নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবন্ধ ও ফিচার লেখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। পাশাপাশি গল্প, অনুবাদ, কবিতা ও রম্য লেখি। আমি আশাবাদী মানুষ।
ইদানিং আর সিনেমা দেখি না; পাক্কা সাড়ে তিন সাল হবে গুনে গুনে
তাহলে কল্পনা-আল্পনায় আঁকা মডেল কিংবা নায়িকার সাথে সাক্ষাৎ?
সে-তো হয় রাত-ভোরে মোবাইল, গুগল, ট্যাবে কিংবা ঝকঝকে পিসিতে।
শুধু কি তাই? চাইলে মনের হাউস মিটাই সিনেমার পর্দার চেয়েও
ঢের ঢের বেশি নীল-হলুদ এইচডি টাচ মোবাইলের লক মারা গুদামে।
এই তো গত তিনদিন আগে ইমোতে দেখা সুইটির সাথে, রাত্রি দুপুরে
সরাসরি। কি ফ্যাশন রে বাবা! সেকি চিকনা ফিগার! একদম খোলামেলা;
গভীর চাহনী, পাতলা ঠোঁট, সুরেলা কণ্ঠ, বাঁশির নাসিকা, ঘন কালো চুল?
এগুলো দেখার সময়, আগ্রহ একদম নেই। ধৈর্য; চুলোয় গেছে, ক-বে!
ডাইরেক্ট চাঁদেরদেশে, গোয়েন্দা ক্যামেরার লেন্স ঘুরেছে ২৪/৭ বিরতিহীন।
পাক্কা দুই দিন থেকে ঘোরের মধ্যে আছি একদম নেশা ধরা, আত্মহারা
ফুটপাতের সবচেয়ে চকচকে ফরাসি সেন্টের মৌ মৌ গন্ধমাখা গে-রা-নে।
বাতচিত; উচিৎ-অনুচিৎ! অনেক হয়েছে বলেছি-শুনেছি ভোরকে সন্ধা করে;
কি চমৎকার বাংলা বলে; একদম কম্পুটারের কার্টুনের মত নেশা ধরা মুডে
ইংলিশ-বাংলিশের ছড়াছড়ি; বেবি-হাবি, জানু-মনু স-ব, কী নেই তাতে?
মনে হয় সে মেরিকায় জন্ম নেওয়া বাংলার প্রফেসর, জন্ম-টন্ম-কর্ম ওখানে।
ভূমিকা থেকে উপসংহার প্রথম দিনেই শেষ; ইশারা-ইঙ্গিত সহ, খোলাখুলি।
চাষ-বাসের বিষয়টিও বাদ রাখিনি বুঝাতে, রাখঢাক করিনি খুব একটা;
এবার কিন্তু দেখা হওয়ার পালা; তি-ন-দি-ন কাটলো শুধুই ফাও, আর কত?
দু'জনেই একই শহরের হাওয়ায় বেড়ে উঠা ক্রিকেট বোদ্ধা, অভিজ্ঞতা টাসা।
দু'জনেই ইন্টারে পড়া আধুনিক মন-প্যাশনের বৈঠাওয়ালা; স্বাধীন মৌমাছি।
শুধু ডিসিশন নিতে হবে; ক্লাসের ফাঁকে, টিউশনির আড়ালে নাকি?........
সময়-সুযোগে কোথায়? কখন? কবে? তবে এটা অবশ্য কোন ব্যাপার না;
কোন পার্ক, লেক কিংবা সস্তা রেস্তোরায়; নাকি পাল তোলা নৌকায়?
বড্ড সেকেলে-ওল্ড ফ্যাশন এগুলো। মোবাইলের স্ক্রিনের সাদৃশ্য চরম
টাচা-টাচির জামানা বলে কথা! শুকনো চিড়ায় হার্টের পীড়া কী কভু ঘুচে?
