![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি তোমায়!
সন্ধ্যে বেলার আবিরটা এখনও মুছেনি
আকাশ এখনও পুরোপুরি কালো হয়নি
কিন্তু কেও বলতে পারবেকি-
আমার আকাশে কখন আধার ঘুচবে?
প্রতিটি রাত আজ একেকটি বছর
নিঃশব্দ স্মৃতিগুলো আজও হাতরে বেড়ায়
স্মৃতির খড়ো পাতারা আজও আমায় উপহাস করে।
কেন?সে উত্তর আজও আমার জানা নেই
পূর্ণিমা শেষ হয়ে আসছে
রাত গভীর হচ্ছে
ওদিকে পেঁচারা বীভৎস ভাবে ডাকছে
এ কোন অশনি সঙ্কেত?
জানো সে সময় আমার এক ছোট্ট তালগাছ ছিল
ওকে আমি নিজ হাতে লাগিয়ে ছিলাম
ও আমার ভাল বন্ধু ছিল
আজ ওও আমাকে ছেড়ে বড় হয়ে গেছে
কিন্তু তোমার কাছে আমি কি কখনও বড় হতে পেরেছি?
জানি না।
রাত্রির ঘন মেঘ।
আকাশ জুড়ে প্রার্থনা চলছে।
বৃষ্টি নামবে বলে।
হা হা আজ ওঁরা বুঝি আমার কথা বুঝতে পারে?
কিভাবে?
জানিনা।
জানার চেষ্টাও করিনি কোন দিন
নদীর কাছে গিয়েছিলাম মিনতি নিয়ে
ওহে কত ভাঙা কূল গড় হে তুমি
পারবে কি আমার এ কূল গড়তে
সে নিরুপায়।
আমি আজও পাইনি তার জবাব।
পাখিকে বলেছিলাম যেন খুজে সে তোমায়
বলে,বন্ধু ও যেখানে আছে হেথায় কি খোজা যায়?
কোথায় আছে সে?
সে ও নিরুত্তর।
রাত্রির তারার সাথে কথা বলি প্রতিদিন
দেবে কি ভাই তার সন্ধান?
বলল সে, ওহে আমার রাজ্যে যে ওকে পাইনি কোথাও।
কেন সে পেলনা আজও জানিনা সে উত্তর।
বলেছিলাম সে পথের ধুলি কে
বন্ধু আপন ভেবে এসেছি তোমার কাছে
ফিরিয়ে দিও না আমায়
বললাম পারবে কি দিতে তার সন্ধান?
বলল সে হাজার চরন ধুলি আমার গায়
কেমনে বুঝব হে সে তোমারই প্রিয়ার চরণ খানি?
আমি নিরুত্তর।
বাতাস কে বলেছিলাম
বন্ধু অনুভবে পেয়েছিলে কি তাকে?
সে কহিল,হাজার ও গন্ধের ভীড়ে ও যে প্রিয়ার
তা কি করে বুঝব?
থমকে গেল আমার কথা।
আমি নির্বাক।
আমি আজ ক্লান্ত পথিক
হাজার মানুষের ভিড়ে খুজেছি তোমায়
অবশ হয়ে গেছি প্রায়
ক্লান্তিতে চোখ বুজেছি
পেয়েছি!পেয়েছি!এই যে তুমি
আমার অনুভবে
কত কাছে
কতো আপন করে
এইতো আমার তুমি
সেই তুমি
কতো দিন দেখিনি তোমায়
সেই কালো চুল,সেই কাজল চোখ
সেই চাঁদমুখখানি
তৃষ্ণার্ত চোখে দেখেছিলাম তোমায় সেই কবে.........
আমি আজও তৃষ্ণার্ত
আমি শুধু চেয়েছি তোমায়, হে প্রিয়া
আমি শুধু খুজেছি তোমায়
আমি আজও খুজেই চলেছি
হয়তোবা খুজেই যাব সারাজীবন
সেই তোমাকে।
সেই তোমাকে।
সেই প্রিয়াকে
আমার হিয়ার মাঝে
যেখানে লুকিয়ে রয়েছো সেই তুমি।
©somewhere in net ltd.