![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনো বেচে আছি ।
প্রাণবায়ু দেহের ভেতর থেকে বের হয়নি বলে
আমাকে কেউ মৃত বলবে না ।
এই কি জীবনের সংজ্ঞা ?
কেবল সাড়ে তিন হাত দেহের ভেতর
কোনমতে প্রাণটা লুকিয়ে থাকার মাঝে
জীবনের আছে কি কোন স্বার্থকতা ?
বেঁচে আছি , বেঁচে থাকা যাকে বলে না ।
অসাঢ় দেহে পড়ে থেকে
শুধু দেখছি চারপাশে
মানুষরুপি হায়েনাদের বীভৎস উল্লাস ।
রক্তের পিপাসায় মরিয়া হয়ে
দিকবিদিক ছুটে চলছে ওরা ।
দিনে দিনে বেড়েই চলেছে সেই পিপাসা ।
হায়েনারা ছুটে চলে রক্তের নেশায়
প্যালেষ্টাইন. সিরিয়া, কাশ্মীর কিংবা
মায়ানমারের অলিতে গলিতে ।
যাদের ভয়াল থাবা থেকে
নিস্তার পায়না নিষ্পাপ শিশুও ।
তারা এককের পর এক জনপদকে
করে চলছে মৃত্যুপুরী ।
যে দিকে তাকাই
শুধু অগণিত লাশের সারী ।
আর বাতাশে মানুষ পোড়া গন্ধ ।
আজ চারদিকে শুধু
কান্নার আওয়াজ
প্রতিধ্বনিত হয় পৃথিবীময় ।
করুণ কান্না ।
কানের কাছে ভেসে আসে
সন্তানহারা কোন মায়ের করুণ আহাজারী
যার বুকের মানিকের
খন্ডিত মস্তক পড়ে আছে একপাশে
অন্যপাশে তুলতুলে কোমল ছোট্ট দেহটি
কিংবা ঝুলে আছে
ঘরের মাচানের সাথে ।
আর নিরাপদ আশ্রয়ের সন্ধানে
ছুটতে গিয়ে মুখ থুবড়ে
পড়ে থাকে নাফের কাঁদায় ।
চোখ বুজলেই দেখতে পাই
এক বিস্তৃর্ণ প্রান্তরে সারী সারী কয়লার স্তুপ ।
না ! এ কোন ভষ্মিভূত বনের
ধ্বংসাবশেষ নয় ।
জলজ্যান্ত অসংখ্য বনী আদমের
ঝলসে যাওয়া লাশের কয়লা ।
বাতাশ যখন গায়ে এসে ধাক্কা দেয়
তাতে আমার ভাইয়ের ঝলসানো
দেহের প্রচন্ড যন্ত্রনার অনুভূতিই অনুভব করি ।
আকাশ বাতাশ আন্দোলিত করা
তাঁদের আর্তনাদ আমার কানে এসেছিলো ।
নিশ্চল মূর্তির মতো দূর থেকে
দাড়িয়ে দেখেছি শুধু ।
সহমর্মিতার অনুভবে
একফোঁটা অশ্রুও বিসর্জন দিতে পারিনি
তাদের জন্যে ।
কারণ আমার অশ্রু শুকিয়ে গেছে ।
কান্নাগুলো তরল হয়ে বের হয়না এখন ।
একেকটা শেল হয়ে বিঁধে থাকে
হৃদপিন্ডের চারপাশে ।
এখন কাঁদতে গেলে
বুকের ভেতর লঙ্কা মরিচের মতো
জ্বালা ধরে যায় ।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
ধ্রুবক আলো বলেছেন: অসহনিয় কষ্ট, দুঃখ! এর শেষ কোথায়?!
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৩
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বর্ষন্ হোমস ধন্যবাদ
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৬
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: জানি না শেষ কোথায় । তবে জানি যার শুরু আছে তার শেষও আছে
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৭
সুখী পৃথিবীর পথে বলেছেন: "মানুষরুপি হায়েনাদের বীভৎস উল্লাস" হায়েনা এবং ওরা জনোয়ার, ইতর, সবশেষে ভন্ড। শয়তানের দল। আপনাকে ধন্যবাদ।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:১০
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৭
বর্ষন হোমস বলেছেন: আপনার অনূভুতি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন