![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতগুলো কাক ডাকছে।
গাছ থেকে গলে গলে পড়ছে সবুজ
মিশে যাচ্ছে জলরঙা বাতাসে।
এখন দুপুর।
আকাশে তাতার রৌদ্র
গায়ের চামড়া পুড়ে যাচ্ছে।
তবু দেখ
নদীর বুকে কেমন নূরের নহর বইছে
কত উজ্জ্বল ঘাসেরা
আহা! ইচ্ছে করে গ্লাসে ভরে পান করি
মেটাই আজন্ম পিপাসা।
আসলে মানুষ
বড় সীমাবদ্ধ প্রাণী
দুই পায়ের ব্যাসার্ধে বন্দি হয়ে
কাটিয়ে দেয় সারা জীবন!
যদিও মানুষ স্বপ্ন দেখে।
বৃত্ত ভাঙার স্বপ্ন বয়ে বেড়ায়
সিসিফাসের মতো বারবার
ওঠে পাহাড় চূড়ায়।
চলো, আমরাও
এই স্বচ্ছতোয়া জলে
ঝাঁপিয়ে পড়ি
ওপারের ঠিকানা না জেনে,
কেননা এই অনিশ্চয়তা
তোমাকে আমাকে মানুষ বানাবে।
২২ শে মে, ২০১৭ দুপুর ১২:০৭
কাজী রাকিবুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৭ বিকাল ৪:১১
হীরক মুশফিক বলেছেন: এই অনিশ্চয়তা
তোমাকে আমাকে মানুষ বানাবে।
ভালো লেগেছে।