![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খানিক সময়ের জন্যে ভুলে যাও আমি আছি
অর্থাৎ আমার অস্তিত্ব ভুলে যাও
অথবা তুমি তোমার সব কোলাহল ভুলে যাও
অথবা (আরো ভালো হয়) থেমে যাও চিরকালের মতো।
তোমার সন্তানদের আঘাতে জর্জরিত আমি হাসতে ভুলে গেছি
অর্থাৎ আমি এখন রুক্ষ মরুর বালুরাশি
অথবা চৈত্রের মাঠে এক ঝলক শুষ্ক হাসি
অথবা তার চেয়ে রুক্ষতা আর শুষ্কতায় আহত।
তোমার দেহের এক অঙ্গ গিলে খায় যেনো অপর অঙ্গ
রক্ত আর জীবনের ক্ষুধা নিয়ত হারায় অনুষঙ্গ
তোমার সন্তানদের প্রাণ ঝরে
.......................খুন ঝরে
এক সমুদ্র রক্ত খেয়ে লালে লালে লাল হয়ে যাও
সর্বসহা তুমি তোমার সব যাতনা তবু সয়ে যাও।
সেদিন তোমার নষ্ট ছেলেদের উগড়ে দিয়েছিলে
তারও আগে তুমি নিজেই যে উল্টে গিয়েছিলে
আঘাত সয়ে সয়ে তুমি আজ বড্ড বেশী সহনশীল
অনেক বেশী শক্ত এখন তোমার ধৈর্য্যের পাঁচিল।
অনুরোধ তোমায়! ফুসফুস ভরে আমায় শ্বাস নিতে দাও
না হয় তোমার নষ্ট ছেলেদের নিয়ে আরেকবার উল্টে যাও,
তোমার মতো আঘাত সওয়া
এত কান্না এত দীর্ঘশ্বাসে ভারি বাতাসে শ্বাস নেয়া...
ওফ! আমায় মুক্তি দাও।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৩
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: একমত
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
ইব্রাহীম আই কে বলেছেন: রাজীব নুর দাদার কথায় আমি একমতঃ শুধুমাত্র মুখের ভাষার কারনেই পৃথিবীর অর্ধেক যুদ্ধ হয়েছিলো। কোন একসময় কোন এক বইয়ে পড়েছিলাম।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: সহমত
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মিথ্যা, প্রহসনের সভ্যতার অন্ধকার
নিয়ন আলোও পারেনা ঢাকতে
মোনাফেকির আর বৈঈমানির কূটনীতি
ধ্বংষ করে মানবতা নগরে নগরে
অথচ মূখোশের আড়ালে হত্যাকারীই সাজে ত্রাতা!
বদলাতে যদি নাই পারো
অতীতের মতো উল্টেই দাও
আদ, সামুদ জাতির ইতিহাসের পুনরাবৃত্তি হোক
মিথ্যা ধ্বংস হোক।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০১
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: দীর্ঘ কবিতায় সমর্থন জানানোর জন্যে দীর্ঘ আয়ু কামনা। দী.......................র্ঘ দিন বেচে থাকুন মানুষের ভেতর।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: মানুষের মুখের ভাষা বড় বিপদ জনক। মুখের ভাষার কারনেই অনেক বিপত্তি ঘটে।