![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI
ছবির বালকটির নাম বেলাল।
বাংলাদেশী এই সাহসী বালকটি গতকাল এভাবেই নিজ জীবন বাজী রেখে পানিতে ডুবে যাওয়া এক হরিণ শাবককে বাঁচিয়ে এনে তার পরিবারের নিকট ফিরিয়ে দিয়েছে। ব্রিটেনের Daily Mail পত্রিকায় আজ এই সাহসী বালকের খবরটি ছবিসহ প্রকাশিত হয়েছে। যেই রিপোর্টটি এ পর্যন্ত প্রায় ২৯.০০০ বারের মতো শেয়ার হয়েছে শুধুমাত্র ডেইলি মেইল পত্রিকা থেকেই।
কি? খবরটি শুনে ভালো লাগছে আপনার?? আমারও খুব ভালো লেগেছে। আর ভালো লাগবেই বা না কেন?
প্রতিদিন এতো এতো মৃত্যুর খবরের ভীরে এই হরিণ শাবকের বেঁচে যাওয়ার খবরটি নিঃসন্দেহে আমাদের নিকট একটি ভালো খবর। যে খবরটি স্বাভাবিকতই সবার মনকে আনন্দিত করে তুলতে বাধ্য।
আসুন তাইলে, এই হরিণ শাবকের বেঁচে যাওয়ার আনন্দের মাঝে থাকতে থাকতে আমরা আরেকটু বেশী আনন্দের কথা কল্পনা করি।
"কেউ একজন নিজের জীবন বাজী রেখে একটা হরিণ শাবককে বাঁচাতে পারছে দেখে আজকে আমাদের মনে একটু হলেও খুশি লেগেছে, খারাপ হয়ে থাকা মনটা একটু হলেও ভালো হয়েছে। তাইলে ভাবতে পারেন, এ দেশে প্রতিনিয়ত বিনা বিচারে হত্যা হওয়া মানুষ গুলোকে যদি আমরা সম্মিলিতভাবে জীবন বাজী রেখে বাঁচাতে পারতাম, তাইলে আমাদের সবার মনটা আজ কতোটা ভালো থাকতো!! কতোটা আনন্দে থাকতাম, কতোটা সুখী থাকতাম আজ আমরা!!"
যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কখনো সম্ভব নয়।
সেহেতু আসুন কিছুক্ষন একথা ভেবে আমরা নিজেদের কল্পনায় একটুখানি সুখ খুঁজি!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
কাঠুরে বলেছেন: চলতে ফিরতে উঠতে বসতে মাঝে মাঝে যেই সুন্দর স্বাধীন বাংলাদেশটাকে আমাদের কল্পনায় দেখি। হয়তো সেই বাংলাদেশটা পেতাম আমরা।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০
পথহারা নাবিক বলেছেন: এই ছোট্ট শিশুর কাছ থেকে মানবতা শিখলাম!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬
কাঠুরে বলেছেন: সত্যিই, হিসেবটা পাল্টে গেলো। যেখানে এই ছোট্ট বালকটিকে আমাদের পথ দেখানোর কথা ছিল, সেখানে এই ছোট্ট বালকটিই চোখে আঙ্গুল দিয়ে আমাদের পথ দেখিয়ে দিলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪
এম এ কাশেম বলেছেন: ইস্ , আমরা যদি সবাই এই দুর্দান্ত বালকের মতো জীবন বাজী রেখে
মানুষ বাঁচানোর সংগ্রামে ঝাপিয়ে পরতে পারতাম..................
তবে কেমন হতো........।