উপায় একটা হবেই; আজ কিংবা কালকের মধ্যে কড়া রোদ-ঝড়-তুফানে
নেটওয়ার্কের বাইরে, নিতু ভাবীর ফ্লাট, রিসোর্ট বা নির্জন কোন মোটেলে।
ফটো ক্রেডিট,
গুগল।
চাইলে পড়তে পারেন-
আমার সবচেয়ে পঠিত পোস্ট।
সবচেয়ে লাইকপ্রাপ্ত গল্প-ধূমকেতু
ধর্ষণ ও ধর্ষক (বাংলাদেশ/বহির্বিশ্ব)
অনুবাদ গল্প-(দি নেকলেস)
দি গিফট অফ দ্যা ম্যাজাই
গল্প লেখার সহজ পাঠ
সবচেয়ে পঠিত প্রবন্ধ।
আধুনিক কবিতার পাঠ (সমালোচনা)
আলোচিত ফিচার 'দি লাঞ্চিয়ন'।
ব্রিটেনের প্রবাস জীবন- স্মৃতিকথা।
সবচেয়ে পঠিত গল্প।
ছবি ব্লগ (লন্ডনের ডায়েরি-১)।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬
কাওসার চৌধুরী বলেছেন:
হুম। ঠিকই বলেছেন প্রিয় আরোগ্য ভাই। আমি যে টুকটাক কবিতা লিখি তা ব্লগে কেউ জানতো না। শেষমেষ একখান অ-কবিতা পোস্ট করলাম। টাচস্ক্রিনের বাহারি ব্যবহার নিয়ে একটু ইঙ্গিত দিয়েছি কবিতায়! বইমেলায় আসবেন, কিন্তু। না আসলে পুরান ঢাকার বাড়িতে গিয়ে উঠবো।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০১
পদাতিক চৌধুরি বলেছেন: হে গুরুদেব !! আপনি কবিতা লিখে ফেললেন ! সাব্বাস!! গুরুদেবের জয় হোক । স্ক্রীন চলতে থাকুক ...
শুধু একটু হৃদয়ের স্ক্রিনেই যে আকুলতা রয়ে গেল । হে হে হে ......
তবে কবিতার উপরে গুরুদেবের ব্যস্ততার ছাপ স্পষ্ট। ভক্তকুলকে অভুক্ত না রাখতেই এই প্রয়াস বলে আমার দৃঢ় বিশ্বাস।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় গুরুদেবকে।
১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১
কাওসার চৌধুরী বলেছেন:
গুরুজি,
সালাম রইলো। গত কিছুদিন থেকে পারিবারিক একটি প্রোগ্রাম ছিল; পাশাপাশি নিজের কাজ, অফিস তো আছেই। এছাড়া আসছে বই মেলার জন্য গল্পের বইটির প্রুফ দেখা, প্রচ্ছদ ঠিকঠাক করা, প্রকাশনীর সাথে কথা বলা ইত্যাদি নিয়ে টেনশনে ছিলাম। তবে আপনি তো আমার আত্মার আত্মীয়। ভুলিনাই, ভুলবো না কখনো। আজকের লেখা কবিতা নিয়ে কি আর বলবো; হঠাৎ ভাবনা থেকেই লেখা। মূলত, এ যুগের সস্তা প্রেম ভালবাসা নিয়েই কিছু একটা বলার চেষ্টা করেছি। এগুলো এখন বড্ড ফিজিক্যাল হয় উঠছে। মন কিংবা পরিচিত হওয়ার সময়-ধৈর্য এখন খুব কম। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও দায়ী।
আমি গদ্য কবিতা লেখতে পছন্দ করি; আমার মতো করে। আপনার গত পর্বের লেখাটি পড়েছি। একটু সময় নিয়ে গুছিয়ে কমেন্ট করবো। একুশে বই মেলায় ভাইকে আমন্ত্রণ রইলো। ভাল থাকুন, প্রিয় গুরুজি।
শুভ রাত্রি।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: বাস্তবতার কবিতা.....
সমাজের নৈতিকতার স্খলনের প্রতিচ্ছবি......
ভালো লেগেছে....
