![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ বেয়ে রাত্রি নামে বুকে
নিবিড় হয়ে নামে চোখের তারায়
আমার যত আলোর ছিল দাবি
জ্বলছে তারা আজ তোমাদের পাড়ায়
মুঠো খোলা চুড়ির মতো তুমি
ছড়িয়ে গেছ, গড়িয়ে গেছ দূরে
প্রাচীন বটের পাশে একা আমি
কথা খুঁজি মাটির প্রাচীর খুঁড়ে
কথারা সব ফানুস হয়ে ওড়ে
ছেড়ে গেছে স্মৃতির ভিটেমাটি
তুমিও আজ বানকুড়ালি ঘুড়ি
আমি গাঢ় রাতের সাথে হাঁটি
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৩
কাজী রাকিবুল ইসলাম বলেছেন: ভালোবাসা ভাই
২| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৬
আল আমিন সেতু বলেছেন: সুন্দর । আচ্ছা বানকুড়ালি ঘুড়ি কী ? চিনি না তো !
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৪
কাজী রাকিবুল ইসলাম বলেছেন: কেটে যাবার পর যে ঘুড়ি নিজে নিজে উড়তে উড়তে অনেক উপরে উঠে যায়
৩| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: রাত খুব খারাপ।
৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৫
কাজী রাকিবুল ইসলাম বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৯
রসায়ন বলেছেন: ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ তোমারে হৃদয়ে রাখিতে !
প্রেম কাব্য ভালো লেগেছে । এ প্লাস লন.....