নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী রমি

............

নিউক্লিওলাস

নিউক্লিওলাস › বিস্তারিত পোস্টঃ

দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট কখন?? কেন???

২৭ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৭

অনেক সময় আমাদের দাঁতে ক্যারিজ বা আঘাত জনিত কারনে দাঁতের স্তর ক্ষয় হয় কিংবা দন্ত মজ্জায় ইনফেকশন হয়ে থাকে তাতে অনেকসময় দাঁতের রুট ক্যানেল চিকিৎসার দরকার হয়ে পড়ে।
রুট ক্যানেল চিকিৎসা কখন প্রয়োজন??
যখন আমাদের দন্ত মজ্জায় ইনফেকশন হয় তখন দাঁতে ব্যথা অনুভব, দাঁতের রঙ পরিবর্তন, দাঁতে বড় গর্ত, এমনকি দাঁত ভেঙ্গে যাবার সম্ভাবনা থাকে। যদি অল্প অবস্থায় চিকিৎসা না করানো হয় তাহলে দাঁতের গোঁড়ায় ও মাড়িতে পুঁজ জমে যা পরবর্তীতে দাঁতটিকে স্থায়ী ভাবে নষ্ট করে ভেঙ্গে ফেলতে পারে এমনকি ওখান থেকে আপনার মুখে ক্যান্সার হয়ে তা ছড়িয়ে পড়ে মৃত্যুও হতে পারে।
সব ক্ষেত্রেই কি রুট ক্যানেল চিকিৎসা প্রয়োজন??
সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার দাঁতের condition কেমন তার উপর। অনেক সময় দেখা যায় ক্যারিজ শুধু মাত্র আপনার দাঁতের এনামেল বা ডেন্টিনের সামান্য অংশে ছড়িয়েছে সেক্ষেত্রে ওই অংশটুকু পরিষ্কার করে শুধু ফিলিং করে দিলেই চলে। কিন্তু যদি দেখা যায় ইনফেকশন আপনার দাঁতের পাল্প বা দন্তমজ্জা পযন্ত ছড়িয়েছে এবং আপনি তীব্র ব্যাথা অনুভব করছেন অথবা এমনও হয় কোন আঘাতে আপনার দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হয়।
রুট ক্যানেল চিকিৎসা কি??
মুলত এই চিকিৎসায় দন্তমজ্জা ফেলে দিয়ে দাঁতের মধ্যকার সমস্ত ইনফেকশন উপযুক্ত পদ্ধতিতে পরিষ্কার করে বিশেষ ধরনের ওষুধ দিয়ে ড্রেসিং দিয়ে দাঁতটিকে পুরাপুরি সিল করে বিশেষ ধরনের ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ফিলিং করে দেওয়া হয়।
কি ধরনের পার্মানেন্ট ফিলিং সবচেয়ে ভালো?
যেহেতু আমাদের সামনের দাঁতগুলো আমাদের সৌন্দর্য সহায়ক।এক্ষেত্রে বেশিরভাগই লাইট কিউর কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। বর্তমানে অনেক আধুনিক কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল রয়েছে যা আপনার দাঁতের রঙের সাথে মিলিয়ে ফিলিং করে দেওয়া হয়। পিছনের দাঁতে সাধারনত অ্যামালগাম ফিলিং করা হয়। তবে আজকাল পিছনের দাঁতেও কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে যা অনেক ক্ষেত্রে গতানুগতিক অ্যামালগাম ফিলিং হতে অনেক উন্নত।