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬
কাওসার চৌধুরী বলেছেন:
আর্কিওপটেরিক্স ভাই, কেমন আছেন? আসলে বিষয়গুলো বড্ড পীড়া দেয়। চারিপাশে যখন চোখ যায় শুধু আধুনিকতার নামে অনেক কিছু দেখতে পাই। এতে সমাজ চরম ক্ষতিগ্রস্থ হয়। কালচার-সংস্কৃতিতে মরিচা পড়ে। নতুন প্রজন্ম ইন্টারনেট আর সামাজিক নেটওয়ার্কের চিপায় পড়ে গোল্লায় যাচ্ছে।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩
প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮
কাওসার চৌধুরী বলেছেন:
প্রিয় ছড়াকর যে! অনেক ভাল লাগলো আপনার কমেন্ট পেয়ে। ভাল থাকুন সব সময়। দেখা হবে বই মেলায়।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫
মুক্তা নীল বলেছেন: ভাই, শুভ সকাল।
দারুণ মজার সমসাময়িক প্রেমের কবিতা। প্রথমেই ভালো লেগেছে সুইটি নামটার জন্য। বড্ড সেকেলের প্রেমে পার্ক, লেকের পারে,
সস্তা রেস্তোরাঁয়, পালতোলা নৌকায়,,, দারুণ আবেগ দিয়ে বিশ্লেষণ দিয়েছেন।
বেবী হাবি, জানু মনু সম্মোধন ইন্টারে পড়ার সময় ই ঘটে।
শুকনো চিড়ায় পীড়া কমে না, কমে নীতু ভাবির ফ্ল্যাট অথবা মোটেলে। সূক্ষ ভাবেই উপস্থাপন করেছেন।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
কাওসার চৌধুরী বলেছেন:
কেমন আছেন, আপুনি? চমৎকার একটি মন্তব্য করেছেন। মনোযোগ দিয়ে কবিতাটি পড়েছেন বলে এত সুন্দর করে কমেন্ট করতে পেরেছেন। আধুনিকতার নামে নোংরামী, বাংলা কথা বলতে ইংলিশ উচ্চারণ, স্মার্টনেসের নামে একদম খোলামেলা, দিনকে রাত করে ফোনে কথা বলা, ইন্টারনেটের অপব্যবহার ইত্যাদি বিষয়গুলো নতুন প্রজন্মকে ভুল পথে নিয়ে যাচ্ছে। এজন্য রাষ্ট্র, পরিবার ও সমাজকে আরো সচেতন হওয়া জরুরী।
৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪
হাবিব বলেছেন: কবি ও কবিতার জয় হোক+++
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯
কাওসার চৌধুরী বলেছেন:
ধন্যবাদ, প্রিয় হাবিব ভাই; শুভ কামনা রইলো আপনার জন্য। দেখা হবে বই মেলায়।
৭| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: টাচস্ক্রিন (কবিতা)
লিখেছেন কাওসার চৌধুরী!!!!!
উরিব্বাস!
জান আমার কবিতাও লিখতে পারে!!!!
পড়লাম, লাইকও দিলাম। ভালোই লুল টাইপ।
মনে হয় সে মেরিকায় জন্ম নেওয়া বাংলার প্রফেসর, জন্ম-টন্ম-কর্ম ওখানে।
মনে হয় সে মেরিকায়? না মনে হয় সে আমেরিকায়?
পুনশ্চঃ আমি এখন ভদ্র ছেলে।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫
কাওসার চৌধুরী বলেছেন:
জানু ! কই তুমি?
এতো প্রফাইল পিক চেঞ্জ কর ক্যান!! মুই কিন্তু চুপি চুপি কবিতাও লিখি !! মেরিকা মানে আমেরিকা; এটাও বলে দিতে হয়? মূলত, নতুন প্রজন্মের আংলিশ কিসিমের বাংলিশ উচ্চারণকে ব্যঙ্গ করতেই এভাবে বলা। আফনে ভদ্র হইয়েন না। মুই কিন্তু আগের দুষ্ট পোলাকে চা-ই, চাই!! বই মেলায় আসবেন কিন্তু।
৮| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
একেবারে আধুনিক কবিতা।
সবকিছু উঠে এসেছে বাদ নেই কিছু
কবি নিয়েছে সময়েরে পিছু।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫
কাওসার চৌধুরী বলেছেন:
কেমন আছেন, মাইদুল ভাই? কবিতা আধুনিক কিনা জানি না; তবে ইন্টারে পড়া ছেলে মেয়েদের আচরণে মারাত্মকভাবে পশ্চিমা প্রভাব পড়েছে। ইন্টারনেটের সেন্সরশীপ না করলে তরুণ ও যুব সমাজে এর বিরূপ প্রভাব পড়বে। আমি কবি নই; লিখেছি মনের খেয়ালে শুধু।
৯| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে ওরে ওরে
কেউ আমারে ধরো!!!!!!!!!!
