![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
ঈদ হোক সবার
শান্তি - স্বস্তির ।
ঈদ হোক সাম্য
আর সম্প্রীতির ।
ঈদ আসুক ঘরে ঘরে,
পথকলিদের আসরে ।
ঈদ আসুক নীড়ে নীড়ে,
ছাঁদভাঙ্গা কুটিরে।।
(৩)
যেমনি করে ঈদগাহে সব
এক হয়েছি আজ ;
তেমনি করে এক থাকি সব
গড়বো খোদার রাজ ।।
(২)
চাঁদ তো ওঠে প্রতি রাতে
খবর কি কেউ রাখে ?
হয় কি তাদের তুলনা ভাই
ঈদের চাঁদের সাথে ?
দিন তো আসে প্রতিদিনই
ঈদের দিনের মত কি ?
ঈদ না হলে অন্য দিনের
এমন কদর হতো কি ?
২| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনার ব্যাথায় আমিও সমব্যাথিত। ধন্যযোগ ।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: ঈদে
লাগে না
ক্ষিদে।
ছড়া ভাল হয়েছে।