নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁউটাল

কাঁউটাল

কাঁউটাল › বিস্তারিত পোস্টঃ

"যুদ্ধের প্রস্তুতি" শুনলেই কার গায়ে আগুন লাগে? একটু ভেবে দেখুন...

০১ লা মে, ২০২৫ সকাল ১০:৫১

ইউনুস স্যারের "যুদ্ধের প্রস্তুতি" কথাটা যেন হঠাৎ করে অনেকের গলায় কাঁটা হয়ে উঠেছে। উচ্চারণমাত্রই কিছু চেনা মুখ অস্বস্তিতে পড়ে গেছে। এরা ভদ্র সুরে পাশ কাটিয়ে যেতে চাচ্ছে, কেউ বিরক্ত হয়ে বলছে এটা ঠিক শব্দচয়ন হয়নি, কেউ আবার নীতিকথা বলে প্রসঙ্গ ঘুরিয়ে দিচ্ছে। অথচ এর পেছনে একটা গভীর অস্বস্তির উৎস লুকিয়ে আছে, যেটা শুধু শব্দে নয়, স্পর্শ করছে তাদের মুখোশ।

কারা এই অস্বস্তিতে ভোগা লোকগুলো? কারা এই কথাটাকে শুনেই আঁতকে উঠছে? একটু গভীরে তাকালেই দেখা যায়, এরা সেই চেনা গোষ্ঠী যারা ভঁড়ৎ এর দালালি করে অভ্যস্ত। এদের কাজই হচ্ছে বাইরের শক্তির পক্ষে অবস্থান নেওয়া, দেশের স্বার্থকে গৌণ করে তোলা। এতদিন ধরে এরা নিজেদের সাজিয়ে রেখেছিল “শান্তিপ্রিয়”, “উন্নয়নবান্ধব”, “দূরদর্শী” তকমায়, কিন্তু যুদ্ধের প্রস্তুতির মতো বাস্তব একটা কথা এলেই সব সাজগোজ খুলে যাচ্ছে।

এরা চায় না কেউ যুদ্ধ বা সংকটের প্রস্তুতির কথা বলুক। কারণ প্রস্তুতির কথা উঠলে প্রশ্ন উঠে যায়, যে শত্রুর মুখোমুখি হতে হবে, সে কে? এতদিন কি আমরা চোখ বুজে ছিলাম? তাহলে এত উন্নয়ন, এত কূটনীতি, এত চুক্তি সব কোথায় গেল? তখনই বোঝা যায়, যারা এতদিন জাতিকে ঘুম পাড়িয়ে রেখেছিল, তারাই এখন ঘুম ভাঙার শব্দে ভয় পাচ্ছে।

তাদের সাড়া-প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়, তারা আলোচনার দিক ঘোরাতে চায়। কেউ অর্থনীতি তুলে আনে, কেউ বলে মানবতা, কেউ ইতিহাস টেনে এনে বলে “আমরা তো অহিংস জাতি”, যেন অহিংসা মানেই চোখ বন্ধ করে থাকা। যেন “প্রস্তুতি” শব্দটাই অশোভন, যেন বাস্তবতা অস্বীকার করলেই সমস্যাগুলো আপনাআপনি গায়েব হয়ে যাবে।

কিন্তু মানুষ বুঝে গেছে, যুদ্ধ মানে শুধুই গোলাবারুদের লড়াই না। যুদ্ধ হয় তথ্যের ভিতরে, মনের ভিতরে, মিডিয়ার ভিতরে। আর এইসব জায়গায় যারা বছরের পর বছর দখল করে বসে ছিল, তারা জানে, জাতি যদি একবার জেগে উঠে প্রশ্ন করতে শুরু করে, তাহলে তারা আর রক্ষা পাবে না। যুদ্ধের প্রস্তুতি মানে নিজের পায়ে দাঁড়ানো, চোখে চোখ রাখা, নিজেকে নির্ভরযোগ্য করে তোলা। আর এই আত্মনির্ভরতা, এই জেগে ওঠা, এই চেতনার আগুনই তাদের পোড়াচ্ছে।

এদের ভয়, এদের অস্বস্তি, আসলে সেই মুখোশ-খসার আতঙ্ক। এরা জানে, সত্য সামনে এলে, এদের আসল পরিচয় ফাঁস হয়ে যাবে। যারা এতদিন পর্দার আড়ালে দালালি করেছে, তারা এখন আলোয় আসতে ভয় পাচ্ছে। যুদ্ধ চাই না কেউ, কিন্তু যুদ্ধ আসবে কিনা সেটা শত্রু ঠিক করে, আমরা না। আর তাই প্রস্তুতির কথা বলাটা দায়িত্ব, অগ্রাধিকার, অপরিহার্য।

সত্য বলার সময় এসেছে। ভয় পাওয়ার কিছু নেই। যারা "যুদ্ধের প্রস্তুতি" শুনে চুপ করাতে চায়, তারা আসলে চায় না আপনি জানুন। তারা চায় না আপনি জেগে উঠুন। তারা চায়, আপনি আগের মতোই চোখ বুজে থাকুন, আর তারা সুযোগে নিজেদের খেলা চালিয়ে যাক। কিন্তু এই দেশ এখন আর ঘুমোচ্ছে না। এখন প্রশ্ন হবে, জবাব চাওয়া হবে, মুখোশ খুলবে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.