![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে
খরগোশ সমন্ধে :
খরগোশ (Rabbit/ Hare / Coney) Lagomorpha শ্রেণী’র LEPORIDAE গোত্রেরতৃণভোজী স্তন্যপায়ী। এই গোত্রের আরেক দল শশক (Rabbit) নামে পরিচিত। খরগোশ দৌড়ের বদলে লাফিয়ে চলে। পৃথিবীতে শশক ও খরগোশ এর প্রজাতির সংখ্যা প্রায় ৪৪। বাংলাদেশে দুই প্রজাতির খরগোশ আছে। খরগোশরা শিকারি জন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্য দ্রুতগতি অর্জন করছে, ঘণ্টায় দৌড়াতে পারে ৮০কিলোমিটার (১ কিলোমিটার = ৩২৮০ ফুট)।
Characteristics :এদের পিছনের পা সামনের পায়ের চেয়ে লম্বা, বড়-বড় চোখ, কান লম্বা, এবং লেজ খাটো।
তাপমাত্রা (Temperature ) : এরা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রা সহ্য করতে পারে
না, সাধারণত। আর ১০ ডিগ্রি সেলয়াস এর কম সহ্য করতে পারে না , সাধারণত। পুরুষ (buck) , খরগোশ স্ত্রী (Doe) খরগোশের চেয়ে আকার এ বড় হয়।
খাদ্য (Feed) :ঘাস, বুট, গাজর, কলমি শাক, গাছের পাতা, মিষ্টি বিস্কুট ।
শিয়াল, বেজী, বনবিড়াল , কুকুর এদের শক্র।
খরগোশ এর ঔষধ : 1.Multicina, 2.Nebanol, 3.Lebac
1.Multicina : এই ঔষধ’টি খরগোশ এর ভিটামিন হিসেবে কাজ করে ।
2.Nebanol : এই ঔষধ’টি ব্যবহার হয় ,যদি খরগোশ এর কোনো যায়গায় কেটে য়ায় অথবা পুড়ে যায় ।
3.Lebac : এই ঔষধটি খরগোশ এর জীবাণু ঘটিত রোগ দ্রুত সারাতে ব্যবহার করা হয়।
Darwin ও Dickens
পাখির সাথে খরগোশ
একটি’র নাম Darwin আরেকটি’র নাম Dickens
এর নাম : টাইনি (Tiny)
টাইনি কমপিউটার এর সামনে
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৩
Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২৪
তন্ময় ফেরদৌস বলেছেন: কি সুইট !!
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৩
Kawsar Siddiqui বলেছেন:
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১৭
মোঃ হেলাল উদ্দিন বলেছেন: All Bangladeshi Websites Directory
http://a2zbdlinks.co.cc
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৩
Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৯
হোসাইন ফয়সাল বলেছেন: Very cute...
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৪
Kawsar Siddiqui বলেছেন: Thanks
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১১
শোকার্ত উপকূল বলেছেন: দাদা আমি নিজেরও খরগোস আছে। কিন্তু কি করে medicine দিব সেটা একটু জানালে ভাল হয়। খরগোসকে কি গোসল করান যাই?
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৬
Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ , আপনাকে
১.মেডিসিনতো ওষুক হলে দিতে হয়, আর এর জন্য ডাক্তার এর পরামর্শ নিয়ে তারপর ঔষধ দিতে হয়।
২.গোসল করানো আমার মতে ঠিক না।
ভালো থাকুন
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২১
শান্তা273 বলেছেন: আপনার খরগোশ গুলো অনেক কিউট।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৭
Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ, শান্তা273 , সাথে থাকুন
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৬
তানিম১৯৮২ বলেছেন: ভালো লাগলো । অনেক ধন্যবাদ।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৭
Kawsar Siddiqui বলেছেন: আপনাকেও ধন্যবাদ, সাথে থাকুন
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৪৯
জাবের তুহিন বলেছেন: বাসায় রুল জারি আছে আমি খরগোশ কিনা আনলে ঐটারে জানালা দিয়া ফালায়া দিবে আর আমারে বাসা থিকা বাইর কইরা দিবে । কিন্তু আমি তাও কিনতে চাই কারণ কিছুই করবে না । আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে । আশা করি উত্তর দিবেন ।
১ - কেমন নংরা করে ??
২ - অসুখ কি ঘন ঘন হয় ?
৩ - কোথা থেকে কত দিয়ে কিনতে পারবো ?
৪ - কিনার সময় কি খেয়াল রাখব ?
আমি কোন কিছু বাদ দিলে তাও জানাইয়া দেন । ওষুধ কোথায় কিনতে পাওয়া যাবে ইত্যাদি ।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৩
Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ, আপনাকে
১. উত্তর : খুব বেশি না, তবে প্রতিদিন খরগোশ এর বাসস্থান পরিস্কার করতে হবে, এর ফলে নোংরা’র পরিমাণ কম হবে।
২. উত্তর : অসুখ ঘণ ঘণ হবে না যদি আপনি ঠিকমত টেককেয়ার করতে পারেন , এদের কিছু সাধারণ ওষূক হচ্ছে :
স্কিন ডিজেজ, দাঁত বেড়ে যাওয়া, এগুলো এড়ানোর জন্য খরগোশ কলমিশাক এবং ঘাস দিবেন যাতে দাঁত না বেড়ে যায় আর খরগোশ এর বাসস্থান পরিস্কার রাখবেন এর ফলে স্কিন ডিজেজ হবে না ।
৩. উত্তর : কাটাবন (Dhaka university Market)
৪. কিছুই না ।
ভালো থাকুন
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৯
shfikul বলেছেন: সুন্দর খরগোশ তো!
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৪
Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ, অনেকদিন আপনাকে আমার ব্লগে দেখিনি, কোথায় ছিলেন ? ,
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫১
ইকা বলেছেন: ঘর নোংরা করে মানে ? ? ? সারাদিন ঘর পরিষ্কার করেও লাভ হয় না
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৩
Kawsar Siddiqui বলেছেন: সারাদিন টপটপ করে ঘরে ইয়ে করতে-ই থাকে
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৬
রাফাত নুর বলেছেন: বাই অনেক দারুন আপ্রের খরগোশ গুলা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৩
Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ বাই , সাথে থাকুন
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৮
মাসরুর প্রধান বলেছেন: সুইট জিনিসতো সারাদিন খালি হিসু করে।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৩
Kawsar Siddiqui বলেছেন:
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৫
জল ছাপ বলেছেন: খরগোশ দূর থেকে দেখতে খুব সুন্দর কিন্তু যে বিচ্ছিরি গন্ধ হয় ঘরে রাখলে
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৪
Kawsar Siddiqui বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:১৮
মনে নাই বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। আপনার খরগোশগুলা বেশ কিউট।