![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কচুপাতা কচুপাতা !
আজব রে তুই ভারি।
জলের সাথে বল না রে তোর
কিসের এত আড়ি ?
মাঠভরা অই ঘাসের মাথায়,
গাছগাছালির পাতায় পাতায়
শিশির রাশি রাশি ।
মুক্তোদানা মাথায় রেখে,
সূয্যিকিরণ মেখে মেখে
মুখটা হাঁসি হাঁসি।
নামলো যতো শিশির ধারা -
মাখলি না তোর অঙ্গে সারা।
রাখলি যেটুক তালুয় পুরে -
দমকা হাওয়ায় মারলি ছুড়ে।
মারবি তো মার এক্কেবারে
টুনি বিবির মাথার পরে ?
১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:০২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অশেষ ধন্যবাদ
২| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:০২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৫
কাউছার মাহবুব বলেছেন: খুব ভালো লিখেছেন। ভালো লাগলো পড়ে।