![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যার ভয়ে কেউ মুখ খোলে না,
চোখের উপর চোখ তোলে না,
সে কি নেতা?
আজব কথা!
এমন নেতার পুড়ি কাঁথা,
নেতা ত নয় এসব যা তা।
কথায় কথায় ভুল ধরে যে-
ভুলের মাঝেই আছে সে যে।
নষ্ট স্বভাব,
জ্ঞানের অভাব,
নিজের ভুলের রাখেনা খোঁজ-
সে আসলে নিজেই অবুঝ।
শিষ্টাচারের শ বোঝেনা,
ভালো-মন্দের ভেদ খোঁজেনা,
সর্বনাসা
মুখের ভাষা।
এমন নেতার হয়না মুরিদ,
হয়না কেহ সত্য সুহৃদ।
ইনসাফি নেই একচোখা মন,
খিটখিটে ভাব যখন তখন,
হয়তো কারণ
কি অকারণ
নিজে রাগেন কিঙবা রাগান,
তারাই ভাঙ্গেন সাধের বাগান।
২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:২৬
শাহিন বিন রফিক বলেছেন:
এখন মন্তব্য করা যায়, নেতা নিয়ে আপনার ছড়াটি বর্তমান নামধারী নেতাদের মনে করিয়ে দেয়।
টেস্ট পর্ব কেন? দেখলাম ২৭ বার পঠিত কিন্তু একটি মন্তব্য নাই, এত সুন্দর ছড়া কিন্তু মন্তব্য শূন্য!!! ভাবলাম কমেন্ট অফ করে রেখেছেন বুঝি তাই টেস্ট করলুম আর কি।
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: কি জানি হয়তো আপনি ১ম মন্তব্য করবেন তাই(ঠাট্টা) আসলে কোন শিল্প কার ভালো লাগে বলা যায় না। সব শিল্প সবার উপভোগ্য এবং উপযোগ্য নাও হতে পারে। ধন্যবাদ!
৩| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: স্যর,আপনার নেতগিরি বেশ উপভোগ্য।স্বাধীনতা দিবসের বীর শহিদদের আত্মত্যাগের পাশে আজকের নেতাদের রুপ বেশ ভাল লাগলো।
ভাল থাকুন।
২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৩
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: শুভকামনা স্যার
৪| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: নেতা আসসালামুয়ালাইকুম।
৫| ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: হাহ হাহ হা্ ,,, ওয়া আলাইকুমুসসালাম। না ভাই নেতা নই, নেতা হওয়া সহজ নয়। ভালো থাকুন।
৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ছন্দময় কবিতা, ভালো লাগলো, দারুণ বলেছেন নেতা সম্পর্কে।
শুভকামনা রইল,
ঈদ মোবারক।
কবিতাটি মনে হয় ডাবল হয়ে গেছে, এডিট করলে ভালই হতে পারে
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অনেকদিন পর এলেন.. শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:২৩
শাহিন বিন রফিক বলেছেন: টেস্ট পর্ব।