কাওছার ভায়া তলে তলে এত্ত
২৪/৭ লেন্সের ঘোরাঘুরি
লাল নীল এইচডি
নীতু ভাবির ফ্লাট!!!!! সারছে!
যাক লিটন ভায়া মুক্তি পেল আপাতত
হা হা হা
দারুন উত্তরাধুনিক কবিতা বলবো না সময়ের প্রয়োজন!
এক্কবোরে এইটিন প্লাস কাব্য বটে! অবশ্য কবিরা কেউইতো আর অপ্রাপ্তবয়স্ক নন!
চলে, চলুক
অনেক ভাললাগা রইল
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৩
কাওসার চৌধুরী বলেছেন:
বিদ্রোহী কবিগুরু,
মোর অ-কবিতাখানি পড়িয়া এতো চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ। যে কবির কবিতা পড়ার জন্য সব সময় উদগ্রীব হই তিনিই আজ এই পাড়াগাঁয়ের অতিথি। কৃতজ্ঞতা রইলো, গুরু। ২৪/৭-লাল/নীল আর নীতু ভাবীর ফ্লাট এ যুগের তরুণদের বাস্তব চিত্র। আধুনিকতার নামে সমাজে এর প্রভাব পড়ছে খুব। লিটন ভায়া এখন নিজের ফ্লাট ভাড়া দিয়ে অন্য কোন রিসোর্টে ঘুরতে গেছে; এজন্য খালি ছিল না !!
কবিতাখানি কি অতিরিক্ত মাপের আধুনিক হইয়া গেল, কবি?!?
হুম, মুই কিন্তু এইটটিন পেলাস সেই ইমোর (imo) জন্ম সালেরও আগে থেকে !! চলুক গাড়ি, লাগলে বাড়ি কিন্তু.........!!
১০| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫
তারেক ফাহিম বলেছেন: টার্চ স্কিনের প্রতিচ্ছবি।
কাউছার ভাই কবিতাও লিখেন, ভালোই।
শেষে একেবারে নীতু ভাবির ফ্ল্যাটও বাদ পড়েনি
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৬
কাওসার চৌধুরী বলেছেন:
তারেক ভাই, কিযে বলেন? এটা কবিতা নয়; মনের খেয়াল থেকে কবিতার মত করে লেখা কিছু একটা। আধুনিকতার নামে আমাদের তরুণরা বিপথগামী হচ্ছে প্রতিনিয়ত। ইন্টারনেটের খারাপ প্রভাব পড়ছে সর্বত্র।
১১| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
জাহিদ অনিক বলেছেন:
হা হা কবিতা তো খাসা লিখেছেন !
মোবাইল ফোনের স্ক্রিনের এই প্রান্তের আর ঐ প্রান্তের মধ্যে দূরত্বই বা আর কতটুকু !
মনিটরের এপাশ আর ওপাশ।
বাস্তব্বাদী লেখা, সবাই সচেতন হোক। শুভেচ্ছা
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৬
কাওসার চৌধুরী বলেছেন:
প্রিয় কবিকে আমার অ-কবিতায় পাব তা ভাবিনি। আপনার কবিতাগুলো আমি নিয়মিতভাবে পড়ি। দারুণ ছন্দময় আর যত্ন করে লেখা। আপনি খুব সুন্দর বলেছেন, "মোবাইল ফোনের স্ক্রিনের এই প্রান্তের আর ঐ প্রান্তের মধ্যে দূরত্বই বা আর কতটুকু! মনিটরের এপাশ আর ওপাশ।" হুম, এগুলোই এখন সম্পর্কের বেলায় ভূমিকা পালন করছে। চেষ্টা করেছি নতুন প্রজন্মের গোল্লায় যাওয়ার চিত্রনাট্য তুলে ধরতে।
১২| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪
ফয়সাল রকি বলেছেন: কবিতা খানা কি টাচস্কিনে লেখা?
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩০
কাওসার চৌধুরী বলেছেন:
হা---হা--হা-- !!
