নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
√√ কিভাবে বিনয়ী হওয়া যায় নিম্নে বিনয়ী হওয়ার ২০টি উপায় প্রদান করা হলো:-
-----------------------------
১. অন্তর থেকে অহংকারকে বিদায় জানানো।
২. সত্যকে এবং হককে গ্রহণ করা। যদিও তা বয়স, জ্ঞান গরিমা ও পদমর্যাদায় ছোট কোন ব্যক্তির নিকট থেকে পাওয়া যায়।
৩. কাউকে হেয় না করা বা ছোট নজরে না দেখা।
৪. ভুল হলে নিঃসঙ্কোচে স্বীকার করা। ভুল স্বীকার করলে মানুষের সম্মান কমে না বরং বৃদ্ধি পায়।
৫. যথাসাধ্য মানুষের উপকার করা এবং এর জন্য তাদের কাছে কৃতজ্ঞতা বা প্রতিদান পাওয়ার আশা না করা।
৬. কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা স্বীকার করা।
৭. মানুষের সাথে হাসিমুখে কথা বলা।
৮. ধনী গরিব সবার সাথে মিলমিশ ও উঠা বসা করা।
৯. নিজের অর্থ সম্পদ, জ্ঞান গরিমা এবং ক্ষমতা ও পদমর্যাদা, সৌন্দর্য, পোশাক ইত্যাদির ক্ষেত্রে অন্যের উপর নিজেকে শ্রেষ্ঠ না ভাবা।
১০. কেউ উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কখনো তা না ভোলা।
১১. কারো উপকার করলে কখনই তা কারো সামনে উচ্চারণ না করা।
১২. অন্যের কষ্ট, শ্রম ও অবদানের স্বীকৃতি দেয়া।
১৩. বিপদগ্রস্তকে নিঃস্বার্থ ভাবে সাহায্য সহযোগিতা করা।
১৪. মানুষের সাথে আচার আচরণ ও কথাবার্তা বলার সময় নম্রতা, ভদ্রতা, শালীনতা ও শিষ্টতা বজায় রাখা।
১৫. অন্যের মতামত মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং তা মূল্যায়ন করা।
১৬. কোনো বিষয়ে নিজের মধ্যে দুর্বলতা থাকলে তা স্বীকার করতে সংকোচ না করা।
১৭. কোনো বিষয় না জানলে জানি না বলতে সঙ্কোচ না করা।
১৮. আইনকে শ্রদ্ধা করা।
১৯. মানুষের ভালো কাজের প্রশংসা করতে বিলম্ব না করা।
২০. লজ্জাবোধ থাকা এবং নিষ্প্রয়োজনীয় কোনো কথা বা কাজ না করা।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪
ইসলামী জ্ঞান বলেছেন: জি স্যার, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভুল স্বীকার করা মানুষের জন্য খুব কঠিন কাজ।