নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা

সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে

অদৃশ্য যোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

একটি কোটের বিখ্যাত হয়ে উঠার ইতিহাস..

১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্র একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে গিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধুকে অনেক কাছ থেকে দেখলেন, কথাও বলেলন দীর্ঘক্ষণ। কথা শেষে উঠে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যখন তার কালো কোটটি গায়ে জড়াচ্ছিলেন, তখন ওই ছাত্র লক্ষ্য করলেন কোটে ছয়টি বোতাম। তিনি বঙ্গবন্ধুর কাছে জানতে চাইলেন, আপনার কোটের বোতাম ছয়টি কেন? বঙ্গবন্ধু তাকে বুকে জড়িয়ে ধরে বলেলন, ‘এমন প্রশ্ন এর আগে আমাকে কেউ করেনি। তুই প্রথম। এই ছয়টি বোতাম আমার ঘোষিত ছয় দফার প্রতীক।’

বর্তমান তরুণ প্রজন্মের মাঝেও জনপ্রিয় হয়ে উঠেছে বঙ্গবন্ধুর এই বিখ্যাত ‘মুজিব কোট’। পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শে যারা রাজনীতি করছেন তারাও এই কোটটি ব্যবহার করছেন। বঙ্গবন্ধু ভক্তদের কাছে,এই কোট ধারণ করা মানেই বঙ্গবন্ধুকে ধারণ করার সামিল। পায়জামা-পাঞ্জাবির সাথে মুজিব কোট ছাড়াও মোটা ফ্রেমের চশমা, চুরুটের পাইপও বঙ্গবন্ধুর আইকন হিসেবে ব্যবহৃত হয়।
বঙ্গবন্ধু ঠিক কত সাল থেকে কালো কোট পরা শুরু করেছিলেন তার কোন নির্দিষ্ট সময়সীমা পাওয়া যায়নি। তবে মাওলানা ভাসানী এবং শামসুল হক যখন আওয়ামী মুসলীম লীগ করেলন তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুস্তাক আহমেদ সংগঠনটির যুগ্ন সাধারণ সম্পাদক
হয়েছিলেন। ধারণা করা হয়, তখন থেকেই বঙ্গবন্ধু এই কোট পরতে বেশি দেখা যায়। তবে এই কোটটির প্রচলন ‘নেহেরু কোট’ থেকে।
ভারত উপমহাদেশ স্বাধীনের সময় জওহরলাল নেহেরু (স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী) বৃটিশ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে এই নেহেরু কোটের প্রচলন শুরু হয়। পরে সেখান থেকেই বঙ্গবন্ধু এই কোটটি পড়তেন বলেই এর নাম দেয়া হয় ‘মুজিব কোট’। বঙ্গবন্ধু স্বভাবতই তার পছন্দের সাদা পায়জামা-পাঞ্জাবির মতই কোটটি ব্যবহার করেতন।তবে আগরতলা(১৯৬৮) মামলার সময় থেকেই বঙ্গবন্ধু এই কালো কোট পড়া শুরু করেন বলে জানান বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হােসেন।

বিশ্বে যেসব রাজনৈতিক নেতার ব্যক্তিত্ব ও তাঁদের পোশাক-পরিচ্ছদ আজও আমাদের মনের ভেতরে গেঁথে আছে, তাঁদের মধ্যে বঙ্গবন্ধুর পোশাক অন্যতম। মুজিবকে ভালােবেসে তাঁর পোশাক পরা অন্যায় কিছু নয়। কিন্তু মুজিবকে ভালবাসলে আগে অবশ্যই তাঁর আদর্শ, তাঁর জীবনযাপন, ধ্যান-ধারণাকে ভালোবাসতে হবে। কিন্তু অনেকে দামি দামি কাপড়ে ইস্ত্রি করা সুন্দর সুন্দর কালো মুজিব কোট পরে আজ রাষ্ট্র তথা দেশের অর্থ লুট করে ঠিক যেনো মুজিবের আদর্শের বিরুদ্ধেই কাজ করে যাচ্ছেন। তাই দল-মত নির্বিশেষে সবাই এই পোষাককে সম্মান জানাতে চাই। আমরা এই পোশাকের মাধ্যমে জাতির জনকের আদর্শ সংরক্ষণ করতে চাই। তার মতো স্বকীয় বৈশিষ্ট্যের নেতা বিশ্বে দূর্লভ।

