নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের উপর নির্ভর করে
সোমবার।
রাত সোয়া ২ টা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার শেখ মারুফ হাসান হ্যান্ডমাইকযোগে ঘোষণা দেন- হেফাজত ভাইয়েরা আপনারা সসম্মানে এখান থেকে চলে যান। আপনাদের কোন ক্ষতি হবে না। জোর করে আমরা আপনাদের উঠাতে চাচ্ছি না। চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আপনাদের ঘিরে রেখেছেন। আমি কথা দিচ্ছি আপনাদের কেউ গুলি করবে না। আর যদি যেতে না চান তাহলে জরুরী ভিত্তিতে অপারেশন চালানো হবে।
এই ঘোষণার আসার পর হেফাজত ইসলামের মঞ্চ থেকে মাইকে পাল্টা ঘোষণা দেন নেতাকর্মীরা। আল্লাহ ও রাসুলের (সঃ) জন্য আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা শান্তিপূর্ণভাবে শাপলা চত্বর অবস্থান করছি। এখান থেকে যাব না। পাল্টাপাল্টি ঘোষণা আসার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়াতে থাকে। পুলিশ তাদের শক্তি বাড়াতে এলিট ফোর্স র্যাব ও বর্ডার গার্ড বিজিবিকে তলব করে। অল্প সময়ের মধ্যেই র্যাবের প্রায় সহস্রাধিক সদস্য মতিঝিল থানার সামনে চলে আসে। দৈনিক বাংলার সামনে প্রায় ৩২ প্লাটুন বিজিবি সদস্য অবস্থান নেয়। টানটান উত্তেজনা পুরো মতিঝিলে। পুরো এলাকা তখন অন্ধকারাছন্ন। পুলিশ ও র্যাবের গাড়িতে লাল রঙের আলো জ্বলছে। পুলিশ ও র্যাব সদস্যরা বাঁশি বাজাচ্ছেন। যুব ভবনের সামনে একটি ও থানার সামনে আরেকটি আর্মড পার্সোনাল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত করা হয়।
তার পাশাপাশি থানার নিরাপত্তা দিতে নানা পরিকল্পনা নেয়া হয়। থানার ছাদের দুই পাশে শক্তিশালী দুটি স্টেনগান বসানো হয় । এবং ছাদে চারজন পুলিশ সদস্যকে সার্বক্ষণিক নিয়োজিত রাখেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। থানার দুই পাশে প্রায় ৩০ জন দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। সবার হাতে অত্যাধুনিক অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও অতিরিক্ত রাবার বুলেট।
বিপরীত দিকে হেফাজতের নেতাকর্মীরা জিকির-আজগার করতে থাকেন। আর ব্লগার ও নাস্তিকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। মাইকে বলতে থাকেন, পুলিশ ভাইয়েরা আপনেরা আমাদের ভাই। আমরা মুসলমান। আপনারাও মুসলমান। আমাদের এখানে কোনো দুর্বৃত্ত অবস্থান করছে না। হেফাজতের কোন নেতা কর্মী ভাঙচুরের সঙ্গে জড়িত না। আমাদের উপর হামলা চালালে আমরাও পাল্টা জবাব দিব।
রাত ২ টা ২০ মিনিট।
প্রথমবারের মতো অপারেশন চালানোর চেষ্টা করলে হেফাজতের নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে ‘আল্লাহু আকবার-হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো’ বলে চিৎকার করতে থাকেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা অপারেশন না চালানোর সিদ্ধান্ত নেন। পরে স্তব্ধতা চলে আসে এলাকায়। সংবাদকর্মীরাও প্রস্তুতি নিতে থাকেন। এ সময় মনে হয়েছিল কোন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের প্রস্তুতি চলছে।