রুট ক্যানেল ট্রিটমেন্টে কি ব্যাথা পাওয়া যায়???
আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে বেশীরভাগ মানুষ রুট ক্যানেল ট্রিটমেন্ট অপেক্ষা দাঁত ফেলে দেওয়াকে বেশী পছন্দ করেন। তার বেশীরভাগ কারনই হল ব্যাথার আতংক। অথচ মজার ব্যাপার হল রুট ক্যানেল ট্রিটমেন্টে ব্যাথা পাবার প্রশ্নই আসে না। আপনার ডেন্টিস্ট যদি কাজ শুরুর আগে আপনাকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সঠিক ভাবে অবশ করে নেয় তাহলে আপনার কোন প্রকার ব্যাথা অনুভবই করার কথা না। বরং কারন ব্যাতিত দাঁত ফেলে দিলে পরবর্তীতে ওই জায়গার আশে পাশের দাঁত ফাঁকা হয়ে যাওয়া, কথা বলতে ও খাওয়া দাওয়া করতে সমস্যা সহ নানা রকম জটিলতার সৃষ্টি করতে পারে।
রুট ক্যানেল পরবর্তী চিকিৎসা??
অনেকেই মনে করেন রুট ক্যানেল চিকিৎসায় পার্মানেন্ট ফিলিং দেওয়া হয়ে গেলেই সম্পূর্ণ ট্রিটমেন্ট শেষ। আসলে অনেকক্ষেত্রেই তা না। কেননা রুট ক্যানেল ট্রিটমেন্টে আমরা দাঁতের ভিতরের সম্পূর্ণ দন্ত মজ্জাটুকু বের করে ফেলে দাঁতটিকে মৃত করে দেই।ফলে দাঁতটি তার স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় এবং দাঁতটি খুব সহজেই ভেঙে যেতে পারে। তাই আমরা দাঁতের উপর এক ধরনের কৃত্তিম মুকুট পরাই যেটাকে ক্রাউন বা ক্যাপ বলে। যা আপনার মৃত দাঁতের স্থায়িত্ব বহু বছর বাড়িয়ে দেয়।
দাঁতে ক্রাউন কিভাবে করা হয়??
বর্তমানে ক্রাউন ম্যাটেরিয়াল হিসেবে সবচেয়ে বহুল ব্যবহৃত হয় পোরসেলিন ফিউসড মেটাল বা সিরামিক। রুট ক্যানেলের পর আপনার দাঁতটিকে সঠিক আকৃতিতে কেটে নির্দিষ্ট আকার দেওয়া হয়। তারপর আপনার দাঁতের রঙের সাথে রঙ নির্ধারণ করে দাঁতটির সঠিক ছাপ নিয়ে সেটা ডেন্টাল ল্যাব থেকে ওই আকৃতির ও নির্ধারিত রঙের ক্যাপ তৈরি করা হয়।যা ওই দাঁতের উপর বসিয়ে বিশেষ ধরনের ডেন্টাল সিমেন্ট দিয়ে আটকিয়ে দেওয়া হয়।যদি আপনার ডেন্টিস্ট মনে করে আপনার দাঁতের উপরের অংশ অনেক বেশী ভাঙ্গা বা দাঁত অনেক দুর্বল সেক্ষেত্রে অনেক সময় দাঁতের গোঁড়ায় একটি মেটালের খুঁটি বসিয়েও ক্রাউন করা হয়। একে পোস্ট ক্রাউন বলে। এতে দাঁতটি আরও মজবুত ও দীর্ঘস্থায়ী হয়।
চিকিৎসা পরবর্তী দাঁতের যত্নঃ
কোন বাড়তি যত্নের দরকার হয় না। নিয়মিত দুইবার সঠিক নিয়মে দাঁত ব্রাশ,মাড়ির যত্ন,আর নিয়মিত ডেন্টাল চেকআপ।
mail: [email protected]

