নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলায় দেখি স্বপ্ন করি বাংলায় চিৎকার

স্বপ্ন+সমুদ্র

স্বপ্নসমুদ্র

কিছু কিছু বিভ্রান্তি এমন যে আপনি বুঝতেই পারবেন না আপনি এর শিকার। প্রেম এমন ই একটা বিভ্রান্তি। আবার সমুদ্রের নীল ও একই। যখন বুঝবেন তখন আপনি ডুবে গেছেন।

স্বপ্নসমুদ্র › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র জীবনের গল্প (ভাষা বিভ্রাট)

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮



মনের ভাব প্রকাশের জন্য ভাষা। আর ইংরেজি ভাষা জানলে আপনি পুরা দুনিয়া ভেজে খাইতে পারবেন এটা পুরা ভুল। বিশ্বের উন্নত দেশে এরা ইংরেজি ভাষার চর্চাই মনে হয় করে না। কিছু বললে হা করে তাকায়া থাকে। :-/

ছোট বেলায় চারুকলা বইয়ে সম্ভবত শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি গল্প পড়েছিলাম। উনি ইউরোপের রাস্তায় রাস্তায় “পল্লেভু আংলে। পল্লেভু আংলে” বলে ঘুরছিলেন। বিভিন্ন দেশে গেলে এই সমস্যা আমাদেরও হয়। উনি তো তাও ছবি একে খাওয়ার অর্ডার দিতে পেরেছিলেন।



আমার আকাআকির যে হাত। কোরিয়ার রেস্টুরেন্টে যাইয়া গরু অর্ডার করলে নির্ঘাত আস্ত কুকুর ভাইজা নিয়া আসবে। :((:((

রাশিয়ার গল্প বলি। আমরা ওখানে গিয়েছি মেটকোক লোড করতে। এটা এমন এক ধরনের কয়লা যা পারমাণবিক চুল্লিতে তাপ উৎপাদনে ব্যাবহার করে। লোডিংয়ে মোটামুটি ৭ দিন লাগবে। আমার ডিউটি ৬ অন ৬ অফ। দুপুর ১২ টায় ডিউটি শেষ করেই বেরিয়ে পড়লাম রাশিয়া ভ্রমনে। আবার সন্ধ্যা ৬ টার মধ্যে ব্যাক করা লাগবে। মোটামুটি সব ঘুরে ফিরে ৫ টা নাগাদ পোর্ট গেটে আসলাম। যেই গেট দিয়ে বের হয়ছি সেই গেটে। কিন্তু দারোয়ান ঢুকতে দিবে না। কোনভাবেই না। /:)আর শালা ইংরেজি ও বুঝে না। কি এক বিপদে পড়লাম। গেট থেকে আমার জাহাজ দেখা যাচ্ছে। :((তারে বুঝানোর চেষ্টা করেই যাচ্ছি। কোন লাভই হচ্ছে না। আর ও কি বলতেছে আমিও বুঝতেছি না। X((পুরাই এলিয়েন ল্যাঙ্গুয়েজ। এরপর দেখি এক টুকরা কাগজে কি সব হাবিজাবি লিখে আমার হাতে দিয়ে উল্টা রাস্তা দেখায়া দিতেছে। মেজাজ তখন পুরাই বিলা। ডিউটির টাইম হয়া যায় আর তুমি মশকরা কর। কাগজে চোর পুলিশ বাবু খেলা শুরু করছ? X(



এর মধ্যে গেটের অপর পাশ থেকে এক রাশিয়ান মেয়ে আসলো। গেটম্যান আমাকে দেখায়া কি কি জানি বলল। পরিস্কার উচ্চারনে সে সুন্দর করে হাই বলল। তারপর জিজ্ঞেস করে জানলাম সে ইংরেজি জানে আর গেটম্যান আমাকে বলতে চাইছে যে এই গেট দিয়া খালি বের হয়া যায় ঢুকা যায় না। তোমার জাহাজ দেখা গেলেও লাভ নাই। রুল ইজ রুল। :-*কাগজের চোর পুলিশের ইতিহাস হইল এতে পোর্ট এর অন্য গেটের ঠিকানা লেখা আছে। রাস্তায় জনগণরে দেখাইলে তারা গেট দেখায়া দিবে। নিজেরে খুব অশিক্ষিত মনে হইল। :|কিন্তু মেয়েটা খুব ভাল ছিল। ও বলল ওকে, “নো প্রবলেম। আই উইল গো উইদ ইউ।”

