্য নেসাবের মালিক হওয়া শর্ত। কিন্তু পর্দা কোন প্রকার বিশ্লেষন ব্যতিরেকে ধনী-গরীব,যুবক-যুবতী,বৃদ্ধ-বৃদ্ধা সকলের উপর ফরজ। নারী পরপুরুষ থেকে এবং পুরুষ পরনারী থেকে পর্দা করতে হবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯
সমালোচক মন্তব্যকারী বলেছেন: জি ধন্যবাদ
২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
ঢাবিয়ান বলেছেন: আপনি কি ধরনের পর্দা করেন, সেইটা একটু লিখেন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৯
সমালোচক মন্তব্যকারী বলেছেন: ঠিক আছে
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অল্প কথায় চমৎকার লিখেছেন।আল্লাহ আপনাকে যাজা ও খায়ের দান করুক।আল্লাহুম্মা আমীন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩
সমালোচক মন্তব্যকারী বলেছেন: আমীন
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
রাজীব নুর বলেছেন: যুগের সাথে তাল মিলিয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩
সমালোচক মন্তব্যকারী বলেছেন: সবক্ষেত্রে কি?
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নারী ও পুরুষের জন্য পর্দা পালন করা সমভাবে প্রযোজ্য।
পুরুষের পর্দায় নিরাপদ থাকবে নারী ইসলাম ধর্মে নারী ও পুরুষ উভয়ের ওপর ধর্মীয় বিধানাবলি পালনের বাধ্যবাধকতা রয়েছে। শারীরিক গঠন ও বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নারীর ক্ষেত্রে অবশ্যপালনীয় বিধানাবলি কোনো কোনো সময় শিথিলযোগ্য। এ ছাড়া সর্বদা নারী ও পুরুষ উভয়কেই ইসলামের নিময়কানুন মেনে চলতে হবে এমনটি সত্য। যদি কোনো নারী অথবা পুরুষ ওই বিধানাবলি লঙ্ঘন করে, তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে, যা স্পষ্ট করে আল-কোরআনে বলা হয়েছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৫
সমালোচক মন্তব্যকারী বলেছেন: সুন্দর মনতোববো
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
উম্মু আবদুল্লাহ বলেছেন: এইসব নিয়ে খুব একটা লাভ নেই। বিশ্বাস যখন দুর্বল হয় তখন অনেকেই অনেক কিছু করে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৫
সমালোচক মন্তব্যকারী বলেছেন: ঠিক কথা
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮
নাহিদ০৯ বলেছেন: পর্দা সম্পর্কিত যে কোন পোস্ট এই কাউন্টার যুক্তি হিসেবে পুরুষের পর্দার কথা আসে। নারীদের আপাদমস্তক আর পুরুষদের কমপক্ষে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা আবশ্যক।
সৃষ্টিগত কারণে পোশাকের পর্দার ক্ষেত্রে নারীদের প্রতি ইসলাম কঠোর নির্দেশ দিয়েছে বটে, কিন্তু দৃষ্টিগত ও হূদয়গত পর্দায় পুরুষদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬
সমালোচক মন্তব্যকারী বলেছেন: সুন্দর মনতোববো
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১১
নীল আকাশ বলেছেন: পর্দা প্রথা নিয়ে আপনি আরও বিস্তারিত ভাবে লিখুন।
ফেসবুকে আজকাল এই সব ভন্ড পর্দার জয়জয়কার। মেয়েদের ইসলাম সম্পর্কে জানা একেবার নিন্মপর্যায়ে চলে গেছে। আপনাকে আমি অনুরোধ করব আরও চমৎকার করে বিস্তারিত ভাবে ইসলামের দৃস্টিতে পর্দা এবং এখন যেসব আজেবাজে কাজ চলছে সেইগুলি তুলে ধরুন ছবি সহ।
নিশ্চয় আল্লাহ সৎপথে যারা চলেন তাদের সাথেই থাকেন।
ধন্যবাদ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৮
সমালোচক মন্তব্যকারী বলেছেন: ইনসাআললাহুতালা
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৩
নজসু বলেছেন:
ধন্যবাদ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০
সমালোচক মন্তব্যকারী বলেছেন: ধন্যবাদ
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০
সমালোচক মন্তব্যকারী বলেছেন: ধন্যবাদ
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১
এস এম ইসমাঈল বলেছেন: খুব সময় উপযোগী একটা পোষ্ট এর জন্য ধন্যবাদ। আরো বেশী করে লিখুন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১
সমালোচক মন্তব্যকারী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭
নতুন-আলো বলেছেন: আপনি এই বিষয় নিয়ে আরো লিখুন।