আজ জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০০

শের শায়রী বলেছেন: পোষ্টে ভালো লাগা। বঙ্গবন্ধুর কোটের বোতামের বিষয় টি সম্পূর্ন নতুন একটা বিষয় আমার কাছে। সুন্দর একটা ব্যাপার তুলে ধরছেন।।

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫

অদৃশ্য যোদ্ধা বলেছেন: মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ১১ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫১

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ একটি অজানা তথ্য জানা গেল ।

শুভেচ্ছা রইল

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

অদৃশ্য যোদ্ধা বলেছেন: পড়ার এবং মন্তব্য করার জন্যও ধন্যবাদ রইল

৩| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫০

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ছয়টি বোতাম ছয় দফা, ভাল অজানা বিষয়, আওয়ামীলীগের বড় বড় নেতারা এ বিষয়টি কি জানে ? মনে তো হয় না।

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

অদৃশ্য যোদ্ধা বলেছেন: মনে তো হয় অনেকেই জানে না।

৪| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।
স্টিকি করা যেতে পারে।

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

অদৃশ্য যোদ্ধা বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ

৫| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪

মাহিন মুহসিন বলেছেন: ভাই আমার কাছে এই তথ্য কেমন জেন লাগল বানিয়ে বলেননি তো ?

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৪

অদৃশ্য যোদ্ধা বলেছেন: কেমন লাগলো? আর কেন মনে হলো বানিয়ে বলা?

৬| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৬

মাহিন মুহসিন বলেছেন: আমার এই তথ্যের প্রমান চাই ,

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

অদৃশ্য যোদ্ধা বলেছেন: ১। দৈনিক যুগান্তর-১৪ই আগষ্ট ২০১৭ (সম্পাদকীয়)
২। দৈনিক আজাদী- ১০ই আগষ্ট ২০১৬
৩। বাংলামেইল২.কম-১৬ই আহষ্ট ২০১৫
আরও লাগবে? লাগলে বইলেন। ধন্যবাদ

৭| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

মাহিন মুহসিন বলেছেন: ভাইজান আমি এগুলি বুঝিনা , অনেক খুজুছি কিন্তু পাইনি , আপনি দয়া করে , এর পিক দিন , আর বিরক্ত হলে । ধন্যবাদ।
আমি যতটুকু জানি এটা মাওলানা ফরিদ পুরি তাকে উপহার দিয়েছেন, তো ৬ বুতাম উনি কই পেলেন, আপনি কি জানেন ওলামা কোট বলতে কিছু একটা আছে ?

১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২

অদৃশ্য যোদ্ধা বলেছেন: Click This Link
বইটি ডাউনলোড করে পড়ুন। আশাকরি সব জানতে পারবেন।

৮| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৯

মাহিন মুহসিন বলেছেন:


এমন আসেত

৯| ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:২৫

অপ্রত্যাশিত হিমু বলেছেন: এই তথ্যের প্রমান দেখতে নিচে লিংক দেওয়া আছে দেখে আসতে পারেন।
https://epaper.jugantor.com/2017/08/14/4/details/4_r2_c2.jpg

১০| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন পোস্ট। এটি মুজিব কোট নামে পরিচিত। যারা পোশাকটি পরিধান করেন তাদের পোশাকটির মর্যাদা রাখা উচিৎ। বাংলাদেশের একজন কিংবদন্তী নেতার ড্রেস ধারণ করার সাথে সাথে তার আদর্শকে ধারণ করা উচিৎ ।

১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

অদৃশ্য যোদ্ধা বলেছেন: জ্বি অবশ্যই। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

১১| ১০ ই মার্চ, ২০২০ রাত ৯:০০

সোহানী বলেছেন: জানা ছিল না বিষয়টি।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৭

অদৃশ্য যোদ্ধা বলেছেন: আরও অনেক বিষয় আছে অনেকের অজানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.