নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলায় দেখি স্বপ্ন করি বাংলায় চিৎকার

স্বপ্ন+সমুদ্র

স্বপ্নসমুদ্র

কিছু কিছু বিভ্রান্তি এমন যে আপনি বুঝতেই পারবেন না আপনি এর শিকার। প্রেম এমন ই একটা বিভ্রান্তি। আবার সমুদ্রের নীল ও একই। যখন বুঝবেন তখন আপনি ডুবে গেছেন।

স্বপ্নসমুদ্র › বিস্তারিত পোস্টঃ

কাগজ কাটাকাটিও যখন শিল্প- pdf বইয়ের লিঙ্ক সহ ছবিব্লগ

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম। কাগজ ভাজ করার শিল্প শিরোনামে। আজ করব কাগজ কাটাকাটির শিল্পের উপর। অনলাইনে খুজে কিছু সাইট আর পিডিএফ কন্টেন্ট পেলাম। amajonজঙ্গল.com বা অন্য কোন বুক সেলার মার্কেটে এসব বই ১৫/২০ ডলারে বিক্রি হয়। কিন্তু আপনি বিনামূল্যেই পেতে পারেন। যদিনা লিঙ্ক গুলো অকার্যকর হয়ে যায়। :D



কাগজকে দুই বা তিন ভাজ করে এলোমেলো ভাবে কাটলেও অনেক সুন্দর symmetric ডিজাইন হয়ে যায়। কিন্তু নিচের কাজ গুলো এরকম এলোমেলো কাজ না। একপ্রস্থ কাগজের উপর একজন শিল্পীর ধৈর্য আর প্রচেষ্টার ফলাফল। অনেকে আবার 2D একটি সাধারন কাগজকে পরিণত করেছেন দৃষ্টিনন্দন 3D ছবিতে। বাইরের দেশে এই শিল্পের রীতিমত প্রদর্শনী হয়। প্রদর্শনী গ্যালারী থেকেই তোলা হয়েছে ছবিগুলো। আসেন দেখি।





কাগজ কেটে তৈরি করা হয়েছে গাছ। আর অবশিষ্ট কাগজের উপর অরিগামি এপ্লাই করে মানুষের কঙ্কাল।:-/





কাছ থেকে কঙ্কাল টা দেখুন। এটি ত্রিমাত্রিক।:| ভয় খাইছি।:-/





ডাক্তারদের শেখানোর জন্যই বানানো হয়েছে কিনা কে জানে। এটি মানুষের মাথার এনাটমি। অদ্ভুত সুন্দর।





এটি অনেক পরিচিত একটি ছবি। তাও দিলাম। পেপার কাটিং আর অরিগামির সংমিশ্রণে তৈরি দুর্গ।:|





বই কেটে যদি দারুন কিছু হয়। তবে বই কাটাই ভালো। কি বলেন আপনারা?? :P:Dপাতা কুড়ানি।





আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।





টয়লেট টিস্যু শেষ হয়ে গেলে রোল টা আমরা ফেলে দেই। নেক্সট টাইম একটু অন্যভাবে ভাবতে চেষ্টা করবেন। কেননা এখানেও আছে আর্ট।B-)





আরেকটু দূর থেকে দেখুন।





হ্যাঁ। এটি কাগজ কেটেই বানানো হয়েছে। ত্রিমাত্রিক শিল্প। একটি গম্বুজ।





এক ঝলকে দেখে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশেরই কোন এক সন্ধ্যার ছবি। সাদা কাগজ কেটে দেয়া হয়েছে কালো ব্যাকগ্রাউন্ড।





একই টেকনিকে তৈরি আরেকটি আর্ট।





কোন প্রেমিক বা প্রেমিকা যদি ভালবাসার নিদর্শন স্বরূপ এমন একটি চিঠি চেয়ে বসে খবর ই আছে। অবশ্য আজকালকার সস্তা প্রেমে এত তেল নাই।;):D





কমলা ব্যাকব্যাকগ্রাউন্ডে যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে শিল্প।





ফুলের ছবিঅলা ম্যাগাজিন কেটে সেগুলো ভাজ করে দাঁড় করিয়ে দেয়া হয়েছে। মনে হচ্ছে যেন একটি ফুলের বাগান।





হার্ট লেখাটি কীভাবে লেখা হয়েছে ভালোভাবে খেয়াল করুন। কাগজ দিয়ে stripe তৈরি করে তা আঠা দিয়ে জুড়ে।





যেই বইয়ের থেকে ছবিগুলো নেয়া হয়েছে এটি সেটির মলাট। বইয়ের ভিতর আরও যেসব আর্ট আছে তা আপনার চোখ ছানাবড়া করার জন্য যথেষ্ট। নিশ্চিত করেই বলতে পারি।



paper.cutting.book.contemporary.artists.timeless.craft|Paper Cutting Book: Contemporary Artists, Timeless Craft ডাউনলোড লিঙ্কঃ Click This Link





এরকম নির্দেশনা সহ যদি রপ্ত করতে চান কাগজ কাটাকাটির শিল্প তাহলে নিচের বই গুলো লাগবে।

ডাউনলোড লিঙ্কঃ Click This Link



solstice.coil.a.prescription.for.paper.cuts.full.2005.including.art.zip|Solstice Coil - A Prescription for Paper Cuts Full (2005) including art.zip ডাউনলোড লিঙ্কঃ Click This Link



আরেকটি বোনাস বই The Practical Illustrated Encyclopedia of Origami - The Complete Guide to the Art of Paper Folding.] ডাউনলোড লিঙ্কঃ Click This Link

