![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবো ভাবো ভাবো !
ভেবে করো কাজ ।
ভাবনা তোমায় এনে দেবে
কাজের কারুকাজ ।
ভেবে চিন্তে কাজ না হলে
কাজে যে হয় ক্ষতি ।
কাজের ঘোড়া পায় না খুঁজে
কোনো সঠিক গতি ।
হয় না সে কাজ মনের মত
হয় যে সর্বনাশ ।
ভাবনার নদী শুকিয়ে গেলে
কাজের ফসল কভু
মিলবে না ভাই কোন ভাবেই
জীবন যাবে তবু ।
মিলবে নাতো
জীবন জুড়ে
অগ্রহায়ণ মাস ।
©somewhere in net ltd.