রাত ঠিক ২ টা ৩১ মিনিট।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলে উঠেন ‘ফায়ার’। পরে শুরু হয় মুহুর্মুহু গুলি টিয়ার শেল ও হ্যান্ড গ্রেনেডের আওয়াজ। অপর দিক থেকে মাইকে বলা হচ্ছে - জীবন বাঁচাতে প্রতিরোধ করুন। হেফাজতের নেতাকর্মীরা পুলিশ ও র্যাবকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। তবে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে বিপরীত দিকের বাতাসের কারণে পুলিশ ও র্যাবই কাবু হয়ে যায়। পরে তারা পিছু হটে। পুলিশ ও র্যাব আরও শক্তি বাড়িয়ে আবারও অপারেশন চালায়। এখানে নেতৃত্ব দেন যুগ্ম কমিশনার,র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, র্যাব ৪- এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, ডিবির এডিসি মশিউর রহমান প্রমুখ ।
হেফাজতের কিছু কর্মী থানার উত্তর দিকে জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে থানার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এ সময় মতিঝিল জোনের এডিসি মেহেদি হাসান নেতৃত্ব দেন। পুলিশ হ্যান্ড গ্রেনেড, রাবার বুলেট নিক্ষেপ করে নেতাকর্মীদের অনেকটা ছত্রভঙ্গ করে দেয়। একই সময় শাপলা চত্বরের পূর্ব পাশে বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে কমান্ডো স্টাইলে পুলিশ হেফাজতের নেতাকর্মীদের ধাওয়া দেন। তাছাড়া নটরডেম কলেজ ও ইত্তেফাকের মোড় থেকে পুলিশ-র্যাবের একাধিক টিম হেফাজতকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। নেতাকর্মীরাও সর্বশক্তি দিয়ে পুলিশ-র্যাবকে প্রতিরোধের চেষ্টা করে। কিন্তু চারদিক থেকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নির্বিচারে গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসসহ অপারেশন চালালে হেফাজতের নেতাকর্মীদের পক্ষে সম্ভব হচ্ছিল না। হেফাজতের সমাবেশ থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।
পুলিশ গুলি ও হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটালে এলাকাটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে হেফাজতের হাজার হাজার নেতাকর্মী আত্মরক্ষার জন্য মঞ্চ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করে। দৌঁড় ও ছোটাছুটি শুরু হয়। বিজিবি, র্যাব ও পুলিশ প্রায় ১০০ গজ দূর থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকে। তবে তাদের গুলি করতে দেখা যায়নি। মাত্র আধ ঘন্টার ব্যবধানে পুলিশ ও র্যাব নিয়ন্ত্রণে নিয়ে নেয় হেফাজতের মঞ্চ।
পুলিশের গুলি ও টিয়ার শেলের আঘাতে নেতাকর্মীরা রাস্তায় লুটিয়ে পড়েন। কিন্তু আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যায়। আবার অনেক পুলিশ সদস্যকে দেখা গেছে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকা নেতাকর্মীদের লাঠিপেটা করছে।
রাত ৩ টা ১০ মিনিট,
