নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলায় দেখি স্বপ্ন করি বাংলায় চিৎকার

স্বপ্ন+সমুদ্র

স্বপ্নসমুদ্র

কিছু কিছু বিভ্রান্তি এমন যে আপনি বুঝতেই পারবেন না আপনি এর শিকার। প্রেম এমন ই একটা বিভ্রান্তি। আবার সমুদ্রের নীল ও একই। যখন বুঝবেন তখন আপনি ডুবে গেছেন।

স্বপ্নসমুদ্র › বিস্তারিত পোস্টঃ

সমুদ্র জীবনের গল্প (কেউ আমাদের বুঝে না)-২

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

লিখছিলাম আমাদের সাথে অন্য সবার ভুল বুঝাবুঝি নিয়ে। এর আগের অংশটি যারা পড়েন নি।





জলের মানুষরাও আমাদের ভুল বুঝে। জেলেদের কথা বলছি। আপনি যখন কোন দেশের কোস্ট অতিক্রম করবেন তখন দেখতে পাবেন হাজার হাজার জেলে নৌকা। এরা জাল ফেলে মাছ ধরতে থাকে ইতস্তত এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে।





যখন রাতের বেলা ন্যাভিগেশন করবেন তখন মনে হবে যেন এক ঝাক তারা আকাশ থেকে নেমে এসেছে। দেখার মত দৃশ্য। কিন্তু ন্যাভিগেটরের অবস্থা খারাপ হয়ে যায়। এদের জাল এবং ছোট নৌকা বাঁচিয়ে চলতে হবে। একটু পর পর কোর্স চেঞ্জ করতে হয়। এখানে ভুলের কোন সুযোগ নেই। একটা নৌকার কিছু হলে আপনাকে এরেস্ট করা হবে। তাই ওই সময়ের ন্যাভিগেশন দুঃস্বপ্নের মত।





ফিশিং বোট গুলো আশা করে আমরা তাদের জাল বাঁচিয়ে চলব। কিন্তু সমস্যা হল জাল আছে তা বুঝার সাথে সাথেই এত বড় জাহাজ টার্ন করা সব সময় সম্ভব হয় না। লোডেড জাহাজের মোমেন্টাম অনেক বেশি থাকে। তাই স্টিয়ার করার অনেক পর তা কার্যকর হয়। ফলাফল জালের উপর দিয়ে জাহাজ চলে যায় এবং তা প্রপেলারে কাটা পড়ে। জেলেরা অনেক সময় আলো দিয়ে অনবরত জাহাজ কে সংকেত দিতে থাকে যা প্রায় ক্ষেত্রেই দুর্বোধ্য যে আসলে কোনদিকে তার জাল ছড়ানো আছে।





এবার আরেকটি ভুল বুঝাবুঝির গল্প। এটা হয়েছিল বাংলাদেশি একটা নেভি শিপের সাথে। আমাদের জাহাজ বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রাম বন্দরে আসছিল। বন্দর থেকে প্রায় ৪৫ নটিক্যাল মাইল দূরে আমরা। এর মধ্যে VHF এ শোনা গেল এক নেভি শিপ আমাদের ডাকছে। রিপ্লাই করার পর তারা জাহাজের নাম, জাতীয়তা, গন্তব্য সহ আরও অনেক ইনফরমেশন নিলো। তারপর হুট করে বলছে যে আপনারা আমাদের ফায়ারিং এক্সারসাইজ এরিয়ায় ঢুকে গেছেন। অনুগ্রহ করে কোর্স চেঞ্জ করে অন্য পথে চট্টগ্রাম বন্দরে এপ্রোচ করেন।

আমরা তখন সত্যিকার অর্থেই হতভম্ব।

-আপনাদের কী কেউ ইনফরম করে নি?

-আমরা সিঙ্গাপুর থেকে ফিরছি। কিভাবে জানবো যে আজ আপনাদের ফায়ারিং প্র্যাকটিস।

-ওকে। আপনাদের একটা রুট সাজেস্ট করছি ওই মত চলে যান।

তাদের সাজেস্ট করা রুট অনুযায়ী জাহাজ ঘুরানো হল। হিসেব করে দেখা গেল নতুন রুট আমাদের আরও প্রায় ২ ঘণ্টা দেরীতে বন্দরে নিবে। এই কোর্স সম্পর্কে ক্যাপ্টেন কে জানানো হল। স্যার ব্রিজে এসে আবার ওই নেভিশিপটিকে ডাকলেন ফায়ারিং এরিয়ার সঠিক কো অর্ডিনেট নিতে। কিন্তু কোন রিপ্লাই নেই। এরমধ্যে আরেকটি শিপ এর মেসেজ আসছিল। বাধ্য হয়ে তাই ওটাকে ডাকা হল। কিন্তু ওই জাহাজ থেকে জানানো হল যে আমাদের ফায়ারিং এক্সারসাইজ আগামীকাল।

-মানে কী? আপনাদের একটি জাহাজ ই একটু আগে আমাদের বলল যে আমরা ফায়ারিং এক্সারসাইজ এরিয়াতে আছি। নতুন কোর্স ও দিল।

- ও। তাহলে মনে হয় উনি বুঝতে পারেননি। আপনারা আপনাদের আগের কোর্সে এসে চট্টগ্রাম চলে যান।





এই হল দূরবস্থা। জার্মান একটা কন্ট্রোল টাওয়ারে একটা দুর্দশাগ্রস্থ জাহাজ থেকে মেসেজ আসছিল।

: sir. We are in Distress. We are sinking……

: ok. What you are sinking?

: sir. We are sinking….

: yes. But what you are sinking?

: please send assistance. We are sinking……..

: please tell what are you sinking??

তারপর আর নো রেসপন্স। ইতোমধ্যে বিপদগ্রস্থ জাহাজটি ডুবে গেছে। জার্মান রা T এর উচ্চারণ করে s দিয়ে। থিঙ্কিং রে বলে সিঙ্কিং। এটাই হল এই ভুল বুঝাবুঝির কারণ। আসলে খালি জার্মান না। চীন, কোরিয়া সহ আরও অনেক দেশেই এই ব্যাপারটা দেখেছি।

(সমাপ্ত)



ছবিঃ ইন্টারনেট।

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

বোকামানুষ বলেছেন: সুমুদ্র জীবনের গল্প শুনতে ভাল লাগছে

লিখতে থাকুন

শুভকামনা রইলো

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮

স্বপ্নসমুদ্র বলেছেন: আপনাদের ভাল লাগছে শুনে লেখার উৎসাহ পাচ্ছি। অনেক ধন্যবাদ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭

মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগছে ভুল বঝা বুঝির গল্প ...

এক টানে পড়লাম ।। :)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ আপু। :)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

স্বপনবাজ বলেছেন: বোকামানুষ বলেছেন: সুমুদ্র জীবনের গল্প শুনতে ভাল লাগছে

লিখতে থাকুন

শুভকামনা রইলো

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

স্বপ্নসমুদ্র বলেছেন: লিখা গুলোর অধিকাংশ জাহাজেই লেখা। এখন শুধু এডিট করে পোস্ট করছি। ধন্যবাদ পড়ার জন্য।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: মেরিনারদের ব্যাপারে শুনতে ভালই লাগছে। চালিয়ে যান।

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

স্বপ্নসমুদ্র বলেছেন: ভাল লাগছে শুনে সত্যিই আনন্দিত আর উৎসাহিত হচ্ছি। চালাব ইনশাল্লাহ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

বোকামন বলেছেন: এই পর্বটি আরো ভালো লাগলো .....+++

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

স্বপ্নসমুদ্র বলেছেন: আ্পনিতো ভাই এই সিরিজের পুরান পাঠক। তুলনা র জন্য ধন্যবাদ। এটা আমাকে লেখা আলাদা করতে সাহায্য করবে।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

লজিক মানুষ বলেছেন: প্লাস

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

স্বপ্নসমুদ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

প্রধান দুলাল বলেছেন: একটু ভিন্ন ধরেনের অভিজ্ঞতার কথা জানতে ভালই লেগেছে , রাজনীতির পক্ষে বিপক্ষে পড়তে পড়তে চোখ দুটি ক্লান্ত লাগছিল এখন সেটা দূর হয়ে গিয়েছে ।
ধন্যবাদ জানাই আমদের সাথে শেয়ার করার জন্য ।আরও কিছু শুনতে চাই কি করেন যখন ভালবাসার মানুষদের দেখতে ইচ্ছে করে ? :-)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০

স্বপ্নসমুদ্র বলেছেন: ভাই, দেশের কথা ভাবলে খুব খারাপ লাগে সমুদ্রে থেকে। খোঁজ খবর পাইনা। কিছু না। কিন্তু এখন যেই অবস্থা দেখছি। এ টাইপ খবর পাওয়ার চে না পাওয়াই ভাল। সুখেই ছিলাম। প্রিয়জনদের নিয়ে আরেকদিন লিখব।  লেখা পড়ার জন্য ধন্যবাদ। অন্য গুলাও পড়বেন।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

তানিয়া হাসান খান বলেছেন: বোকামানুষ বলেছেন: সুমুদ্র জীবনের গল্প শুনতে ভাল লাগছে

লিখতে থাকুন

শুভকামনা রইলো

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০

স্বপ্নসমুদ্র বলেছেন: লেখক বলেছেন: আপনাদের ভাল লাগছে শুনে লেখার উৎসাহ পাচ্ছি। অনেক ধন্যবাদ।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩১

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: :D :D :D :D

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১

স্বপ্নসমুদ্র বলেছেন: :) :p

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৯

আমিই মিসিরআলি বলেছেন: চালিয়ে যান ++++++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৩

স্বপ্নসমুদ্র বলেছেন: অবশ্যই ইনসাল্লাহ।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৫

তোমোদাচি বলেছেন: সাবলীল লেখা!

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৩

স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ। :)

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০

রিফাত হোসেন বলেছেন: হুম, ডয়েচাররা ক্ষ কে ক+ষ এর মত উচ্চারন করে ! বড়ই বিদঘুটে । :( শ আর স মনে হয় এদের জিহ্বা দিয়ে সিল করে রাখছে =p~

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৫

স্বপ্নসমুদ্র বলেছেন: বুঝি না। কত কঠিন কথা তারা বলে। কিন্তু এটা বলতে পারেনা। :D

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

অন্ধকার রাজপুত্র বলেছেন: সমুদ্র জীবনের গল্প পড়ে ভালোই লাগলো ++++++ :) :) :)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৭

স্বপ্নসমুদ্র বলেছেন: আশা করছি আরও লিখবো আর তখনো পড়বেন। :)

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

বাংলার হাসান বলেছেন: +++++++++ পরের পর্বের অপেক্ষায়

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

স্বপ্নসমুদ্র বলেছেন: এটা নিয়া আর লেখা নাই। অন্য লেখা গুলো পইড়েন।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: চলুক। নাবিক জীবন ও সমুদ্রের গল্প ভালো লাগছে! +++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩০

স্বপ্নসমুদ্র বলেছেন: উৎসাহ পেতেও ভাল লাগছে। :)

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২

শাওন৯৫ বলেছেন: ভালো লাগল ।। ।। ।।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ।। ।। ।।

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

বইয়ের পোকা বলেছেন: ভালোই লেগেছে। চালিয়ে যান।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

স্বপ্নসমুদ্র বলেছেন: আচ্ছা। চালবো।

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

সায়েম মুন বলেছেন: চমৎকার একটা পোস্ট। আপনার আরো সমুদ্র অভিজ্ঞতা শেয়ার করুন। পড়তে ভাল লেগেছে।

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

স্বপ্নসমুদ্র বলেছেন: আমারও শেয়ার করতে ভালো লাগছে। সত্যি ভাবি নাই এত আগ্রহ নিয়ে পড়বেন। ভেবেছিলাম। এক কোনায় পড়ে থাকবে ব্লগের। আমার শুধু একটা ডিজিটাল ডায়েরি হয়ে থাকবে।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

কালোপরী বলেছেন: :)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৭

স্বপ্নসমুদ্র বলেছেন: :) প্রতিউত্তর।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

শোভন শামস বলেছেন: পৃথিবীর যে বন্দর ছুঁয়েছেন তার গল্পগুলো লিখে যান।

ভাল থাকুন, ধন্যবাদ

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

স্বপ্নসমুদ্র বলেছেন: ইনশাল্লাহ চেষ্টা করব। আপনিও ভালো থাকবেন। :)

২১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


সমুদ্রে জীবন যাপন সম্পর্কে ধারনা আছে ... আমার গুষ্টির মানুষেরা ব্যাপকভাবে উভচারি ... :P




শেষ এর অংশটুকু মর্মস্পর্শী :( :( ... ভাষাগত সমস্যা কেমন করে ভয়ানক হয়ে ওঠে!!!



লিখতে থাকুন ! ... বুঝতে চেষ্টা করবো সবাই ... :)

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

স্বপ্নসমুদ্র বলেছেন: হুম। আপনিও উভচরী নাতো আবার?? :P শেষ অংশটুকু সত্য কিনা জানি না। তবে সত্যি এমন সমস্যা হতেই পারে। ভালো থাকবেন। :)

২২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

পূরান পাগল বলেছেন: সুন্দর পোস্ট ।আপনার জাহাজের সব অফিসার কি বাংলাদেশি ?না হলে ওদের সাথে বা খাবারসংক্রান্ত সমস্যাগুলো জানাবেন ।

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

স্বপ্নসমুদ্র বলেছেন: আমি এখন পর্যন্ত যেই ২ টা জাহাজে ছিলাম ২ টাই বাংলাদেশি ফ্লাগ। ভবিষ্যতে তেমন কোন অভিজ্ঞতা হলে শেয়ার করব। একটায় ১ জন থাই অফিসার ছিল। আমাদের সাথেই খাইত।

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:





নাহ !
আমি ডাঙ্গায় থাকতেই অভ্যস্ত !!



:)


০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

স্বপ্নসমুদ্র বলেছেন: মাত্র ইমেজ চেঞ্জ??? ডাঙ্গায় থাকাই ভালো... :)

২৪| ০১ লা মে, ২০১৩ বিকাল ৪:১৭

সমুদ্রচারী বলেছেন: ভালৈচে +

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:০২

স্বপ্নসমুদ্র বলেছেন: হা হা! পিলাস দিলা বন্ধু?? ধইন্না লও ১৩৪ গ্রাম।

২৫| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

মাক্স বলেছেন: থিঙ্কিং সিঙ্কিং =p~ =p~

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮

স্বপ্নসমুদ্র বলেছেন: হা হা! এখনো এভাবেই কথা বলে তারা। =p~ :P

২৬| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১২

সোহাগ সকাল বলেছেন: এত্ত সুন্দর লেখা এতদিন পর দেখলাম!

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯

স্বপ্নসমুদ্র বলেছেন: ব্যাপার না। ভালো থাকবেন।

২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:১৯

সমুদ্র_বাংলা বলেছেন: ভাল লাগল

১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩২

স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.