মন্তব্য ২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৪

আবহমান বাংলা বলেছেন: আমার ক্রাউন টা উপরের দাঁতের ঘষায় ঘষায় ক্ষয় হয়ে যাচ্ছে। কি করতে পারি? আর এটা যদি কোন কারনে ভেঙে যায়, তবে কি রিপেয়ার বা রিপ্লেস করতে পারব?

২৮ শে আগস্ট, ২০১২ রাত ২:৪৫

নিউক্লিওলাস বলেছেন: ভাইয়া ঠিকমত ক্রাউন করা হলে সেটা সাধারনত দাঁতের ঘষায় ক্ষয়ে যাবার কথা না।আপনি কতদিন হল ক্রাউন করিয়েছেন??বেশিরভাগ ক্ষেত্রেই রিপেয়ার সম্ভব হয় না তবে রিপ্লেস সম্ভব। ধন্যবাদ।

২| ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫৩

আজাদ আল্-আমীন বলেছেন: ++ valo laglo

৩| ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫৫

শার্লক বলেছেন: আমার একটা দাঁতে ক্যাপ পরানো আছে। :)

৪| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১২:০০

আশাবাদী ডলার বলেছেন: প্রায় ৭-৮ বছর আগে বাচ্চাকালে পরে গিয়ে দাঁতের সামান্য অংশ ভেঙ্গে গিয়েছিল আমার। তবে, সেই সময় কোন ব্যথা অনুভব না করায় কোন চিকিৎসকের কাছে যাইনি তখন। কিন্তু, প্রায় ৩ বছর আগে হটাৎ দাঁতে একটু জটিলতা দেখা যাওয়ায় ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার দেখে বলেছিল যে, আমার ভেঙ্গে যাওয়া অংশে ইনফেকশন হয়ে আশেপাশে টিউমারের মত হয়ে গিয়েছে। তারপর উনি অপেরেসন করে টিউমারের মত অংশটুকু ফেলে দিয়েছিল। তারপর বলেছিল কয়েকদিন পরে দাঁতের ভাঙ্গা অংশটুকুতে ক্যাপ লাগায়ে নিতে। কিন্তু, আসলে খুব বেশি ভাঙ্গা না থাকায় খুব খারাপ না লাগায় আমার প্রশ্ন হচ্ছে যে, আমি যদি ক্যাপ নাই লাগাই, তাহলে কি কোন সমস্যা হবে? আর যদি ক্যাপ লাগাতেই হয়, তাহলে কি আরও দেরিতে পড়লে(এমনিতেই ৩ বছর হয়ে গিয়েছে অপেরাসন হয়েছে) কোন অসুবিধা হবে? আর ক্যাপ পড়ার সময় কি কোন ব্যথা পাওয়া যায় কিংবা ক্যাপ পড়ানোর আগে আবার কি কোন ঢাউস মার্কা সুইের ইনজেকশন দিয়ে অবশ করে নেয়া হয় :(

৫| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১২:০২

আশাবাদী ডলার বলেছেন: এতগুলো প্রশ্ন একসাথে করার জন্য দুঃখিত। আর তাড়াতাড়ি লিখতে গিয়ে কিছু বানান উলটাপালটা হয়ে গিয়েছে; বুইঝা নিয়েন :)

২৮ শে আগস্ট, ২০১২ রাত ৩:০০

নিউক্লিওলাস বলেছেন: দাঁতের সামান্য অংশ ভেঙে সেখানে রক্ত জমে গিয়ে তা থেকে ইনফেকশন সেখান থেকে টিউমার।অনেক ছোটোখাটো ব্যাপারে গুরুত্ব না দিলে সেখান থেকে কত বড় কিছু হতে পারে।যাই হোক সম্ভবত আপনার টিউমার অংশটুকু ফেলে দিয়ে সেই দাঁতটা রুট ক্যানাল করে দেওয়া হয়েছে।যেহেতু ওই দাঁত টা মৃত স্বাভাবিক ভাবেই দাঁতটা তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে গেছে। ফলে খাওয়া দাওয়া কথা বলার ফলে দাঁতটির উপর চাপ পরতেছে।চেষ্টা করবেন তারাতারি দাঁতটিতে ক্যাপ করে ফেলার।কারন পরে আবার কোন কারনে দাঁতটি ক্ষতিগ্রস্ত হলে বা ভেঙে গেলে আবার সমস্যা।আর ক্যাপ করার সময় আপনার ব্যাথা পাবার কথা না।ডাক্তার যদি মনে করে অবশ করে নিলে আপনি আরও ভালো আরাম বোধ করবেন তাহলে অবশ করে নেওয়াই তো আপনার জন্যে ভালো। ইনজেকশনটা দেখতে ঢাউস মার্কা কিন্তু সাধারণ ইনজেকশন হতে তো কম ব্যাথা পাওয়া যায়। ধন্যবাদ।

৬| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩১

লিংকন১১৫ বলেছেন: ভাই আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কোথায় ভালো হয় ?

২৮ শে আগস্ট, ২০১২ রাত ২:৪০

নিউক্লিওলাস বলেছেন: লিংকন ভাই,আপনার সমস্যাটা নিয়ে সামনে আমার লিখার ইচ্ছে আছে।একজন অভিজ্ঞ অর্থোডনটিস্ট এর সাহায্যে আপনার আঁকাবাঁকা দাঁতের সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব।ধন্যবাদ

৭| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ২:৩৯

সাইফুল আলী বলেছেন: :|| :|| :|| :||

২৮ শে আগস্ট, ২০১২ রাত ৩:০৩

নিউক্লিওলাস বলেছেন: ভাইয়া মন খারাপ কেন???

