![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের মধ্যে বাদ্যি বাজে, বাদ্যি বাজে শোন
'তোমাকে চাই' সারাক্ষণ-ই বলছে আমার মন।
রূপকথা নয়, চুপকথা নয়, এটাই বাস্তবতা
তোকে ছাড়া চাই না কিছু, চাই না অমরতা।
আমাকে তুই কষ্ট দিয়ে থাকিস যদি সুখে
থাক। তবুও তোর জন্য ঘর বানাবো বুকে।
আসবি চলে এক সকালে, এই আশাতে থাকবো
নাই বা এলি, স্বপ্ন নিয়ে সারা জীবন কাঁদবো।
কাঁদবো তো সেই তোর জন্যেই তাতেও আমার সুখ
তোর জন্যে দিতে পারি বিষ পাত্রে মুখ।
©somewhere in net ltd.