তারপর আর কি। পুরা দুনিয়া ঘুরে পোর্টের অন্য গেট এ পৌঁছাইলাম। অবশ্য এর সাথে কথা বলতে বলতে সময় টা খারাপ যায় নাই। B-) যাওয়ার সময় মেয়েটাকে দুই টাকার একটা নোট দিয়েছিলাম সুভিনিউওর হিসেবে। সাঙ্ঘাতিক খুশি হয়েছিল। সবচে সুন্দর ব্যাঙ্ক নোট বলে কথা। (এটা পরে জানছি।) বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে চাইলো:)। জাহাজে ফিরতে ফিরতে তখন ৮ টা। কোন রকম ডিনার করে ডিউটি তে আসলাম।



এরকম ঝামেলায় প্রায় ই পড়তে হয়। জাহাজে যেই লেবাররা কাজ করে তাদের সাথে ভাব বিনিময় করতেও অবস্থা খারাপ হয়ে যায়। ধরুন কোন একজন একমনে ক্রেন চালাচ্ছে আর কার্গো লোড করছে। লোড করতে করতে দেখা গেল জাহাজ একদিকে কাত করে ফেলছে। তাকে অন্য দিকে কার্গো দেয়ার কথা বুঝাইতে অবস্থা খারাপ হয়ে যায়। শেষমেষ দুই হাত দু পাশে তুলে এক দিকে কাত হয়ে বুঝানো লাগে “we are listed to starboard(জাহাজের ডান), Go back to port (জাহাজের বাম).”



বাইরের দেশে গেলে আমাদের সবারই কমন সম্বোধন হল “মাই ফ্রেন্ড”। এই সেন্সে বিশ্বে সম্ভবত মেরিনারদেরই সবচে বেশি ফ্রেন্ড। যে ইংরেজি জানে না সেও মাই ফ্রেন্ডের মানে বুঝে। কিন্তু এইটুকুই। এরপর ইংরেজিতে যাই বলি সব ওদের কানের উপর দিয়া যায়। একবার কার্গো লোডিং এর সময় একটা খুব দরকারি জিনিস বুঝানোর প্রয়োজন হল এক চায়নিজ মাই ফ্রেন্ডকে। প্রায় আধা ঘণ্টা ধরে বুঝালাম। নাহ। বুঝেই না। ইশারা ইঙ্গিত সব ফেইল। সে তার ভাষায় ভুং চুং কি সব বলতেছে। বুঝেই না। X((শেষমেশ বিরক্তির শেষ সীমায় যাইয়া রেগেমেগে খাঁটি বাংলায় বললাম, “হারামি একটু বুঝলেই তো হয় বুঝস না ক্যান??”X(X(( তারপর পুরা জিনিসটা আবার বাংলায় বললাম। আমার ভাব তখন এমন যে তুমি চায়না ছাড়বা আর আমিও বাংলা ছাড়মু। ভাই, বিশ্বাস করেন আর নাই করেন এবার সে ঠিক ই ব্যাপার টা বুঝল আর সেইমত কাজ করল। আমি এত টাস্কি একসাথে জীবনেও খাই নাই। পুরা পেট ভইরা গেছে। :|:-*:|:-*

(চলবে...............)



অন্য লেখা গুলোর লিঙ্কঃ

সমুদ্র জীবনের গল্প (কেউ আমাদের বুঝে না!!)

সমুদ্র জীবনের গল্প (মোবাইল কথন)

সমুদ্র জীবনের গল্প

সমুদ্রবাড়ি (ছবিব্লগ)

মন্তব্য ৩৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বোকামন বলেছেন: ভালো লাগলো .....

