![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমি সবাই যখন
ভোগ বিলাসে মত্তো -
আশে পাশে ঠিক তখনি
বনি আদম কত্তো
রয় যে পড়ে অনাহারে
অর্ধাহারে আর
বাস্তুহারা, র্সবহারা
খোঁজ নিবে কে তার ?
বিষটি কিবা রোদের তাপে,
হাঁড় কাঁপানো শীতের কোপে
প্রাণ গেলে তা ওদের যাবে
যা হবার তাই ত হবে
তোমার আমার লাভ কি হবে ?
মিছেমিছে ওসব ভেবে ?
দিন-রাত্রি এমনি যাবে
দিনের মতো দিন ফুরাবে
পথের মানুষ পথেই রবে
এই কি?
গরীব দুখীর দুঃখ ঘুচার
তাদের তরে তোমার আমার
আরো যারা আছে সবার
কিছুই করার
নেই কি?
২| ২০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: বাহ চমৎকার । যেখানে আমি অভাব ফিল করছিলাম । এটাই যোগ করে দিলাম ।
৩| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
শেষে এসে বিষম খেলাম। এমনি রবে কেন সোনার বাংলাদেশ?
পথের মানুষ পথে রবে না। সবাই অগ্রসর হবে সামনে। সকলের সাথে সকলের কাধ মিলাতে হবে!
৪| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: যখন হবে তখন নিচের লাইনটা চেইঞ্জ হয়ে যাবে ।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩০
পিয়াস মাহমুদ জিসান বলেছেন: রাত্রি দিবা
এমনি যাবে,
দিনের মতো
দিন ফুরাবে,
উন্নয়নের
জোয়ার বইবে,
বেশ তো !
শেষ তো !
পথের মানুষ
পথেই রবে
সোনার বাংলাদেশ তো!!!!!