বিষয়টি তো খেয়াল করিনি। আমিও কিন্তু কবিতাখানা টাচস্কিনে লিখেছি!!
তবে এই টাচাটাচির বিষয়টির সাথে কোন সুইটির যোগসূত্র নেই!! মুই কিন্তু একলা!!
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
পবিত্র হোসাইন বলেছেন: বাস্তববাদী ।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩১
কাওসার চৌধুরী বলেছেন:
হুম!! এ যুগের বায়স্কোপ !! বাস্তব।
১৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি ভালো আছি
টেকনোলজির জন্য নৈতিকতা আজ হুমকির মুখে
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৭
কাওসার চৌধুরী বলেছেন:
আপনি ভাল আছেন জেনে খুশি হলাম। আপনি ঠিকই বলেছেন, "টেকনোলজির জন্য নৈতিকতা আজ হুমকির মুখে " আমি মনে করি, নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে ফেইসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ১৮ বছর বয়স পর্যন্ত বন্ধ রাখতে হবে। গুগলে এডালট্ সাইটগুলো সেন্সরশীপের আওতায় আনতে হবে।
১৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪
সুমন কর বলেছেন: অতিরিক্ত আধুনিক কবিতা হয়ে গেছে.......হাহাহাহা। ভালো লাগা রইলো।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪০
কাওসার চৌধুরী বলেছেন:
হুম, আমি তো মনে করি কবিতাখানি আধুনিকেরও অধিক আধুনিক হয়ে গেছে!!
হা--হা--হা--!! কি আর করা? মুইও কিন্তু আধুনিক জমানার পোলা!! ভাল থাকুন, প্রিয় কবি।
১৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১
আহমেদ জী এস বলেছেন: কাওসার চৌধুরী,
কবিতাটি টাচ করতেই টাচস্ক্রিনের মতোই একে একে উঠে এলো রংবেরংয়ের খেলা। একটি টাচ করতেই আরেকটি উইনডো... সুইটির বারান্দা থেকে নিতু ভাবীর ফ্লাট, মনু থেকে বেইবী , সিনেমা থেকে মোবাইল স্ক্রীনের টাচাটাচির সুস্বাদু দৃশ্যগুলো।
ছোট্টবেলার "কি চমৎকার দেখা গেলো, ঢাকা শহর আইসসা পড়লো.."র মতো বায়স্কোপ।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫১
কাওসার চৌধুরী বলেছেন:
আপনার এতো চমৎকার মন্তব্য আমার কবিতাকে সমৃদ্ধ করেছে। আসলে ইন্টারনেট, গুগল, ইমো আর টাচস্ক্রীনের ঝলকানিতে নতুন প্রজন্ম আজ ডুবতে বসেছে। এখন ক্লাস সিক্স-সেভেনের ছেলে মেয়েদের মোবাইলেও নীল ছবির অসংখ্য ভিডিও ঘুরপাক খায়। আর ইউটিউবে, ইমোতে অল্পবয়সী মেয়ে ছেলেদের নোংরা ভিডিওগুলো দেখলে গায়ের লোম খাড়া হয়ে যায়। ইয়াং বয়সে তরুণরা ঠিকমত ইন্টারনেটের ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে। এগুলো আমাদের ভাবনার বিষয়। আমি চরম সত্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। ইন্টারে পড়া ছেলে মেয়েরা এখন মনের ভাবের চেয়ে অন্য কিছুতে সুখ খুঁজে!! দুঃখজনক।
১৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৯
ল বলেছেন: আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ---
এত সুন্দর কবিতা এত দেরিতে দেখলাম!!!