০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

স্বপ্নসমুদ্র বলেছেন: আবারো ধইন্না।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

কস্কি বলেছেন: একবার কার্গো লোডিং এর সময় একটা খুব দরকারি জিনিস বুঝানোর প্রয়োজন হল এক চায়নিজ মাই ফ্রেন্ডকে। প্রায় আধা ঘণ্টা ধরে বুঝালাম। নাহ। বুঝেই না। ইশারা ইঙ্গিত সব ফেইল। সে তার ভাষায় ভুং চুং কি সব বলতেছে। বুঝেই না। শেষমেশ বিরক্তির শেষ সীমায় যাইয়া রেগেমেগে খাঁটি বাংলায় বললাম, “হারামি একটু বুঝলেই তো হয় বুঝস না ক্যান??” তারপর পুরা জিনিসটা আবার বাংলায় বললাম। আমার ভাব তখন এমন যে তুমি চায়না ছাড়বা আর আমিও বাংলা ছাড়মু। ভাই, বিশ্বাস করেন আর নাই করেন এবার সে ঠিক ই ব্যাপার টা বুঝল আর সেইমত কাজ করল। আমি এত টাস্কি একসাথে জীবনেও খাই নাই। পুরা পেট ভইরা গেছে।


=p~ =p~ =p~ =p~ =p~


চলুক ...........................

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১০

স্বপ্নসমুদ্র বলেছেন: হা হা! ওকে। চলবে...।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~


চলুক

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১২

স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ। এই স্মাইলি কিভাবে দেয়??

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬

অথৈ সাগর বলেছেন: এরকম বিভ্রাট অনেক সময় হয় । সুন্দর পোস্ট ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ। অনেক দিন লেখেন না। কই আছেন?

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

বোকামানুষ বলেছেন: :D B-)

ভাল লাগলো

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

লাবনী আক্তার বলেছেন: Valo laglo. :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

স্বপ্নসমুদ্র বলেছেন: thanks :)

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

আমরা বাংলাদেশি বলেছেন: plus :D
jotil laglo.
chalaye zan.

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

স্বপ্নসমুদ্র বলেছেন: ওকে। লিখব। পইড়েন।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

মাগুর বলেছেন: ভীমরুল, এক নি:শ্বাসে পড়ে ফেললাম :-B
জালিয়ে যাও ;)

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৪

স্বপ্নসমুদ্র বলেছেন: ছি!! দিলরুবা! এ তুমি কি বললা?? আমি জ্বালাই?? ঐ মিয়া এটা কি কাবাডি যে এক নি:শ্বাসে পড়তে হবে?? নাকি লেখা বেশি ছোট হয়া গেল।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩

আমিই মিসিরআলি বলেছেন: কোন কি B:-) !!! টাস্কি খাওয়ার মত বেপারই বটে :-B

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৫

স্বপ্নসমুদ্র বলেছেন: আরে হ ভাই। অরে যে গাইল ডি দিছি হেইগুলান জানি বুঝছে নি। তইলে তো.... লইজ্জা, লইজ্জা।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৮

তোমোদাচি বলেছেন: ভাই চরম লিখেছেন !!
জাপানে আইশা একটা নতু জিনিস শিখছি, মুকাভিনয়!!
জাপানের উচ্চ- শিক্ষিত মানুষ ও ইন্রেজী জানে না, প্রায়ি ওদের কে বিভিন্ন জিনিস বুঝাতে হয় ইশারা ইঙ্গিত দিয়া!

আমি ও একবার এক জাপানীজ বুড়া কে ধমক দিয়েছিলাম বাংলায় "ঐ মিয়া! আপনার কুত্তা সরান না ক্যান!!" জাপান নিয়ে সিরিজে এটা এক জায়গায় লিখেছিলাম~!

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

স্বপ্নসমুদ্র বলেছেন: জাপানী এক জনের সাথে পরিচয় হইছিল। হিথারু। আমাকে আরিগাতো বলা শিখাইছে। তারা তাদের বউ দের খুব ভালবাসে। তাই না?
তোমোদাচি মানে কি ভাই?

