নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে অনেক দূরে পাড়ি দিতে হবে শুধু এইটুকুই জানি।

ফেরিওয়ালা দাদা

মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???

ফেরিওয়ালা দাদা › বিস্তারিত পোস্টঃ

আইয়ুব বাচ্চু, একজন কিংবদন্তীর নাম।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৯

কালকে কেউ একজন বলেছিলো আমি কেনো এখনো আইয়ুব বাচ্চুর গান শুনি????
ডিজিটাল যুগের ছেলে হয়ে বাচ্চুর মত পুরানো গায়কের গান শুনা এখন কেমন বেমানান।

তাহসান, অর্নব, হাবিব, রুমি এদের মত শিল্পীরা আসবে যাবে কিন্তু বাচ্চুর মত শিল্পী ১২ যুগে ও আসবে না।
বাংলা গানের শ্রেষ্ঠ ২০ গানের মধ্যে বাচ্চুর ৫-৬ টা গান খুব সহজেই যায়গা করে নিবে। এশিয়ার শ্রেষ্ঠ গিটার বাজক যাকে বলা হয়।

আমার মতে যারা রবিন্দ্রনাথের গান শুনে না তারা বাংলায় জানে না, যারা নজরুলের গান শুনে না তারা বিরহ কি তা বুঝে না, যারা লালন শুনে না তারা গ্রাম কি জানে না আর যারা বাচ্চুর গান শুনে না তারা ভালবাসা কি বুঝে না।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

হাসান মাহমুদ রাজণ্য বলেছেন: সেটাই

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩

মিলন হোসেন১৫৮ বলেছেন: বাচ্চুর গানগুলো অামার খুব িপ্রয়

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০

ফেরিওয়ালা দাদা বলেছেন: :)

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: সেরা তিন ব্যন্ড তারকার একজন তিনি । জেমস ,আইয়ুব বাচ্চু আর আযম খান ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১

বিপরীত বাক বলেছেন: মনে পড়ে সেই নিয়নজ্বলা রাতে,,

অনন্ত প্রেম দিয়েছি দু'হাত ভরে।।

নিঃসঙ্গ নিশি পথকে পেছনে ফেলে,,,

পথ হেটেছি বাধা দু' টি হাতে।।

(( কিছুটা ভুল হতে পারে।। ২০ বছরের পুরনো স্মৃতি থেকে লিখলাম।)

দুর আকাশের তারায় হারাতে,,,,

ছুটেছিলাম সেই রুপালী রাতে।।।।


(অসম্ভব ভালো লাগত এই অংশে)

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০

কালীদাস বলেছেন: ওস্তাদের গীটার সেরকম এক জিনিষ, নিঃসন্দেহে বাংলাদেশের সেরা। মেটালে কমল। তবে এশিয়ার সেরা বললে সেটা মনে হয় একটু বেশি হয়ে যায় :(
বাইদ্যাওয়ে, হাবিব, রুমি এই দুইজনকে আপনি আর্টিস্ট মনে করেন কোন বিচারে? সফটওয়্যার গায়ক!!

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৭

বিপরীত বাক বলেছেন: তবে বাচ্চুর সবচেয়ে জটিল গিটার ওয়ার্কস " তবুও " অ্যালবামে।।
কিন্তু দুঃখজনক হলো এই অ্যালবাম টা ওভাবে হিট করেনি। অনেকে নামই জানে না।। আসলে ওসব মিউজিক বোঝার ক্যাপাবিলিটি ই বা ক'জনের ছিল বা আছে।।।

লাইন গুলো খুব সম্ভবত,, উমম্।।।

পরিচয় নিয়ে প্রশ্নের ঝড়
এলোমেলো হলো যখন।
রক্তমাখা উৎস খুজতে,
হয়রান একজন।।
সচেতনতা র এই সমাজে,
ভালবাসার মূল্য দিতে।
নষ্ট বীর্য যার জঠরে
জন্ম দিয়েছে তারে।।।

অনেক আগের কথা।। আবছা আবছা মনে আছে।।।।
এরপরে হবে সম্ভবত,,,, উমম্।।

লজ্জা লুকাতে এই পৃথিবী তে
সমাজের কাছে সতী বনে যেতে
সেই শিশুটাকে ফেলে দেয়া হল
আবর্জনার ময়লা চাদরে।।।
চিন্তামুক্ত মেয়ের বাবা,,,
বিয়ের পাত্র খোজেন।।
সেই শিশুটি............... থাক আর শোনার দরকার নেই।।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১

ফেরিওয়ালা দাদা বলেছেন: তার গানগুলো শুনলে কেমন কেমন লাগে।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫১

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: তাহসান, অর্নব, হাবিব, রুমি এদের মত শিল্পীরা আসবে যাবে কিন্তু বাচ্চুর মত শিল্পী ১২ যুগে ও আসবে না ... ইয়েস শতভাগ সহমত আমি ...

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

সাাজ্জাাদ বলেছেন: sudu matro tar "ferari mon" album tar jonno se amar ridoy-e sarajibon thakbe.

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫

ফেরিওয়ালা দাদা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.