![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের আকাশে আজ আধারের ঘনঘটা,বুকের ভেতরে তোমাকে না পাওয়ার হাহাকার||||
এই তুমি,শুনছো?তোমাকেই বলছি||তোমার কথাতে এমন কি আছে যা আমার মনের মধ্যে সর্বদা এক অন্যরকম অনুভূতির ঢেউ খেলে যায়?আমার দৃষ্টিতে কেনো তুমি সাধারণের মাঝেও অসাধারণ?আমার চিন্তাচেতনায় কেনো শুধু তোমারই পদচারণা?হয়তবা তুমি, সাথে তুমার মৃদু হাসিতে বলেই ফেলবে ,"আরে বোকা ,প্রত্যেকটা মানুষের কাছেই তো তার প্রিয়মানুষটা সারাক্ষন বিচরণ করে"|আমি হয়তবা তখন বলেই ফেলব "তোমারও কি আমায় এভাবেই মনে পড়ে " |উত্তরটা হয়তবা তুমি মুখে দিবে না তবে তোমার হাসির মধ্যেই লুকিয়ে থাকবে অব্যক্ত কিছু কথা|আমি পড়ে নিব সেই কথাগুলো|
©somewhere in net ltd.