নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক ঠিকানা- https://www.facebook.com/mehedi.hassan.940

কাজী মেহেদী হাসান।

যদিও মনুষ্য শরীর, তবু সে চেয়েছিল পাখির জীবন।

কাজী মেহেদী হাসান। › বিস্তারিত পোস্টঃ

সুভা একটি কবিতার নাম

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬


সুন্দরী মেয়েদের নিজস্ব মহাকর্ষ ক্ষমতা বিদ্যমান
গভীর শীতকাল এলে যেমন শরীরের উপস্থিতি গৌণ হয়ে ওঠে
সুভা, আমি আপনার ব্যাক্তিগত সন্ধ্যা হতে চেয়েছিলাম।
যদি দ্যাখা হয়, যদি হৃদয়ে সমুদ্র নিয়ে আসি--আপনি ফিরিয়ে দেবেন?


মানুষের নিজস্ব দর্শন নিয়ে আমরা হেঁটে গেছি একা
যদিও ঘাস-সবুজে লেগে থাকে একই পদচিহ্ন
সূর্যের বয়ঃসন্ধিকাল এলে রক্তজবা শাড়িতে আপনি উজ্জ্বল হয়ে ওঠেন আরও
টং দোকান থেকে টিএসসির মোড়
হেটে গেলেই গোলাপের মিছিল
রোদচশমা খুলবেন না--প্রেমে পড়ে যাবো!


সিগারেটের উদ্দেশ্যহীন ধোঁয়া জানে না তার মৃত্যুরহস্য
আমিও পথ চিনি না তাই, আপনিই আমার শেষ গন্তব্য;
যুদ্ধের ভয়াবহতা আমি জানি
যদিও লোকে বলে ভালোবাসা সেই শাদা পাখির পালক
যে মৃত্যুকে সহজ করে তোলে!


আপনি শুনে থাকবেন নিশ্চয়ই, গত শীতে মরে গিয়েছিল যে প্রেমিক
সে এখন শুধুই কবি
স্তব করেন মানুষের এবং আপনার।
যারা প্রার্থনা করেন প্রেম
আমি তাদের মতো নেই
কেবল আপনাকে দেখলেই আমি ভেঙে পড়ি পাঁচ পয়সার মোমের মতো
যমুনার ভঙ্গুর মাটির মতো
ওহ প্রিয়, আমি ঘৃণা করি চলে যেতে!


আমাকে জড়িয়ে ধরুন, যেন দূরত্ব বলে কিছু ছিল না
আমাকে কথা দিন, যেন নদীরা চিরকাল দ্যাখা পায় সমুদ্রের
আমাকে ভালোবাসুন এভাবে, যেন মন্দাক্রান্ত পৃথিবীতে ক্ষুধা ছিল না কোনদিন!


কিছুদূর হাটলেই স্বর্গের ট্রেন
মূলত আমার কবিতা।
আপনি কবিতা ভালোবাসেন?
মানুষকে?
আপনাকে নিয়ে একটা দীর্ঘকবিতা আছে আমার
আছে দীর্ঘভ্রমণ।
বহুকাল ধরে একই পথে আমরা শুনিয়েছি জীবনের গান
মৃত্যুর মতো মহৎ!


যে বালিকা মরে গেল তার প্রেমিকের হৃদয়ে
অমরত্বের কৌশল তার চেয়ে ভালো আর কে জানে?
যে কবি মরে গেল প্রেমিকাহীন
মেয়েদের প্রকৃত হৃদয় এর বেশি কলঙ্ক পায়নি কোনদিন!


আপনি হাত রাখলেই রাজপথ কেঁপে উঠবে অঘোষিত মানববন্ধনে
আপনি তাকালেই বেলিফুলের তীব্র সুবাস
রক্তে-হৃদয়ে ভয়াবহ ক্যান্সার
দুটো এন্টিসেপটিক চুমু, যেন এতটা সুস্থতা মানুষের নয়।


গুপ্তধনের মতো আপনাকে খুঁড়ে চলেছি যাবতজীবন
আপনার কপাল একটা শহর
চোখ যেন প্রিয় নদী, বয়ে গেছে বুকের সমান্তরাল;
যদিও আমি কবি হয়ে উঠতে পারিনি আজো
যেহেতু আপনি আমার স্বীকৃতি!


আমাদের দ্যাখা হয়নি কোনদিন
এখনও পবিত্র হয়ে ওঠেনি পথ
কেবলই আপনার চুলের অন্ধকার, ক্রমশ গভীর
যেন মহাকাল--


সুভা;
যদি দ্যাখা হয়, যদি হৃদয়ে সমুদ্র নিয়ে আসি--আপনি ফিরিয়ে দেবেন?

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৫

বিলুপ্ত প্রায় বলেছেন: যে বালিকা মরে গেল তার প্রেমিকের হৃদয়ে
অমরত্বের কৌশল তার চেয়ে ভালো আর কে জানে?

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫০

কাজী মেহেদী হাসান। বলেছেন: ভুলে যাওয়া যে মনে রাখারই নামান্তর। ধন্যবাদ আপনাকে

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯

প্রামানিক বলেছেন: যে বালিকা মরে গেল তার প্রেমিকের হৃদয়ে
অমরত্বের কৌশল তার চেয়ে ভালো আর কে জানে?
যে কবি মরে গেল প্রেমিকাহীন
মেয়েদের প্রকৃত হৃদয় এর বেশি কলঙ্ক পায়নি কোনদিন!


ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

কাজী মেহেদী হাসান। বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রামানিক ভাই। কেমন আছেন?

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৪

রাফা বলেছেন: চমৎকার লাগলো কবিতার কথাগুলো
ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫১

কাজী মেহেদী হাসান। বলেছেন: কিছু ভালোবাসায় নতজানু থাকুক জীবন। ধন্যবাদ আপনাকেও

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনবদ্য। +++
কবিতা বুনন বেশ হইছে। তবে দ্যাখা বানান এভাবে না লিখে দেখা লিখলেই ভাল হয়।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কাজী মেহেদী হাসান। বলেছেন: অনেক ধন্যবাদ।

'দ্যাখা' বানান এখানে ঠিক আছে। মুলত উচ্চারণগত দিক খেয়াল করে এভাবে লিখেছি। যেমনটা রুদ্র মুহাম্মাদ শহীদুল্লাহ, হুমায়ুন আজাদ লিখেছেন।

যেমন ধরুন, দুইটা বাক্য।
আমি দেখি।
সে দ্যাখে।
উচ্চারণের পার্থক্যের কারনে এটা সঠিক। দেখা আর দ্যাখা এক নয়।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগছে কিছু কিছু লাইন।
ব্যক্তিগত সন্ধ্যা শব্দটা সুন্দর!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

কাজী মেহেদী হাসান। বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

তুষার কাব্য বলেছেন: চমৎকার কবিতা !

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

কাজী মেহেদী হাসান। বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

কাজী মেহেদী হাসান। বলেছেন: আন্তরিক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.