![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই দূর আকাশ থেকে তারারা আমায় কি বলে জান?
তারা এটা বলে, ‘চলে আয় বন্ধু উপরেই সব মজা’!
আমি হা হা করে হেসে উঠি আর ভাবতে থাকি
আমি আবার তারার বন্ধু হলাম কবে?
তবুও আমি ওই দিগন্তে ছুটে যেতে চাই! মুক্তি পেতে চাই!
এই ধরণীর জঞ্জাল হতে। এই ধরণীর কুৎসা থেকে।
ওই দূর আকাশের তারারা আমায় আবার বলে,
চলে আয় বন্ধু! বেশ থাকবি, উপর থেকে দেখে সুখ পাবি।
আমি আবারও হাসতে হাসতে বলে উঠি
বন্ধু হলে তবে আমায় নিয়ে যাচ্ছিস না কেন?
©somewhere in net ltd.