নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক ঠিকানা- https://www.facebook.com/mehedi.hassan.940

কাজী মেহেদী হাসান।

যদিও মনুষ্য শরীর, তবু সে চেয়েছিল পাখির জীবন।

কাজী মেহেদী হাসান। › বিস্তারিত পোস্টঃ

পাণ্ডুলিপি

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪


যদি জীবনকে ঋতুর সমষ্টি বলি
তবে তোমার সাথে কাটানো সময়টার নাম দেবো 'বসন্ত'।

আসন্ন শীতে মিশে গেলে ঝরাপাতার অর্কেস্ট্রায়
কুকুরের মতো স্মৃতিশুঁকে খুঁজে আনি স্বীয় মৃত্যুর কারণ
যদিও তোমার কণ্ঠের মতো বাদ্যযন্ত্র আমি আর একটিও দেখিনি!

এখানে মানুষের যাতায়াত, কমে আসে ফিরে এলে অন্ধকার
তবুও প্রেমিক--
তিনবেলা আহারের মতো পাহাড়ে আগুন জ্বালায়
যেন কোনোদিন দ্যাখোনি তাকে এবং তোমাকে
যে প্রেম চলে গ্যাছে বহুদুর
সুকঠিন বিশ্বাসে যদি পুরনোকে খুঁজে পায়।

যদিও, জীবন কেবলই দীর্ঘভ্রমণের পথ
তুমি বলো 'অকস্মাৎ'
আমি বলি 'নির্ধারিত'
আমাদের দ্যাখা হয় পাণ্ডুলিপি ধরে
সৃষ্টির আদিতেও আমিই ছিলাম
তুমি নারী এসেছিলে গল্পটা বাড়াবে বলে!

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!

অনেক ভালো হয়েছে।

যদি জীবনকে ঋতুর সমষ্টি বলি
তবে তোমার সাথে কাটানো সময়টার নাম দেবো 'বসন্ত'।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

কাজী মেহেদী হাসান। বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

আমার পান্ডুলিপিতে কেবল মানুষের ভালোবাসার প্রার্থনা থাকুক

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯

কাজী মেহেদী হাসান। বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অনেক চমৎকার লিখেছেন । বেশ ভাল লাগল।

আর দ্যাখোনি, দ্যাখো একটু ঠিক করে নিবেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

কাজী মেহেদী হাসান। বলেছেন: ভালোবাসাসমেত ধন্যবাদ নেবেন।

'দ্যাখোনি' 'দ্যাখো' ঠিক আছে। মুলত উচ্চারণগত দিক খেয়াল করে এভাবে লিখেছি। যেমনটা রুদ্র মুহাম্মাদ শহীদুল্লাহ, হুমায়ুন আজাদ লিখেছেন।

যেমন ধরুন, দুইটা বাক্য।
আমি দেখি।
সে দ্যাখে।
উচ্চারণের পার্থক্যের কারনে এটা সঠিক। দেখা আর দ্যাখা এক নয়।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৮

তিমিরবিলাসী বলেছেন: প্রথম দুইটা লাইন আর শেষ দুইটা লাইন খুব ভাল লেগেছে।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

কাজী মেহেদী হাসান। বলেছেন: ভালোলাগা বেঁচে থাকুক

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


এখানে মানুষের যাতায়াত, কমে আসে ফিরে এলে অন্ধকার
তবুও প্রেমিক--
তিনবেলা আহারের মতো পাহাড়ে আগুন জ্বালায়


দারুণ +++

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

কাজী মেহেদী হাসান। বলেছেন: মানুষেরা ভালোবাসতে শিখুক, শিখুক অহিংস পন্থা

ধন্যবাদ আর শুভকামনা

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো হয়েছে কবিতা। বিশেষ করে শেষটা

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

কাজী মেহেদী হাসান। বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

জনম দাসী বলেছেন: আমাদের দেখা হয় পাণ্ডুলিপি ধরে,
সৃষ্টির আদিতেও আমিই ছিলাম...
মনের কথা বলে গেলে গো বাছা। আকাশের নক্ষত্রের মত উজ্জ্বল হয়ে জ্বলুক তোমার প্রতিটি অক্ষর। ভাল থেক বাবা সব সময়।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

কাজী মেহেদী হাসান। বলেছেন: এই ভালোবাসার জন্যই কবিতা মানুষের দুয়ারে দাঁড়ায়। শ্রদ্ধা জানবেন

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

কাজী মেহেদী হাসান। বলেছেন: আপনাকে ধন্যবাদ

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

আরাফাত আল মাসুদ বলেছেন: “সৃষ্টির আদিতেও আমিই ছিলাম
তুমি নারী এসেছিলে গল্পটা বাড়াবে বলে!”
অসাধারণ........
ধন্যবাদ ভাই, সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

কাজী মেহেদী হাসান। বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: যদি জীবনকে ঋতুর সমষ্টি বলি
তবে তোমার সাথে কাটানো সময়টার নাম দেবো 'বসন্ত'।

মুগ্ধপাঠ প্রিয় কবি+++

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৯

কাজী মেহেদী হাসান। বলেছেন: অনেক ধন্যবাদ

১১| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

তানজির খান বলেছেন: "যদি জীবনকে ঋতুর সমষ্টি বলি
তবে তোমার সাথে কাটানো সময়টার নাম দেবো 'বসন্ত'।"

ভাল লাগা রেখে গেলাম কবিতায়। জীবন ঋতুর সমষ্টি। সব আছে এক জীবনে শীত, বর্ষা... সব আছে

২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২২

কাজী মেহেদী হাসান। বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.