দিলকুশা এলাকায় হেফাজতের কিছু নেতাকর্মী স্লোগান দিতে থাকলে পুলিশ সেখানে অ্যকশনে যায়। মুহুর্মুহু গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি শান্ত হলে র্যাব ও পুলিশ বিশেষ অভিযান শুরু করে। শাপলা চত্বরের দক্ষিণ পাশে অলি গলির ভবনের ছাদ ও বাথরুম এবং সোনালী ব্যাংকের ভেতর ও ছাদে আশ্রয় নেওয়া হেফাজতকর্মীদের বের করে এনে নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করে র্যাব-পুলিশ। তাদের মধ্যে অনেক বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় আনা হয়। উদ্ধার হওয়া কর্মীদের প্রথমে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়। তাদের লাইন করে সেনা কল্যাণ ভবনের সামনে দিয়ে পার করে দেয়া হয়। ত্রিমুখী অভিযানের মুখে হেফাজতের নেতাকর্মীরা মতিঝিল, ইত্তেফাক, টিকাটুলি, যাত্রাবাড়ীর দিকে চলে যাওয়ার সময় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালায়। মসজিদে ফজরের আজান হওয়ার সময়ও গুলি ও হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। সকাল ছয়টার দিকে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত হয়। যবনিকা ঘটে শ্বাসরুদ্ধকর অপারেশন মিডনাইটের।
তথ্য ও ছবিসূত্রঃ
১-যুগান্তর।
২-প্রথম আলো।
৩- বিডিনিউজ২৪।
০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৮
অদৃশ্য যোদ্ধা বলেছেন: সেটার দায় দুই পক্ষের উপরই বর্তায় কম বা বেশী।
২| ০৫ ই মে, ২০২১ রাত ৯:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উগ্রবাদী সংগঠন হেফাজতকে তখনই কঠিনভাবে শায়েস্তা করা উচিত ছিল।
০৬ ই মে, ২০২১ সকাল ১০:০৯
অদৃশ্য যোদ্ধা বলেছেন: তখন সেটা করতে পারলে আজ এই অবস্থায় তারা আসতে পারতো না।
৩| ০৫ ই মে, ২০২১ রাত ১০:২৮
রানার ব্লগ বলেছেন: হুম আজ বিশ্ব কান ধরা দিবস
০৬ ই মে, ২০২১ সকাল ১০:০৯
অদৃশ্য যোদ্ধা বলেছেন: তবুও তাদের লজ্জা নেই। বড় বড় কথা বলে।
৪| ০৬ ই মে, ২০২১ রাত ১:০১
রাজীব নুর বলেছেন: পুলিশ যা করেছে সঠিক কাজই করেছে।
০৬ ই মে, ২০২১ সকাল ১০:১০
অদৃশ্য যোদ্ধা বলেছেন: তখন সেটিতে ব্যর্থ হলে হয়তো আজ বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো।
৫| ০৬ ই মে, ২০২১ রাত ১:০৬
কামাল১৮ বলেছেন: স্বরনকালের ইতিহাসে এমন সফল অপারেশন দেখা যায় না।এতো বড় একটা মারমুখি জনতাকে এতো কম সংখ্যক হতাহতের মাধ্যমে তাড়িয়ে দেয়া প্রশংসার দাবি রাখে।
০৬ ই মে, ২০২১ সকাল ১০:১১
অদৃশ্য যোদ্ধা বলেছেন: তবুও সেটা নিয়ে গুজব কম ছড়ানো হয়নি।
৬| ০৬ ই মে, ২০২১ দুপুর ১:১২
ইনদোজ বলেছেন: হেফাজতের সেই আন্দোলনের কারণেই এদেশে আজ নাস্তিকদের জায়গা হয়েছে খাটের তলায়। এর আগে তারা সমানে আমার ব্লগ নাগরিক ব্লগ ইশটিশান মুত্রমনা আর ধর্মকারীতে মহা পরাক্রমে লেদিয়ে বেড়াত। কেউ প্রতিবাদ করতে গেলে সংঘবদ্ধ আক্রমণ করে তাকে ব্লগ থেকে ভাগিয়ে ছাড়ত।
আমার দেশ প্রথম ব্লগে তাদের তৎপরতা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন ছাপে। যেকারণে তাদের আস্ফালন হেফাজতিদের নজরে আসে। ৫ই মে তাদের আন্দোলন ব্যর্থ হলেও পরবর্তীতে সরকার নাস্তিক নামের এইসব ল্যাদানো পাঁঠাদের বিরুদ্ধে এ্যাকশনে যায়। তাই হেফাজতিদের সেইদিনের আন্দোলনকে ব্যর্থ বলার সুযোগ নেই।
৭| ০৮ ই মে, ২০২১ বিকাল ৪:৫৫
অন্তু নীল বলেছেন: সেই অপারেশন সফল না হলে হয়তো বাংলাদেশে মৌলবাদ ছড়িয়ে পড়তো আরো ব্যাপকভাবে।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি মর্মান্তিক ও মূর্খতা !!