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লেগেছে! :)

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

স্বপ্নসমুদ্র বলেছেন: দেশে যেই হারে হরতাল চলতেছে কোথাও যাইতে চাইলেও লাভ নাই। :D ধন্যবাদ।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: “হারামি একটু বুঝলেই তো হয় বুঝস না ক্যান??” =p~

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

স্বপ্নসমুদ্র বলেছেন: হেহে!! পরে এমন বুঝাই বুঝসে!!! :D

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

এম এম ইসলাম বলেছেন: আমাদের দেশে অনেককেই বলতে শুনি " বেটা এমএ পাশ করল অথচ ইংরেজীতে একটা চিঠিও লেখতে পারেনা। ঐ বেটা নিশ্চয় নকল করে পাশ করেছে"।
আগেরদিনে এদেশে নাকি শিক্ষার মান ভালো ছিল। তখন মেট্রিক পাশ করা লোকদের ইংরেজীর ভষার পান্ডিত্য এখনকার বিএ/এমএ পাশের কান কাটে। এদেশে ইংরেজীতে কথা বলতে পারাকে স্মার্টনেস হিসেবে দেখা হয়।
এখন আমাকে বলেন দেখি, ঐ দেশগুলোর কি শিক্ষার মান খারাপ? তারা কি নকল করে পাশ করে? নাকি ঐ দেশের মানুষগুলো গেঁয়ো প্রকৃতির?

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

স্বপ্নসমুদ্র বলেছেন: ভাই আমাদের দেশের ইংরেজির বেসিক ই শুরু হয় “with due respect and humble submission, I beg to state” দিয়া। পোলাপানের মেধার অর্ধেক ই খরচা হয় এই চামচামি মুখস্ত করতে গিয়া। বাইরের উন্নত দেশে ওরা জ্ঞান চর্চা করে নিজেদের ভাষায়। ভাষা নিয়া এত জোরাজুরি নাই। ওদের জ্ঞান নিতে উল্টা ওদের ভাষা শিখতে হয়। আমরা এখনো ২০০ বছর আগে পড়ে আছি। ইংরেজি নিয়া মানুষের হা হুতাশ দেখে তাই মনে হয়। দেশের মেধাবী অধ্যাপক রা বই লিখলেও ইংরেজিতে লেখে। যেন একজন তরুন মেধাবীকে তা ডিকোড করার জন্য ডিকশনারী নিয়া বসতে হয়। ক্যান?? বাংলায় লেখলে কি হয়?? আমিও বুঝি না।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

মনিরা সুলতানা বলেছেন: লেখা দউরাইতাছে ...
সাথে থাকলাম

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮

স্বপ্নসমুদ্র বলেছেন: দৌড়াইয়া বুড়িগঙ্গায় (মান খারাপ) যাইতে নিলে বইলেন। থামায়া দিমুনে।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪০

নীল-দর্পণ বলেছেন: চাইনিজের কাহিনী পড়ে হাসতে হাসতে শেষ =p~ =p~

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

স্বপ্নসমুদ্র বলেছেন: যে শুনে সেই খুব মজা পায়। হা! হা!

১৬| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৭

আবদুল্লাহ-আল-মাসুম বলেছেন: আমার কিছু জরুরী কথা আছে ।
ফোনে কথা বলতে পারলে ভালো হয়

০১৭১৬ ০৮৯ ০৮৯
আপনার নাম্বার এস এম এস করুন

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:০১

স্বপ্নসমুদ্র বলেছেন: অনেক দুঃখিত। আপনি মনে হয় কল দিয়েছিলেন। ধরতে পারি নি। পরে ক্রেডিট ও ছিল না। ব্যাক ও করতে পারিনাই। সুবিধাজনক সময়ে আমি কল করবো।

১৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বর্ণিল জীবন আপনার... ভাল লাগল... :)

১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩০

স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ জহির ভাই।

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০২

ইয়ার শরীফ বলেছেন: তোমোদাচি মানে বন্ধু ।।

পোস্ট ভালো লাগলো

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬

স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.