আধুনিক প্রেমের পুরো খাল্লাম -- খুল্লাম,
সর্প অগ্নি কবিতার পরতে পরতে ---
নেটওয়ার্কের বাইরে নাগালের কাছে,
নীতু ভাবির ফ্ল্যাট নির্জন মোটেলে --
শ্বাস প্রশ্বাস নেই একে অন্যে
শ্বাসরুদ্ধ হই শাসনের ছোবল।
++++
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৫
কাওসার চৌধুরী বলেছেন:
ওয়া আলাইকুম আস-সালাম, প্রিয় 'লতিফ' ভাই। প্রথমেই অভিনন্দন জানাই একুশে বইমেলায় আপনার দু'টি কবিতার বই বাজারে আসছে শুনে। বইমেললায় দেশে আসছেন তো? আমি আপনার কবিতার দারুণ ভক্ত। বই অবশ্যই কিনবো। চেষ্টা করুণ বইমেলায় থাকতে। এডভান্স শুভ কামনা, প্রিয় ভাই।
১৮| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: একদম পয়েন্টে পয়েন্টে তুলে এনেছেন বেশরম বাস্তবতা।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০২
কাওসার চৌধুরী বলেছেন:
ধন্যবাদ, আপা। আসলে কবিতায় হোক, গল্পে হোক কিংবা প্রবন্ধে হোক; আমাদের দায়িত্ব সমাজের ঘটে যাওয়া বিষয়গুলো তুলে ধরা, মানুষের বিবেককে জাগ্রত করা। নতুন প্রজন্মকে সঠিক পথ বাতলে দেওয়া। আপা, ইউটিউবে একটু সার্চ করলে দেশি অল্পবয়সী ছেলে মেয়েদের ইমোতে (imo) নোংরা ভিডিওগুলো দেখলে খুব কষ্ট পাবেন। সমাজটা কোথায় যাচ্ছে? কে দেবে তাদের সঠিক পথের দিশা? ইন্টারনেটের অবাধ প্রবাহ নিয়ে নতুন করে ভাবার সময় এস গেছে এখন।
১৯| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০২
জুন বলেছেন: প্রথম কবিতায় বাজিমাত করলেন দেখছি কাওসার চৌধুরী ।
ভালোলাগা রইলো টাচস্ক্রিনে।
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫১
কাওসার চৌধুরী বলেছেন:
আপা, আপনি হলেন সামু ব্লগের ইবনে বতুতা। কতশত ছবি আর জায়গার সৌন্দর্য্য উপভোগ করেছি আপনার ছবিগুলো দেখে। আমি কবিতা খুব একটা লিখি না। টুকটাক যা লিখি নিজের মত করে তা বস্তাবন্ধী করে তালাবদ্ধ করে রাখি। কিন্তু হঠাৎ করেই এ কবিতাটি লেখা ও পোস্ট করা। আমার ব্যতিক্রমী ঢংয়ে লেখা গদ্য কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
অফটপিক, আপা বই মেলায় আসছেন তো?
২০| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
কাওসার চৌধুরী বলেছেন:
ধন্যবাদ, প্রিয় কবি। একটু গদ্য টাইপের কবিতা লেখার চেষ্টা করি। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। বইমেলায় কী কোন কবিতার বই আসছে? ভাল থাকুন, সব সময়।
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২২
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
আমি মুগ্ধ এবং বিমূঢ় হয়ে কবিতাটা পড়লাম। আপনি যে এত ভাল কবিতা লিখেন এটা সত্যই আমি জানতাম না। গুণী লেখকের গুণী কবিতা। নিষ্ঠুর বাস্তবতা নিয়ে চরম বাস্তব কবিতা।
ভাই, সংবেদনশীল ক্ল্যাসিকাল ভালোবাসা এখন পৌরাণিক পর্যায়ে চলে গেছে! দেশ ছেড়ে চিরতরে উনি পালিয়ে চলে গেছেন। সারা দেশে হারিকেন দিয়ে খুজেও একে আর পাবেন না।
মানুষ বেশী আধুনিকতার শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্ছৃংখ্যল থেকে উচ্ছৃংখ্যল হয়ে উঠছে। ভালবাসা আজকাল টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। পার্কে, ক্লাবে, ফাইভ স্টার হোটেল, মোটেল, রিসোর্ট, রেষ্টুরেন্টে বড় লোকের টাকায় পাওয়া যায় জমজমাট প্রেম। কক্সবাজার রাঙামাটি রিসোর্ট গুলিতে তো নারী পুরুষরা প্রেম নামের দিন রাত এই সব জঘন্য অপর্কম চলিয়ে যাচ্ছে। আর এর শেষ পরিনতি হচ্ছে রাস্তাঘাটে কিংবা ডাস্টবিনে নব জাতক শিশু, মৃত কিংবা অর্ধমৃত। দেশে এম আর করার সংখ্যা কয়গুন বেড়েছে জানেন?
