![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি একলা জেগে।
সবাই ঘুমিয়ে।
চাঁদটা সাথে রয় জেগে তার
জোছনা বিলিয়ে।
আরো কারা জেগে আছে
খুঁজতে গিয়ে দেখি -
হাসনাহেনা কামিনীরা
করছে চখাচখি।
চলতে চলতে নদীর জলের
খোশগল্প চলে।
গাছের পাতা ফিসফিসিয়ে
গোপন কথা বলে।
তারই মাঝে বাতাসেরা
শনশনা-শনশন -
কি জানি কি কানের কাছে
শোনায় সারাক্ষণ।
আসমানের অই মঞ্চে চলে
বিরাট আয়োজন।
আবছা আলো-আঁধারিতে
তারাদের নাঁচন।
এমনি করেই মহাবিশ্বে
রাতদিনা-দিনদিন -
জেগে থাকার কম্পিটিশন
চলছে বিরামহীন।
এখন আমি নইতো একা
সঙ্গে ওরা সব।
তাদের সাথে চলবে আমার
কথার মহোৎসব।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪১
বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: সুন্দর
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখন আমি নইতো একা
সঙ্গে ওরা সব।
তাদের সাথে চলবে আমার
কথার মহোৎসব।
চমৎকার।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: দারুণ!
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
হিসনা বলেছেন: আমিও জেগে রইলাম
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: হাহ হাহ হাহ!
৮| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: বাতাশ< বাতাস হবে।
কবিতা ভাল হয়েছে।
২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: কৃতজ্ঞতা
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন কর আপনাকে
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২২
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।