নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেকোবেদ

আমি বাঙালি, মুসলমান। বিড়ি টেনে, খেজুর আর পানি খেয়ে জীবনের কষ্টকে প্রতিটা শ্বাসে গ্রহণ করি।

কেকোবেদ › বিস্তারিত পোস্টঃ

সেনাবাহিনী চালাচ্ছে আনসার!

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:০৯

বাবার চাকরিসূত্রে, সিএমএইচ থেকে সুবিধা পেয়ে থাকি আমি। এলপি থেকে মেডিসিন কালেক্ট করতে গিয়ে দেখলাম বিরাট লাইন। লাইনে দাঁড়ালাম। পিছে একজন মুক্তিযোদ্ধা চাচা এসে দাঁড়ালেন। সবুজ পাঞ্জাবির উপর মুক্তিযোদ্ধার কোটপিন পড়েছে দেখলাম। চাচা লাইনের একদম প্রথম ব্যক্তির কাছে গিয়ে বললো, মুক্তিযোদ্ধা হিসেবে তাকে অগ্রাধিকার দেয়া হোক। সেই ব্যক্তি তাকে পাত্তা দিলো না। পরে চাচা লাইন এর পিছনে গিয়ে ভাষণ শুরু করলেন ৭১ এর মুক্তিযুদ্ধের গৌরবকথার উপরে। যতক্ষণ দাঁড়িয়ে ছিলাম ততক্ষনই ভাষণ চললো। ভাষণের মধ্যে চাচা জানালেন তার এক নাতি আনসারের "নায়েক"। তার বকওয়াস শুনতে মজাই লাগতেছিলো। আরো মজা নেয়ার জন্য জিজ্ঞেস করলাম, "চাচা, আনসার কি দেশ স্বাধীন করছে নাকি।"
"আরে, আনসারই তো আর্মির মেইন পার্ট। এগোর জন্যেই তো আর্মিরে এতো টাকা দিতাছে সরকারে। দেশটাতো টিক্কা আছেই এদের লাইগ্গা।"
-- বাণীতে চাচা।
এলপির কাজ সেরে গেলাম ফার্মেসী ডিপো তে ঔষুধ নিতে। ঐখানেও বিরাট লাইন। ১ ঘন্টা দাঁড়াই আছি। কানে হেডফোন গুঁজে গান শুনতেছিলাম। তাও একঘেয়ে লাগতেছিলো। হুট্ করে দেখি আমার হাতের ঔষুধের প্রেসক্রিপশন একজন টান মারলো। পাশে তাকে দেখলাম এক আনসার আমার প্রেসক্রিপশন পড়তেছে। আমার মেজাজটা গেলো গরম হয়ে। প্রেসক্রিপশন টান মেরে কেড়ে নিলাম। বললাম, "মিয়া, আনসার হয়ে জেসিওর সাথে দুর্ব্যবহার করতেছো? তোমার দোস্ত লাগি?" আমি খালি আগুনে ঘি টা ঢাল্লাম। পিছে থেকে এক ওয়ারেন্ট অফিসার তাকে লাথি মেরে বসলো। পরে সে সরি বললো, মাগার ওয়ারেন্ট অফিসার তারে ধইরা কই জানি নিয়ে গেলো। মানে বুঝলাম না, আনসার হইয়া আমার কাগজ লইব কেন, ওর কামডাই বা কি। বেশি কথা না বাড়ায় নিজের ঔষুধ নিয়ে বের হয়ে পড়লাম। আনসারটা হয়তো চাচার সেই নাতিন ছিল।
-- রুস্তম শেখ কেষ্ট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.