![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত পাখির ডানার মতন
শুভ্র ডানার মেঘের মতন,
কিঙবা নদীর জলের মতন
ছোট্ট নায়ের পালের মতন,
পদ্মা-মেঘনার ঢলের মতন
ঢেউয়ের ছলছলের মতন,
বন-হরিণের দলের মতন
আর পাহাড়ি ঢলের মতন,
আমার মায়ের কোলের মতন
আঁধো আঁধো বোলের মতন,
কিঙবা গায়ের ছেলের মতন
ধানের ক্ষেতের আলের মতন,
কাল বোশেখি ঝড়ের মতন
আমার ছোট্ট ঘরের মতন,
দিকহারা প্রান্তরের মতন
কিংবা বিশাল চরের মতন,
হাসনাহেনা ফুলের মতন
শান্ত নদীর কূলের মতন,
স্বাধিনতার উপমা ঠিক
মায়ের হাতের ভাতের নলা
ভর দুপুরে উদাম গায়ে
দৌড়ে চলার কিশোর বেলা।
কিংবা আমার বোনের মাথার
হলুদ রঙের রাঙা ফিতে
স্বাধিনতার স্বাদ খুঁজে পাই
ভাইয়ের হাঁসির ঝলকানিতে।
ভাইয়ে-বোনে ঝগড়াঝাটি
আবার একটু ত্যাগের ভেতর,
স্বাধিনতা দিনের শেষে
বাবার আনা ব্যাগের ভেতর।
স্বাধিনতা খুব সকালে
দোয়েল পাখির মিষ্টি শীষে
কিংবা মধুর আযান ধ্বনি
সাত আশমানে যায় যা মিশে।
এই তো আমার স্বাধিনতা
থাকবে কি সে জনম ভরে?
কেউ কি আমায় ফিরিয়ে দেবে
হারালাম যা আস্তাকুড়ে?
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:১৪
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন:
২| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:১৬
কামরুননাহার কলি বলেছেন: সুন্দর কবিতা।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:১৫
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অশেষ ধন্যবাদ
৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৫০
তারেক ফাহিম বলেছেন: সুন্দর ++
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:১৬
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ভালবাসা ++
৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:১৭
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অন্নেক ধন্যবাদ
৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯
আকিব হাসান জাভেদ বলেছেন: হারিয়েছি যা কূলে কূলে
পাবনা আর জীবন তরে
সব হারিয়ে আমি এখন
ঘুরে ফিরি শূন্য নদীর তীরে।
খুব সুন্দর কবিতা । ভালো লাগলো শেষের লাইন । তাই চার চরণ আপনাকে উপহার দিলাম কবি ।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:০৬
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আকিব হাসান জাভেদ
নাকি খোদার বড় আবেদ
নাকি তিনি বাংলাদেশের
মস্ত বড় কাসেদ
পাওনা থেকে বেশী দিলেন
পরাণটা যে জুড়িয়ে দিলেন
দোয়ার মুক্তো কুড়িয়ে নিলেন
হবেন সঠিক রাশেদ
যান একটু বকে দিলাম, আমিও কম নই! অনেক প্রিতি ও ভালবাসা রইলো
৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার ছন্দ। ভালো লেগেছে।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:২২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অজস্র ধন্যবাদ ভাই, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা থাকলো
৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৩৩
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: চাঁদগাজি ;
৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৩৫
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: কামরুন্নাহার কলি ; অশেষ ধন্যবাদ
৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৩৬
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: তারেক ফাহিম ; ভালবাসা ++
১০| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৩৮
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: রাজিব নুর ; অন্নেক ধন্যবাদ
১১| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:০৫
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আকিব হাসান জাভেদ
নাকি খোদার বড় আবেদ
নাকি তিনি বাংলাদেশের
মস্ত বড় কাসেদ
পাওনা থেকে বেশী দিলেন
পরাণটা যে জুড়িয়ে দিলেন
দোয়ার মুক্তো কুড়িয়ে নিলেন
হবেন সঠিক রাশেদ
যান একটু বকে দিলাম, আমিও কম নই! অনেক প্রিতি ও ভালবাসা রইলো
১২| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৩
আকিব হাসান জাভেদ বলেছেন: খাইরুল সাহেব
বলে যান ।
সময় যেদিন আসবে আমার
আমি ও দিবো বকে।
স্বাধীন দেশের মানুষ আমি
বীর হয়েছি মেরে
আপনি তবে মুক্তিযুদ্ধা
অস্ত্র যাহার কলম হাতে।
এমনে এমনেতেই সুসর্ম্পক হউক আমাদের । আমরা সত্যিই স্বাধীন দেশের মানুষ। চলেন হাতে হাত রেখে জাতীয় সঙ্গীত গায়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাস।
১৩| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৬
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: থাক বাবা বকাবকিতে কাজ নেই ! কলম যেন কথা বলে, মানুষের কথা, দেশের কথা, একটি সুন্দর পৃথিবী গড়ার কথা। দল-মত, ধর্ম-বর্ণ, জাত-পাত নির্বিশেষে সকল প্রান্তিকতার উপরে মানবতাকে স্থান দিয়ে সবাই যেন এগিয়ে যেতে পারি শান্তি ও সমৃদ্ধির পথে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৮
চাঁদগাঝী বলেছেন: