![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু বিভ্রান্তি এমন যে আপনি বুঝতেই পারবেন না আপনি এর শিকার। প্রেম এমন ই একটা বিভ্রান্তি। আবার সমুদ্রের নীল ও একই। যখন বুঝবেন তখন আপনি ডুবে গেছেন।
অনেকদিন পর পোস্ট করছি। পরীক্ষার চাপে পুরা চিড়াচ্যাপ্টা হয়ে যাচ্ছি। (এগুলা ভাবের কথা। না বললে মানুষ ভাববে যে পড়িই ই না।) যাহোক সবাই দোয়া করবেন।
সমুদ্র নিয়ে আপনাদের কৌতুহল দেখে পোস্ট দিতে ভালো লাগে। ল্যাপটপে হাই রেজুলেশন এর কিছু ছবি পেলাম। কম্প্রেস করে পোস্ট করছি। আশা করছি ভালো লাগবে আপনাদের।
ডলফিনের সাথে সমুদ্রচারীদের যেন বন্ধুত্ব। গভীর সমুদ্রে জাহাজের গতির সাথে পাল্লা দিয়ে ছুটে বেড়ায়। কিন্তু ছবি তোলার জন্য খুব কম সময়ই দেয়। একটা গল্প শুনেছিলাম যে অনেক আগে প্রশান্ত মহাসাগরে ডুবে যাওয়া এক জাহাজের কয়েকজন নাবিককে নাকি এরা ভাসিয়ে ভাসিয়ে কাছের কোন এক দ্বীপে নিয়ে যায় যেখান থেকে তারা পরে উদ্ধার পায়। সত্য মিথ্যা জানি না। কিন্তু বেশ ভালই লাগে তাদের ডিগবাজি দেখতে।
মেঘের পাহাড়। সন্ধ্যা বেলায় ন্যাভিগেশনের সময় মাঝে মাঝে ছোট ছোট মেঘ দেখে দ্বীপ ভেবে ভুল হয়। স্রস্টা যে কত যত্ন করে পৃথিবীটা বানিয়েছেন না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন।
দিনের আলোতে তুলোর মত মেঘ। অদ্ভুত সুন্দর।
সূর্যটা ফিরছে ঘরে। ক্লান্ত দিন সাঙ্গ করে। একটু জিরোনো চাই। দিগন্ত দিচ্ছে ঠাই।
ঘোড়ার ডিমের ব্যস্ততা আপনার। কয়দিন এমন একটা সূর্যাস্ত বউকে বা প্রিয়জনকে নিয়ে দেখেন না বলেন তো। যান ডেকে আনেন।
দুটো মাছ ধরার নৌকা। সম্ভবত বাড়ি ফিরছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ। মায়ানমারে। কাঠ লোড করছে। আমাদের জাহাজ গুলোর নাম অনেক সুন্দর। আপনি কয়টার নাম জানেন?
বাংলার মণি, বাংলার কল্লোল, বাংলার শিখা, বাংলার জ্যোতি, বাংলার সৌরভ, বাংলার গৌরব, বাংলার দূত, বাংলার মুখ, বাংলার রবি, বাংলার কাকলী, বাংলার মায়া, বাংলার মমতা।
এখন এই ১২ টাই আছে। আমাদের ৩৩ টা জাহাজ ছিল একটা সময়। কোম্পানিটার জন্য খুব খারাপ লাগে। চাইলে এটাকে অনেক লাভজনক একটা কোম্পানি বানানো যায়। অনেক ইন এন্ড আউট ব্যাপার আছে এখানে। আর না বললাম।
মায়ানমারের প্যাগোডা। সিংহগুলা মনে হয় ওদের জাতীয় প্রতীক। ওদের মুদ্রা বিভিন্ন স্থানেই এই সিংহমূর্তি চোখে পড়ে।
আপনার কি কোন গাড়ি পছন্দ হচ্ছে এখান থেকে??
ওকে। আরো কাছ থেকে দেখুন।
এবার দেখুন গাড়ি গুলো কীভাবে ডিসচার্জ করা হচ্ছে। কার ক্যারিয়ার। বিশেষায়িত জাহাজ। আমরা রো রো শিপ বলি। এই শিপ গুলার ধরন সম্পূর্ণ আলাদা।
আজ এ পর্যন্তই থাক। ভালো থাকুন সবাই। আর জানাবেন কোন ছবি গুলো ভালো লাগলো।
আগে পোস্ট করা অন্য ছবিব্লগ গুলোঃ
সমুদ্রবাড়ি
সমুদ্রবাড়ি (ছবিব্লগ)
সমুদ্র নিয়ে লেখা অন্য ব্লগ গুলোঃ
সমুদ্র জীবনের গল্প (ভাষা বিভ্রাট)
সমুদ্র জীবনের গল্প (ভাষাবিভ্রাট)-২
সমুদ্র জীবনের গল্প (কেউ আমাদের বুঝে না!!)
সমুদ্র জীবনের গল্প (কেউ আমাদের বুঝে না)-২
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১৯
স্বপ্নসমুদ্র বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:২২
অথৈ সাগর বলেছেন: অনেক সুন্দর পোস্ট ।
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২০
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ উৎসাহের জন্য। আমি আপনার মত ভালো লেখতে পারি না। কিন্তু সুন্দর বলছেন তাতেই খুশি।
৩| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:৫৩
অপর্ণা মম্ময় বলেছেন: ভাল লাগলো ছবি গুলো।
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২১
স্বপ্নসমুদ্র বলেছেন: খালি ছবিগুলাই??
৪| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:২৬
আরিফ আরাফাত রুশো বলেছেন: আপনি কি জাহাজী
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২২
স্বপ্নসমুদ্র বলেছেন: হুম ভাই। অল্প অল্প জাহাজি।
৫| ০২ রা জুন, ২০১৩ রাত ১২:২৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২২
স্বপ্নসমুদ্র বলেছেন: থ্যাংকস।
৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১৪
খেয়া ঘাট বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২৩
স্বপ্নসমুদ্র বলেছেন: প্লাস পেতে ভালই লাগে। আপনি কমেন্ট করার পর খেয়াল করলাম যে আগের কমেন্ট এর উত্তর দেয়া হয়নি।
৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪১
সমুদ্র_বাংলা বলেছেন: অস্থির লাগল...। ভাই কি কি মেরিনার ?
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
স্বপ্নসমুদ্র বলেছেন: জী ভাই।
৮| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪
বোকামানুষ বলেছেন: আকাশের ছবিগুলো দারুন
সুন্দর পোস্ট ৪র্থ +++++
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৮
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ আমার পোস্টে মাঝে মধ্যে ঢুঁ মারার জন্য।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৩
সমুদ্র_বাংলা বলেছেন: ইঞ্জিন ক্যাডেটদের কি এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়???
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৯
স্বপ্নসমুদ্র বলেছেন: হবে না কেন?? ডিউটি ত ৮/১০ ঘণ্টা। বাকি সময় না ঘুমিয়ে একটু সময় বের করে ডেক এ আসলেই হয়।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: +++