![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাজী নিশাত। কম্পিউটার ইঞ্জিনিয়ার। একটু আধটু ব্লগিং করি। পড়ি বেশী, লিখি কম।
দৈনন্দিন ব্যাবহারের ইলেকট্রনিক্সের উপর আমরা আজকাল এত বেশী নির্ভরশীল হয়ে পড়েছি যে, আমরা এগুলোর বাইরে এক মিনিটও চিন্তা করতে পারি না। ভ্যাকিউম ক্লিনার এমনই একটি মেশিন যা কি না আমাদের কাজ অনেক বেশী সহজ করে তুলেছে। ঘর-বাড়ি, অফিস, দোকান পরিষ্কার করতে এই ক্লিনিং মেশীনের জুড়ি নেই।
ভ্যাকুয়াম ক্লিনার কেনার আগে অবশ্যই wet and dry vacuum cleaner price in bangladesh লিখে অনলাইনে একটু ঘাটাঘাটি করে নেবেন। তাহলে আপনি অনেক ধরণের ক্লিনার দেখতে পাবেন
কোন ভ্যাকুয়াম মেশিনটি আপনার জন্য পারফেক্ট তা জানার জন্য কয়েকটি বিষয়ে নজর দিতে পারেন।
যেমন,
১/ মেশিনটির সাইজ
২/ ওজন
৩/ কোন ধরণের মেশিন
আপনার যে রুমগুলো পরিষ্কারের কাজে এটি ব্যাবহার করবেন, সেই রুমগুলোর কত বেশী কোনা রয়েছে, আসবাবপত্র গুলো কেমন, সেগুলোর কত গভীরে গিয়ে পরিষ্কার করতে হবে, এই বিষয়গুলো বিবেচনা করেই মূলত সঠিক মেশিনটি সিলেক্ট করা যায়।
আরো কিছু বিষয় খেয়াল করা হয়, যেমন অনেক ভ্যাকুয়াম ক্লিনারের চাকা টাইলস ফ্লোরে দাগ ফেলে দেয়। তাই কেনার আগে ভালোভাবে দেখে নিতে হবে, এর চাকার উপর রাবারের প্রলেপটি কেমন ভাবে দেয়া আছে।
আশা করছি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে।
©somewhere in net ltd.