বলে নেয়া ভালো এটি অরিগামির বই। আগের লেখার সাথে সম্পর্ক যুক্ত।

এছাড়াও কাগজ কাটাকাটির জন্য যারা ওয়েব সাইটের সাহায্য চান। তারা এই লিঙ্কটিতে আলতো করে গুতা দেন। সিমেট্রিক আর্ট অর্থাৎ কাগজ ভাজ করে কীভাবে কাটলে কি ডিজাইন হবে তা বিস্তারিত আছে। এমনকি ভ্যালেন্টাইনে, মা দিবসে, ভূতের দিনে (হেলোইন), নতুন বছরের শুরুতে, বন্ধু দিবসে কীভাবে কাগজ কাটবেন তাও আছে। আছে সহজ কিছু টেকনিক যাতে 3 sided, 4 sided, 5 sided এমনকি 8 sided নক্সাও তৈরি করতে পারবেন।



এক্সট্রা সাহায্য। এটা না করলেও হতো তাও করছি। অনেকেই জানেন না টরেন্ট থেকে কীভাবে কিছু নামাতে হয়। আমার দেয়া লিঙ্ক গুলতে গেলে অল্প কয়েক কিলোবাইটের কিছু html ফাইল ডাউনলোড হবে। পরে গালাগালি করবেন তাই অনেকে জানার পর ও এই জিনিসটা শিখিয়ে দিচ্ছি।

ডাউনলোড হওয়া html ফাইল গুলো রেখে দিন। এবার এই লিঙ্ক থেকে নামিয়ে নিন vuze. এই সফটওয়ার ইন্সটল করুন। করার সময় দেখবেন আরও কিছু (প্রায় ১৫ মেগা) ব্যান্ডউইথ খরচ করে সে জাভা ইনভাইরনমেন্ট নামাবে। খুব পুরাতন একটা ভার্সন যেটা হয়তো আপনার পিসিতে নেই। থাকলে নামাবে না। এরপর ইন্সটল হয়ে গেলে html গুলো ড্রাগ করে ওর কাছে পাঠিয়ে দিন।



সব শেষে জানাবেন বইগুলো কেমন লাগলো। আর যাদের আগ্রহ বেশি তারা অনুগ্রহ করে কিছু বানিয়ে ছবি আপলোড দিবেন। দেখবো কেমন পারলেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।:)

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

দূষ্ট বালক বলেছেন: ওয়াও চমৎার সব ডিজাইন......ধন্যবাদ

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

স্বপ্নসমুদ্র বলেছেন: আপনাকেও। বইটাতে আরও আছে। নামাইলে দেখতে পাবেন।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:
শোকেসে নিলাম ।
ধন্যবাদ জানবেন ।।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

স্বপ্নসমুদ্র বলেছেন: জানলাম। ভাল থাকবেন।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

মশিকুর বলেছেন:
সরাসরি প্রিয়তে ++++++++++

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

স্বপ্নসমুদ্র বলেছেন: বাহ... এত পছন্দ হইছে?

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ওয়াও, ম্যাসমারাইজিং !

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

স্বপ্নসমুদ্র বলেছেন: ভাই এটার মানে কি??

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

ওয়্যারউলফ বলেছেন: মাইরি বলছি। আমার চোখ "দই বড়া"। অপূর্ব।

৩১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৩

স্বপ্নসমুদ্র বলেছেন: ওহ! মেলাদিন দই খাইনা। মনে করাই দিলেন। ঠাণ্ডাডা যাক।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সম্মোহনীয় ||

৩১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৪

স্বপ্নসমুদ্র বলেছেন: ও। ইংরেজিটা শুনতে অদ্ভুত লাগে। ধন্যবাদ।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

রুবাইয়েত সাদমান বলেছেন: ভাই কি দেখাইলেন.........I just love it! সোজা প্রিয়তে।

৩১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৫

স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন পোষ্ট! তা যা খাসা বলেছেন!
বই কেটে যদি দারুন কিছু হয়। তবে বই কাটাই ভালো। B-)

৩১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৮

স্বপ্নসমুদ্র বলেছেন: হে হে হে! এসো বই কাটি। শিল্পী হই, দেশ গড়ি।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

অথৈ সাগর বলেছেন: দারুন পোষ্ট । কাটাকাটি করতে হবে ;)

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

স্বপ্নসমুদ্র বলেছেন: হা। ধারালো কিছু নিয়ে শুরু করে দেন। আলো আসবেই......... :D (কাটলে তো আলো আসবেই;) )

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

হালি্ বলেছেন: ++++

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

মোঃ ইসহাক খান বলেছেন: এক কথায় অসাধারণ।

অনেক শুভেচ্ছা রইলো।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

স্বপ্নসমুদ্র বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে পড়ার জন্য।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কালেকশান বটে ! তুলে রাখলাম , শুভেচ্ছা জানবেন :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

স্বপ্নসমুদ্র বলেছেন: তুলে রেখে ভুলে গেলে আমার দোষ নাই। যেহেতু আমার তৈরিকৃত লিঙ্ক না তাই ডেড খাইলে আমার দোষ নাই। আপনাকে ধন্যবাদ।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

জালিস মাহমুদ বলেছেন: হুম.........

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

স্বপ্নসমুদ্র বলেছেন: হুম.........

১৪| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার পোস্ট।

প্রিয়তে নিয়া গেলাম।

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৪

স্বপ্নসমুদ্র বলেছেন: আচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.