৮| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ৩:০২

নিউক্লিওলাস বলেছেন: রুট ক্যানাল বা এ সংক্রান্ত যে কোন প্রশ্ন থাকে তবে মেইল করতে পারেন এই অ্যাড্রেসে [email protected]। ধন্যবাদ।

৯| ২৮ শে আগস্ট, ২০১২ ভোর ৪:১৮

আশাবাদী ডলার বলেছেন: আমার প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইনজেকশনটায় ব্যথা আহামরি বেশি না,৩-৪ সেকেন্ড মুখের তালুতে চিনচিন ব্যথা লাগে একটু। কিন্তু, ঐটার যা চেহারা, মনে হলেই আমার বুকের ভিতর কেমন কেমন জানি করে #:-S :( ঐটার ভয়েই তো ডাক্তারের কাছে আর যাওয়া হচ্ছে না :P

১০| ২৮ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫৮

শার্লক বলেছেন: মানুষ কেন যে ইনজেকশন দিতে এতো ভয় পায়। ছোট বেলা থেকেই যখন কোন ইনজেকশন দেয় আমি তাকায় দেখি মজাই লাগে। :)

১১| ২৮ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৮

নােয়ফ চৌধুরী বলেছেন: ধন্যবাদ জানাই আপনার পোষ্টের জন্য। ভাই আমার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে যখন ব্রাশ করি এর জন্য কি করা যায় একটু বলবেন কি?

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:১৭

নিউক্লিওলাস বলেছেন: ভাই দাঁতে পাথর জমলে ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে এছাড়াও পেরিওডনটাইটিস, জিনজিভাইটিস, ভিটামিন সি এর অভাব ইত্যাদি কারনেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে। একজন অভিজ্ঞ ডেনটিস্টের কাছে স্কেলিং করে নিলে আশা করি আপনার সমস্যার পুরোপুরি সমাধান হবে। ধন্যবাদ।

১২| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:২১

বিপ্লব কান্তি বলেছেন: রুট ক্যানেলের চেয়ে দাঁত ফেলে দেওয়াটাই শুভ । রুট ক্যানেল খুবই খারাপ একটি পদ্ধতি দাঁত রাখার চেষ্টায় !

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৪

নিউক্লিওলাস বলেছেন: দাঁত ফেলে দিলে ঐ ফাঁকা জায়গায় পাশের দাঁত হেলে যেতে পারে ফলে ঐ দাঁতটাও দুর্বল হয়ে পরতে পারে। এছাড়াও দাঁত না থাকার দরুন ঠিক তার উপর কিংবা নীচের দাঁত ঐ ফাঁকা জায়গার দিকে আসতে পারে।এছাড়াও কামড়ে অসামজস্য, খাদ্য দ্রব্য আটকে যাওয়া, কথা বলতে সমস্যা, মুখের সৌন্দর্যহানী । এজন্যই আধুনিক dentistry আপনার দাঁত রেখে দেওয়ার পক্ষপাতি। ধন্যবাদ।

১৩| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৩১

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: টোটাল ১১টা দাঁত রুট ক্যানেল কইরা ক্যাপ পরছি..... :-/

ল্যাংটার আর ইজ্জত হারানোর ভয়.... /:)

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৬

নিউক্লিওলাস বলেছেন: :( :(

১৪| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৮

টাক্কা বলেছেন: ক্যাপ / ক্রাউন পড়াতে কত খরচ পড়ে? আমি রুট ক্যানেল করালেও ক্যাপ পড়া হয় নি ভুলে। :(

২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৮

নিউক্লিওলাস বলেছেন: চার থেকে দশ হাজার টাকা......

১৫| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩২

পোকেমোন০০৭ বলেছেন: + দিলাম।প্রয়োজনীয় পোষ্ট।

১৬| ২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫২

Neeljosona বলেছেন: আমি আজকে যাচ্ছি রুট ক্যানেল করতে। আপনার পোষ্টের তথ্য কাজে লাগবে।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.