নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
দায়েমী ফরজ:-
✓ পূরুষের দায়েমী ফরজ ২ টা
১) ২৪ ঘন্টা ঈমান ও আমলের সাথে থাকা
২) সব সময় সতর ঢেকে রাখা
✓ নারীদের দায়েমী ফরজ ৫ টা
১) ২৪ ঘন্টা ঈমান ও আমলের সাথে থাকা
২) পর্দায় থাকা
৩) ছোট আওয়াজে কথা বলা
৪) স্বামীর সম্পদের হেফাজত করা
৫) স্বামীর আদায় করা
✓ পূরুষের দায়েমী সুন্নত ১০ টি
১) মাথায় টুপি দেয়া
২) মাথার চুল ছোট রাখা
৩) মোচ ছোট রাখা
৪) মেছওয়াক করা
৫) দাড়ি লম্বা রাখা
৬) সুন্নতি লেবাস পরিধান করা
৭) নাক,বোগল,নাভীর নিচের পশম কাটা
৮) হাত ও পায়ের নখ কাটা
৯) ঢিলা কুলুক ব্যবহার করা
১০) খাতনা করা
✓ মেয়েদের দায়েমী সুন্নত ৭ টি
১) মাথার চুলের হেফাজত করা।
২) মাথায় ওড়না দেয়া।
৩) সেলোয়ার কামিজ পরিধান করা।
৪) মেসোয়াক করা।
৫) হাত,পা ও পশম পরিস্কার করা।
৬) ঢিলা ব্যবহার করা।
৭) হায়েজ নেফাসের সময় নেকরা ব্যবহার করা।
©somewhere in net ltd.