লিভ ইন টুগেদার এখন ষ্টাইল, স্ট্যাটাস। এই স্ট্যাটাসের পোস্ট আসে ফেসবুকে আর লাইক কমেন্ট পড়ে কোটি কোটি। কোথায় আছেন আপনি! ঘুম থেকে উঠুন! Click This Link
এত দারুন সামাজিক বিষয় নিয়ে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।
শুভ রাত্রী।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১
কাওসার চৌধুরী বলেছেন:
প্রিয় ভাই/প্রিয় গল্পকার;
আমার খামখেয়ালি করে লেখা অ-কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে দারুন খুশি হলাম। ইদানিং কিছু ব্যস্ততা বেড়ে যাওয়ায় ব্লগে কম সময় দিতে পারছি। এজন্য নতুন কোন পোস্টও লেখা হচ্ছে না। আমি মাঝে মাঝে কবিতার নামে যা লিখি তা মোটেও মানসম্পন্ন কিছু না। এজন্য আপনমনে লিখে তা লক করে রাখি।
আসলে সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা, অভ্যাস, রুচি ইত্যাদি পরিবর্তন হয়। প্রেম ভালবাসাও এর ব্যতিক্রম নয়। কিন্তু তাই বলে অতি প্রেম, অতি অল্প বয়সে মোটেও ভাল লক্ষণ নয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ অনুপ্রবেশ নতুন প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। ফেইসবুক একজটি নির্দিষ্ট বয়স পর্যন্ত নিষিদ্ধ করতে হবে। ইমো, ইউটিউব আর গুগলে সেন্সরশীপ না আনলে সমাজ দূষিত হবে।
আপনি ঠিকই বলেছে, "ভালবাসা আজকাল টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। পার্কে, ক্লাবে, ফাইভ স্টার হোটেল, মোটেল, রিসোর্ট, রেষ্টুরেন্টে বড় লোকের টাকায় পাওয়া যায় জমজমাট প্রেম। কক্সবাজার রাঙামাটি রিসোর্ট গুলিতে তো নারী পুরুষরা প্রেম নামের দিন রাত এই সব জঘন্য অপর্কম চলিয়ে যাচ্ছে। আর এর শেষ পরিনতি হচ্ছে রাস্তাঘাটে কিংবা ডাস্টবিনে নব জাতক শিশু, মৃত কিংবা অর্ধমৃত।"......... এটা দুঃখজনক।
ঘুম থেকে উঠবো, শীঘ্রই!!
২২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬
নজসু বলেছেন:
নতুন করে পরিচিত হলাম আপনার সাথে।
আমি যখন টু কিংবা থ্রীতে পড়তাম তখন আমাদের বাসার পাশের এক বড় আপা প্রেম করতেন তার চাচাতো ভাইয়ের সাথে।
প্রায় দিনই উনি আমার হাতে একটা আধা পাকা পেয়ারা আর একটা কাগজ দিয়ে বলতেন, পেয়ারাটা তুই খাবি আর কাগজটা ভাইয়াকে দিবি।
এখনকার যুদ হলে তখন আর ঐ ঘটকালী করতে হতো না।
তখনকার প্রেম পবিত্রতা ছিলো। এখন আধুনিকতার নামে ও সাথে নোংরামী ঢুকে প্রবেশ করেছে।
এখন ডিজিটাল প্রেম মানেই গোপনে সাক্ষাত আর নতুন ভ্রুণের জন্ম দেয়া।
২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১
কাওসার চৌধুরী বলেছেন:
প্রিয় সুজন ভাই।
নতুন করে পরিচিত হলেন? আসলে আমি তো কবিতা নিয়মিত লিখি না; যা লিখি তা কবিতার সিলেবাসে পড়ে কিনা সন্দেহ!! তবে আমি নিজের মত করে লিখি, আপন খেয়ালে। তবে কবিতা লেখা খুব কঠিন কাজ; কবিতা লেখতে সাধনা, আর ফিলোসোফি লাগে। কেউ কেউ চাইলেই ঘন্টায় পাঁচ সাতটি কবিতা লেখতে পারেন!! এগুলো নিশ্চয়ই বিরল প্রতিভা। আমি সারা সপ্তাহেও আধখানা কবিতা শেষ করতে পারি না।
আপনি যে সময়টার কথা বললেন, সে সময়টার প্রেম ছিল মনের সৌন্দর্যের বহিঃপ্রকাশ। এখন মন টন তেমন ইমপোর্টেন্স নয়। দুই দিনের পরিচয়ে পরিণয়। এগুলো টিকেও দুই সপ্তাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম এজন্য অনেকাংশে দায়ী।
ঠিকই বলেছেন, "এখন ডিজিটাল প্রেম মানেই গোপনে সাক্ষাত আর নতুন ভ্রুণের জন্ম দেয়া।" দুঃখজনক। বই মেলায় দেখা হবে নিশ্চয় আপনার সাথে। অপেক্ষায় রইলাম।
২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চৌধুরী,
কি খবর? ছ্যাঁক খাইছেন নি?
