![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন হল তোমার কোন ম্যাসেজ আমার কাছে আসে না। তুমি কোনদিন একটা কল দিয়েও জিজ্ঞেস কর না যে কেমন আছি! জানি না কেন সবকিছু স্বপ্নের মত মিলিয়ে গেল।
ভালবাসা মানুষকে যেমন অন্ধ করে ফেলে, তেমনি অনেক সময় অনেকের চোখের পর্দা খোলে ফেলে উজ্জ্বল বাস্তবতাকে দেখতে সাহায্য করে। মাঝে নিজেকে কেনো জানি মেহেদী পাতার মত মনে হয়, কিন্তু তাও হতে পারি নি। কারণ, সবাই জানে মেহদী পাতার সবুজের মাঝে আছে রক্তাক্ত উজ্জ্বল লাল রঙ। জাতি হিসাবে মানুষ হয়ে জান্মেছি, তাই কেউ আমার ভেতরের সেই রক্তাক্ত পিণ্ডটাকে দেখেনা বা অনুভব করে না। আজও গভীর রাতে আমার পিণ্ড চাপা ব্যথা দিয়ে যায়, মনে করিয়ে দেয় তোমার কথা। জানি না তুমি কেন এসেছিলে আমার মাঝে! কিন্তু চলে গলে হয়তো আমার ভুলে অথবা আমার অদক্ষতায় দুঃখী হয়ে। আজও মনে হয় আমার মন অপেক্ষায় আছে, তোমার ফিরে আসার। কিন্তু জানি, তুমি আসবে না! তোমার সাথে আমাকে মানাবে, তোমার যোগ্যতার কাছে আমি তুচ্ছ।
দোয়া করি ভাল থেকো। যোগ্য, সৎ ও ভাল মানুষকে তোমার সঙী হিসাবে পাও। যে তোমাকে ভালবাসবে, সুখে রাখবে শেষদিন পর্যন্ত।
©somewhere in net ltd.