নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী সুলতানুল আরেফিন

কাজী সুলতানুল আরেফিন › বিস্তারিত পোস্টঃ

কমল ও পরীর দল । স্টল নং-৬৬৬, দাঁড়িকমা প্রকাশনি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

কমল শোয়া অবস্থায় কানা চোখ মেরে দেখল সেই পরীদের মা অর্থাৎ রানী রুমে প্রবেশ করতেছে আর দরজার ছিটকিনি লাগাচ্ছে। কমল ঘুমের ভান ধরে থাকলেও একটু একটু ভয় পাচ্ছে। রানী কমলের পাশে এসে বসলো। তারপর তাকে বলল, ‘কেন ভান ধরে আছ হে মনুষ্য’?

আমি এ কহেকাফের রানী ‘নুরজাহান বেগম’। আমি জানি তুমি চেতন’। রানীর কথা শুনে কমল চোখ খুলল। তারপর বিছানায় উঠে বসলো। রানী সাথে সাথে কমলের হাত ধরে বলল, ‘আমার মেয়েদের কথা বাদ দাও, আমাকে তোমার কেমন লাগে বল’? কমল হাউ মাউ করে কান্না জুড়ে দিয়ে বলল, ‘তোমাকেই ভাল লাগে! শুধু আমাকে যেতে দাও’।

সে আরও বলল, ‘এ দুনিয়ায় কি আমাকেই তোমাদের নজরে পড়লো? পরীদের রানী জবাবে বলল, ‘তাহলে আমায় বিয়ে কর! তবেই যেতে দিব!’
-‘বিয়ে করলে আর যাওয়ার কি দরকার?’ কমল যেন ব্যাঙ্গ করল।

কমল চুপ করে বসে থাকলো। কমল কিছু বলছে না দেখে রানী বলল, হারামজাদা তোকে যেতে দিলে কি আর তোর নাগাল পাব! দেখা যাবে তাবিজ তুমার লাগিয়ে আমাদের হাত থেকে বেঁচে থাকবি। তবে এটা তোদের বোকামি। তাবিজের কোন গুনে নয়! যারা তাবিজ লাগায় তাদের কাছে আমরা এমনিতে যাই না। লজ্জা পেয়ে যাই না। কারন তারা তাবিজকে এত ক্ষমতাবান মনে করে তাই এদের দেখে আমাদের লজ্জা লাগে। আমাদের সন্মানে লাগে। এসব বলতে বলতে রানী রুম থেকে চলে গেল।

কমল ও পরীর দল
স্টল নং- ৬৬৬
দাঁড়িকমা প্রকাশনী।
মুল্য-১০০/=

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.