পুনশ্চঃ আমি ভদ্র ছেলে, পোস্টে অশ্লীল পিক।
২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
কাওসার চৌধুরী বলেছেন:
ইয়া কিয়া কন? জানে মন !!
ভদ্রলোক হইছেন বলে এতো পাক্কা পরহেজগার হইলেন কবে? এই পিকেও অচলিলতা আছে কইলেন!! নাউজুবিল্লাহ!! ভদ্র ছেলেদের চোখে এতো নিষিদ্ধ আসক্তি ক্যান? চোখের পবিত্রতা রক্ষা করুন!! আস্তাগফিরুল্লা!!
ছ্যাকা খাইনি; কিন্তু ছাঁকতে আছি !!
বই মেলায় দেখা হবে। "উৎস প্রকাশন"- (প্যাবিলিয়ন নং ২২); আইসেন!!
২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বই মেলায় দেখা হবে। "উৎস প্রকাশন"- (প্যাবিলিয়ন নং ২২);
দেখা হবে। যদি যাই তো।
২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
কাওসার চৌধুরী বলেছেন:
কোন যদি টদি চলবে না; আইতে অইবে কিন্তু। আমার একখান মলাটবন্ধী কিতাব আসিতেছে। দুই একদিনের মধ্যে পোস্ট দেব ভাবছি। দেখা করবেন, কিন্তু।
২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার হৃদিজানুরে ব্লগে দেখি না। জান্টু আপু কথাও স্লিপ মুডে। সব কয়টা মরলো নাকি???
২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
কাওসার চৌধুরী বলেছেন:
এই দুঃখের কথা কি আর বলি!! হৃদি তো হৃদয় ছিনতাই করেই হাওয়া ! এ দুঃখ কারে কই? জান্টু কথাপুও ইদানিং নিউট্রাল মুডে; মাঝে মাঝে চুপি চুপি এসে আবার হাওয়ায় মিলিয়ে যায়!! দেখি মেলায় পাওয়া যায় কিনা??
২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নো মন খারাপ। যে যেখানেই থাকুক ভালো থাকুক। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায়...
বই নিয়ে ব্লগে অবস্যই পোস্ট করবেন। পড়ে মন্তব্য করবো।
এবারের বই মেলায় এবার যাচ্ছি না। কথা আপু গেলেও পরিচয় দেবে না। তবে আপনার বই অনেক বিক্রি হবে।
দেখা হবে বন্ধু..
ইতি
অকাল কুষ্মান্ড।
(গুড বাই)
২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
কাওসার চৌধুরী বলেছেন:
প্রতি,
আমার জান্টু, "আমড়া গাছের ঢেঁকি"
না, বয়স বাড়ার সাথে সাথে মনটনও শক্তপোক্ত হয়ে গেছে। আমিও বলি, যে যেখানে আছে ভাল থাকুক সব সময়। বই নিয়ে পোস্ট দেব অবশ্যই। তবে চুপি চুপি একবার বইমেলায় আসবেন; না আসলে কষ্ট পাব। আলাপ করলে দেখবেন মনটনও ভাল হয়ে যাবে।
ভাল থাকুন, প্রিয় বন্ধু।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫
আরোগ্য বলেছেন: ইহাই আধুনিক যুগ ভাই। টাচস্ক্রিন এর যুগে চিঠির কথা কে বলে?